Laky Computer & Training Center

Computer Office Application

নিচের অপশন বাছাই করে পড়ুন। 💯 100% সাজেশন

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। LED কী?

উত্তর: LED এর পূর্ণরূপ Light-emitting-diode.

২।অ্যাবাকাস কী?

উত্তর: অ্যাবাকাস কাঠের তৈরি একটি গণনাকারী  যন্ত্র। চীন এটিকে প্রথম তৈরি করে ।প্রাচীন কালে গণনা করার জন্য এ যন্ত্রটি ব্যবহৃত হতো।

৩। সিস্টেম ইউনিট-এর প্রধান ২টি ইউনিট এর নাম লেখ?

উত্তর: মাদার বোর্ড ও প্রসেসর

৪।পাসওয়ার্ড কেন ব্যবহার করা হয়?

উত্তর: পাসওয়ার্ড হলো এক ধরনের তালা,যা ব্যবহারকারীর তথ্য,উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তায় ব্যবহৃত হয়।

5|OMR কী?

উত্তর: Optical Mark Reader- এর সংক্ষিপ্ত  রূপ হলো OMR |এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইজ। বিশেষ শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে।

৬। MCOS এর পূণ রূপ কী?

উত্তর: Complementary Metal Oride Semiconductor.

৭। প্রিন্টার এর কাজ কী?

উত্তর: প্রিন্টার একাট আউটপুট ডিভাইস । কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।

৮।অ্যান্টিভাইরাস সফ্‌টওয়ারের কাজ কী?

উত্তর: অ্যান্টিভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম,যা কম্পিউটারকে ভাইরাসমুক্ত করে।কম্পিউটারের ভাইরাস-বিশিষ্ট ফাইল বা প্রোগ্রাম ব্যবহারকালে সংকেত প্রদান করে এবং কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ হতে রক্ষা করে।মোট কথা , কম্পিউটার ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয়।

৯। CDROM এর পূণ রূপ কী?

উত্তর: Compact Disk Read Only Memory.

১০।একটি ই-মেইল অ্যাড্রসের সাধারণ গঠন লেখ।

উত্তর: একটি ই-মেইল অ্যাড্রসের সাধারণ ২ টি অংশ থাকে, ক) ব্যবহারকারীর নাম খ) কোম্পনী নাম, যেমন

Username@domainname.com

১১। Database কী?

উত্তর: শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে  কোনো সম্পর্কিত  বিষয়ের ওপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ।

১২। কম্পিউটারের virus কী?

উত্তর: ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়ার।

13|নতুন File খোলার জন্য keybord command কী?

উত্তর: Ctrl+N

১৪। বাইট কী?

উত্তর:আট বিটে এক বাইট হয়। এরূপ ৮বিটের কোড দিয়ে যে -কোনো বর্ণ,অঙ্ক বা বিষয় চিহ্নকে প্রকাশ করা হয়।তাই বর্ণ, অঙ্ক বা বিষয় চিহ্নকে মেমরিতে এক বাইট জাইগা দখল করে।

১৫। LED এর পূণ রূপ কী?

উত্তর: Liquid Crystal Display

16|SQL কী কাজে ব্যবহৃত হয়।

উত্তর: SQL এর পূণ রূপ Structured Query Language । এর মাধ্যমে ডাটাবেস থেকে প্রয়োজনীয়  তথ্য খুঁজে বের করে নিয়ে আসা যায়।

17|Web Browser কী?

উত্তর: ব্যবহারকারী তার কম্পিউটার ওয়েবসাইট দেখার জন্য যে প্রোগ্রামটি ব্যবহার করে, সেটি হচ্ছে ব্রাউজার।

১৮। MS Excel- এ SUM এর ফরমেট  কী?

উত্তর: MS Excel- এর আনেকগুলো Value যোগ করার জন্য SUM ফাংশন ব্যবহা করা হয়। =SUM(Location:location)

১৯। ২টি সার্চ ইঞ্জিনের নাম লেখ।

উত্তর: ২টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের হল-(i)Google  (ii)Yahoo.

২০। 1 টেরাবাইট সমান কয় গিগাবাইট?

উত্তর: 1024GB|

২১। Slide Animation   প্রদর্শন করার কমান্ড কী?

উত্তর: Shift +F5

২২। দুটি   Application Software   -এর নাম লেখ?

উত্তর: Spreadsheet software , Database software.

23|BIOS -এর পূর্ণরুপ কী?

উত্তর: Basic Input Output System.

২৪।   IRC  কী?

উত্তর: IRC  -এর পূর্ণরুপ হচ্ছে-  Internet Relay Chat   ।এটি  একটি ইন্টারনেট চ্যাটিং স্থান, যা ফিনল্যান্ডে প্রথম শুরু হয়।

25|Pen Drive কে I/O ডিভাইস বলা হয় কেন?

উত্তর: Pen Drive কম্পিউটারের    একটি  সহায়ক  মেমরি  হিসাবে  ব্যবহার  করা  হয়।এর  সাহায্যে ডাটা  যেমন  ইনপুট  করা যায় তেমনি  আউটপুটকৃত  ডাটা  স্টোর  করা  যায়,বিধায় Pen Drive একই সাথে ইনপুট ও আউটপুটের  কাজ করে।এ কারণে  Pen Drive কে I/O ডিভাইস বলা হয়।

২৬।  কম্পিউটার নেটওয়ার্ক   কাকে  বলে?

উত্তর: আন্তঃসংযোগবিশিষ্ট  দুই  বা ততোধিক কম্পিউটাকে যখন একটি ডাটা  কমিউনিকেশন ব্যবস্থায় নিয়ে আসা হয়,তখন তাকে কম্পিউটার নেটওয়াক  বলে।

২৭। TCP/IP -এর পূর্ণরুপ কী?

উত্তর: TCP/IP-এর পূর্ণরুপ হচ্ছে- Transmission Control Protocol/ Internet Protocol   .

২৮। Legal কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ  কত  ইঞ্চি?

উত্তর:  Legal কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ  যথাক্রমে ১৪  ইঞ্চি  ও  ৮.৫ ইঞ্চি  ।

২৯। প্রথম  ইলেকট্রনিক  কম্পিউটারের  নাম কী?

উত্তর: প্রথম  ইলেকট্রনিক  কম্পিউটারের  নাম  ENIAC.

৩০।  ডিজিটাল  কম্পিউটারের  মূলভিত্তি  কী?

উত্তর: ডিজিটাল  কম্পিউটারের  মূলভিত্তি   হলো এটি  বাইনারি  সংখ্যা  দ্বারা  সব ধরনের  কাজ  সম্পন্ন করে।

৩১।আইপিএস (IPS) কী?

উত্তর: আইপিএস (IPS) -এর পূর্ণরুপ হচ্ছে- ইনস্ট্যান্ট  পাওয়ার  সাপ্লাই।

৩২। ফর্মূলা  কী?

উত্তর: ফর্মূলা  হলো একপ্রকার  সমীকরণ ,যা ওয়ার্কশিটে  সন্নিবেশিত  ডাটাকে  গাণিতিক, যুক্তিমূলক ও টেক্সট জাতীয় অপারেশরন সম্পন্ন করতে পারে।

৩৩। ডাটাবেজের  বিভিন্ন  উপাদান গুলো কী কী?

উত্তর: ডাটাবেজের  বিভিন্ন  উপাদানসমূহ হলো-ক) ডাটা  খ)রেকর্ড  গ)ফিল্ড ইত্যাদি।

৩৪ ।  রিসাইকেল বিন কী?

উত্তর: রিসাইকেল বিন হলো  ডিলিটকৃত ডাটা  সংরক্ষিত  রাখার  ফোল্ডার।এখান থেকে ডিলিটকৃত ডাটা  পুনরায় ফিরিয়ে আনা যায়।

৩৫।ফোল্ডার তৈরি করা হয় কীভাবে?

উত্তর: Mouse এর  Right বাটনে  Click >  New option এ Click > Folder এ Click > Folder এর একটি নাম দিয়ে  ফাকা জায়গায় Click  করতে হবে।

36|Slide  Design কী?

উত্তর: স্লাইডের বিভিন্ন  প্রিবিল্ট(পূর্বের তৈারকৃত) ডিজাইনের  লিস্ট থেকে  স্লাইডের জন্য  ডিজাইন   , কালার  ও  অ্যানিমেশন, ইফেক্ট  সিলেক্ট  করাকে Slide  Design বলে।

৩৭।কুয়েরি কেন ব্যবহার করা হয়?

উত্তর: বিপুল পরিমাণ তথ্য  সম্বলিত  ডাটাবেজ থেকে প্রয়োজনীয় যে-কোনো  তথ্য কিংবা  রেকর্ডসমূহ খুব সহজে এবং অত্যন্ত দ্রুত খুঁজে বের করার জন্য কুয়োরি ব্যবহার করা হয়।

৩৮।দুটি Spreadsheet software –এর  নাম লেখ।

উত্তর: এমএস এক্সেল,ওরাকল,কোয়াট্রো প্রো।

৩৯।  Primary  Key কী?

উত্তর: Primary Key এমন একটি Key  ,যা এককভাবে শনাক্ত করা যায়। কোনো  Table -এর কোনো  Field -এ Primary  Key set করে ফিল্ডটিকে  ¯^Zš¿ করা হয় অর্থাৎ এই ফিল্ড এর মান একক হয়।

৪০। 1GB  বলতে কী বোঝ?

উত্তর: 1GB  বলতে বুঝায় ,এক গিগাবাইট। গিগাবাইট হলো ডিজিটাল তথ্য স্টোরেজের জন্য একাধিক  একক বাইট।এটি স্টোরেজ ডিভাইসসমূহের ধারণক্ষমতার একক। আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রিফিক্স গিগার অর্থ ১০ সুতরাং , ১গিগাবাইট হয় ১০০০০০০০০০বাইট। গিগাবাইট এককের প্রতীক হলো GB বা Gbyte|

৪১। Linux কী?

উত্তর: Linux হলো ওপেন সোর্স  সফটওয়্যার  অপারেটিং  সিস্টেম।

42|B5 থেকে B10  পর্যন্ত সেলগুলো  হতে সর্বোচ্চ সংখ্যাটি  নির্ধারনের MS-Excel ফাংশনটি লেখ?

উত্তর: ফাংশনটি হলো =MAX(B5:B10)|

৪৩। Mark-1 কী?

উত্তর: Mark-1 হচ্ছে পৃথিবীর প্রথম কম্পিউটার বা গণনাকারী যন্ত্র।এটি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান জাদুঘরে রয়েছে।

৪৪। MS Word-এর  Ribbon- ব্যবহৃত চারটি Sub-Menu-এর নাম লিখ।

উত্তর: New,Open,Save,Close  .

৪৫। Replication -এর কাজ কী?

উত্তর: Table  -এর ছায়া টেবিল তৈরির জন্য ব্যবহৃত হয়।

৪৬। SQL কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর: SQL -এর পূর্ণরুপ হচ্ছে- Structured Query Language ।এর মাধ্যমে ডাটাবেজ থেকে বিভিন্ন  তথ্য বের করে নিয়ে আসা যায়।

47|VOIP-এর পূর্ণরুপ কী?

উত্তর: Voice Over Internet Protocol.

৪৮।স্ক্যানার কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর:স্ক্যানারের মাধ্যমে বিভিন্ন প্রকার ছবি বা তথ্য কম্পিউটারে অবজেক্ট আকারে ইটপুট করাে হয়।

৪৯। Worksheet ও Workbook   কী?

উত্তর:ওয়ার্কশিটঃ সুবিশাল শিটের যে অংশে কাজ করা হয়,তাকে ওয়ার্কশিট বলে।

ওয়ার্কবুকঃ  -এ স্প্রেডশিট বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে তা বিশ্লেষণ বা পরিগণনা করা যায়।কাজ করার পর ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো নামে ডিস্ক সংরক্ষণ করা যায়। সংরক্ষিতস্প্রেডশিটকে ফাইল বা ওয়ার্কবুক বলে।

৫০। Excel-এ Ò= Ó চিহ্ন কখন ব্যবহৃত হয়?

উত্তর: Excel- এ Ò= Ó চিহ্ন ফর্মুল লিখার সময় ব্যবহৃত হয়।

৫১।গ্রাফ বা চার্ট কী?

উত্তর:গাণিতিক তথ্যসমূহের চিত্রসময় উপস্থাপন গ্রাফ বা চার্ট বলে।

52|Speeker notes কী?

উত্তর:Speeker notes হলো পাওয়ার পয়েন্ট স্লাইডে একটি হিডেন এরিয়া। এাট উপস্থাপনের জন্য একটি  রেফারেন্সে হিসাবে

কাজ করে।

53|Yahoo messenger – এর কাজ কী?

উত্তর: Chatting, Text,  Audio, Video ইত্যাদি Message পাঠানো।

54|MS-excel তৈরি করা যায় এমন দু’ প্রকার Chart/ গ্রাফের নাম লেখ।

উত্তর: MS-excel তৈরি করা যায় এমন কয়েকটি Chart/ গ্রাফের  হলো (i)কলাম (ii) পাই (iii) বার (iv) লাইন ইত্যাদি।

৫৫। MS-Access প্রোগ্রামে যে-কোনো পার প্রকার ডাটা টাইপের নাম লেখ।

উত্তর: (i) টেক্সট  (ii) নিমেরিক্যাল, (iii) কারেন্সি (iv) ডেটা/টাইম (v) মেমো ইত্যাদি।

৫৬। ফাইলও রেকর্ডের মাঝে পার্থক্য কী?

উত্তর: ডাটা টেবিলের ফিল্ডসমূহের অধিনে যেসব  তথ্যাবলি সারি বা সারিসমূহ এন্ট্রি করা হয়, উক্ত প্রতিটি সারির তথ্যাবলির সমষ্টি হলো রেকর্ড। অপরদিকে , ফাইল হচ্ছে  এক বা একাধিক টেবিল বা তথ্যের আধার।

৫৭। কোন লেখাকে বড় করার কীবোর্ড কমান্ড কী?

উত্তর: ctrl+}

৫৮।পয়েন্টার প্রথম সেলে আনার নিয়ম কী?

উত্তর: দুটো টেবিলকে একত্রিত করাকে টেবিল মার্জ বলে।

৫৯। ENIAC-এর পূর্ণরুপ কী?

উত্তর:Electrical Numerical Integrator and Calculator.

৬০।‌চার্লস ব্যাবেজ কে কম্পিউটার এর জনক বলা হয় কেন ?

উত্তর: ডিফারেন্স ইঞ্জিন তৈরি করার মাধ্যম্ে‌ চার্লস ব্যাবেজ কম্পিউটার তৈরির সুস্পষ্ট ধারনা দেন তাই তাকে কম্পিউটার এর জনক বলা হয়।

61|slide animation প্রদর্শন করার কমান্ড কী?

উত্তর: Shift+F5

৬২। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম  বলতে কী বুঝায়?

উত্তর: হেক্সাডেসিমেল  সংখ্যার ভিত্তি হলো ১৬। এতে ১৬টি অংক আছে ,যেমন-0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E, F.

৬৩।ফরেন কী বলতে কী বুঝায়?

উত্তর: একটি টেবিলের প্রামারি কী যখন অন্য টেবিলের কোন কী এর সাথে রিলেশন তৈারি করে তখন অন্য টেবিলের  সেই কী কে ফরেন কী বলে।

৬৪।   Marks-Field এর Data  type কী?

উত্তর: Number.

৬৫। Row/Column  Auto Fit  কেন করা হয়?

উত্তর: Row/Column এর Height  এবং Width ্ট্যান্ডার্ড সাইজ  রাখার জন্য ব্যবহার করা হয়।

৬৬। Equation editor কী?

উত্তর: গাণিতিক Function কম্পোজ করার কমান্ড।

৬৭। Windows XP কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর: Computer পরিচালনার  জন্য এই System softwore -টি ব্যবহৃত হয়।

68|File Menu Bar-এ ব্যবহৃত চারটি Sub-Menu এর নাম লেখ।

উত্তর: Save ,Save as,Print Page Setup  .

৬৯। Programs কমান্ড এ মাউস পয়েন্টার  রাখলে কী দেখা যায়?

উত্তর: List  Box দেখা যায়  .

৭০। Dialog Box  কী?

উত্তর: Text এবং Message  সম্বলিত   Box যেখানে প্রয়োজনীয় নির্দেশনা  ( যেমন- Ok, Cancel,Save  ইত্যাদি তথ্য) থাকে।

71|DVD-এর Capacity কত?

উত্তর: Storage Capacity -র উপর ভিত্তি করে DVD বিভিন্ন ধরনের হতে পারে।যেমন-

(i)Single sided DVD disk:4.7GB

(ii)Single Sided/Dual layer DVDdisk:8.5GB

(iii)Double  sided DVD disk:9.4GB

(iv) Double Sided /Dule layer DVD disk:17GB.

৭২। দুটি ই-মেইল  সফটওয়ার এর নাম লেখ?

উত্তর: Yahoomail,Gmail.

৭৩।কী-বোর্ডে কতগুলো Key  থাকে?

উত্তর:১০৪টি কখনও  কখনও  এর চেয়েও বেশি।

74|MS -এ  Ctrl +D কমান্ড টি প্রয়োগ করলে কী আসে?

উত্তর: Font ডায়ালগ  বক্স প্রদর্শিত হয়।

৭৫।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলায় অবস্থিত?

উত্তর:১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা জেলায় অবস্থিত।

সংক্ষিপ্ত প্রশ্নঃ – ২

—–>অতি সংক্ষেপে উত্তর দাও ঃ

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর :

 

১। লগারিদম সারণি তৈরি করেন –
| উত্তরঃ জন নেপিয়ার

২। সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি হচ্ছে —। উত্তর: বাইনারি

 

৩। PCI এর পূর্ণরূপ হচ্ছে – ।
| উত্তর: Peripheral Component Interconnect.

৪। কম্পিউটারের মাধ্যমে পারস্পরিক যোগাযোগকে – বলে ।
| উত্তর: নেটওয়ার্ক

 

৫। Recycle Bin ফোল্ডারে__ফাইল জমা থাকে ৷
|উত্তর: Delete করা ৷

৬। Legal size কাগজের পরিমাণ হচ্ছে – ।
|| উত্তরঃ প্রস্থ ৮ ১/২”, দৈর্ঘ্য ১৪”

 

৭। একটি চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য — ব্যবহৃত হয়।
| উত্তর: Mail Merge

৮। Microsoft Power Point একটি__
Package I
| উত্তর: Presentation

 

৯। ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমষ্টিকে__বলে।
| উত্তর: ম্যাক্রো

১০। LAN অর্থ —।
|| উত্তর: Local Area Network

১ সঠিক উত্তরটিতে টিক (√) চিহ্ন দাও:

 

১১। CPU হলো-
ক. Central Processing Unit √
খ. Central Providing Unit
গ. Control Programming Unit
ঘ. Control Problem Unit

১২। Macro কী?
ক. ফার্মওয়্যার
খ. প্রোগ্রামের ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের নির্দেশনা √
গ. সফটওয়্যার
ঘ. হার্ডওয়্যার

১৪। কোনটি Antivirus নয়?
ক. Avast
গ. Kasper sky
খ. Linux √
ঘ. Norton

 

১৫। MS Access একটি-

ক. Word Processing Software
খ. Accounting Software
গ. Graphics Software
ঘ. Database Software √

১৬। বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার ব্যবহৃত হয়?
ক. ১৯৯৫
গ. ১৯৭৪
খ. ১৯৬৭
ঘ. ১৯৬৪ √

 

১৭। F5 হতে F25 সেন্সের ডাটা যোগ করার ফাংশন –
ক. =Sum(F5;F25)
খ. =Sum(F5:F25) √
ঘ. =Sum(F5.F25)
গ. =Sum(F5+F25)

১৮। LAN শব্দের পূর্ণরূপ কোনটি?

ক. Local Assemble Network
খ. Local Area Network √
গ. Lockal Area Network
ঘ. Logal Assemble Network

 

১৯। নিচের কোনটি Internet Connectivity এর নাম নয়?
ক. Dial up
গ. Wireless
খ. Broad band
ঘ. Yahoo √

২০। নিচের কোনটি NIC এর পূর্ণরূপ?
ক. Network Interface Card √
খ. Net International Communication
গ. Network Inter Card
ঘ. উপরের কোনোটিই নয়

১। নতুন File খোলার জন্য কী Command ব্যবহার করা হয়?

উত্তর ঃ Ctrl + N

২। লুকানো column খুঁজে বের করতে কী ব্যবহার করা হয়?

উত্তর ঃ Select all column→ Home→ Format→ Visibility→ Hides,Unhide→ Unhide Columns.

Or, Column বা  Column-গুলোর বামে ও ডানের Column Select করতে হবে।

  • Format মেনুর Column অপশনের Unhide ক্লিক করতে হবে।

3|Excel Program চালু করলে কয়টি শিট চালু হয়?

উত্তর ঃ ৩টি

৪। কতকগুলো Interconnected field মিলে কী তৈরি হয়?

উত্তর ঃ Record

৫। দুটি ব্রাউজারের নাম লেখ।

উত্তর ঃ (1)Mozilla Firefox

(2)Opera

6|Email অ্যাড্রেস এর সাধারণ গঠন লেখ।

উত্তর ঃ <Userid>@<Domain>.com.

৭। Database Program এ From তৈরি করা হয় কেন?

উত্তর ঃ সুন্দর ও আর্কষণীয়ভাবে ডিজাইনের মাধ্যমে এক বা একাধিক টেবিল ডাটা Supply বা Collection করার জন্য From তৈরি করা হয়।

৮। Excel Program এ কোন নির্দিষ্ট অংশ প্রকাশের জন্য ব্যবহার হয়?

উত্তর ঃ Select Cell Range.

৯। Bijoy Keyboard এর Bangla To English বা English To Bangla করার শর্টকাট ‘কী’ কোনটি?

উত্তর ঃ Ctrl+Alt+B

১০। ভাইরাস কী?

উত্তর ঃ কম্পিউটার পরিভাষায় ভাইরাস শব্দের পূর্নরূপ- Vital Information Resoureces Under Seize, যার অর্থ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা যায়।

১১। MS Office Program এ Data Save করলে ___ তা জমা হয়।

উত্তর ঃ My Document এ

১২। Database এ প্রথম তৈরি করতে nq___|

উত্তর ঃ Table

১৩। Undo করা nq___ করার জন্য।

উত্তর ঃ বাতিল কাজ পুনরায় আনয়ন

১৪। একটি চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠাবার জন্য ব্যবহার করা nq___|

উত্তর ঃ Mail Merge

১৫। পেজ এর মার্জিন ঠিক Ki‡Z___ Option Select করতে হয়।

উত্তর ঃ Page Setup

১৬। স্ক্যানার একটি ___ ডিভাইস।

উত্তর ঃ ইনপুট

17|(a+b)2+2ab2+ab এই Format টি wjL‡Z___ এর সাহায্যে নিতে হয়।

উত্তর ঃ Superscript

১৮। Excel Program এ File Save করলে File Name এর mv‡____ যুক্ত হয়।

উত্তর t.Xls

১৯। Text allignment ___ প্রকার।

উত্তর ঃ ৪(চার)

২০। Cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে PvB‡j___ করতে হয়।

উত্তর ঃ Split cells

 

সত্য/মিথ্যা

২১। কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে Motherboard।
উত্তরঃ ‘মি’

২২। একটি কম্পিউটারের একই সাথে ২টি System Software
ওপেন করা যায় ৷
॥ উত্তরঃ ‘মি’

২৩। MS Excel একটি Spread Sheet Analysis Application Program
॥ উত্তর: ‘স’

২৪। Sort এর কাজ হলো রেকর্ডগুলো সাজানো ।
| উত্তরঃ ‘স’

২৫। (১০০১); সংখ্যাটিকে দশমিক সংখ্যায় প্রকাশ করলে ১১ হয়?
| উত্তরঃ ‘মি’

২৬। ফোল্ডারের ভিতর ফাইল ও ফোল্ডার উভয়ই থাকতে পারে ।
| উত্তরঃ ‘স’

২৭। MS Excel-এ Sort করা যায় Data menu ব্যবহার করে।
| উত্তরঃ ‘স’

২৮। Website চিঠিপত্র লেখার কাজে ব্যবহৃত হয়।
| উত্তরঃ ‘মি’

২৯। কম্পিউটারের ভাইরাস একটি প্রোগ্রাম । | উত্তরঃ ‘স’

৩০। Google একটি সার্চ ইঞ্জিন।
| উত্তরঃ ‘স’

৩১। একটি System Software ও একটি Application Software এর নাম লেখ ।
| উত্তরঃ Windows 2007 একটি system software এবং Microsoft word 2007 একটি Application software.

৩২। Mail Merge কী?
॥ উত্তরঃ একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে। অথবা, একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হলো মেইল মার্জ ।

৩৩। RAM এবং ROM এর পূর্ণরূপ লেখ।
| উত্তরঃ RAM এর পূর্ণরূপ হলো Random Access Memory. ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory.

৩৪। Operating System বলতে কী বুঝায়?
| উত্তরঃ অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমষ্টি, যা কোনো কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে ।

৩৫। MS Excel-এ Default Sheet Tab কয়টি থাকে?
| উত্তর: MS Excel-এ Default Sheet Tab সাধারণত ৩টি থাকে, যথা— Sheet 1, Sheet2 এবং Sheet3.

৩৬। বিজয় ৫২ কে তৈরি করেছেন?
| উত্তরঃ মোস্তফা জব্বার।

 

৩৭। File Menu Bar-এ ব্যবহৃত চারটি Sub-Menu-এর নাম
লেখ । ॥ উত্তর: Save, Save As Print, Page Setup, New file, Open file.

৩৮। BIOS এর পূর্ণরূপ লেখ ।
|| উত্তর: BIOS = Basic Input Output System.

৩৯। Dialog box কী?
| উত্তর:) Text এবং Message সম্বলিত Box যেখানে প্রয়োজনীয় নির্দেশনা (যেমন- OK, Cancel, Save ইত্যাদি তথ্য) থাকে ।

৪০। একটি English Font এবং একটি Bangla Font এর নাম লেখ ।
|| উত্তরঃ বহুল প্রচলিত English Font হলো Times New Roman 4 Bangla Font
Sutonnymj

৭৬। MS Excel একটি Relational Database Managment System. মি

৭৭। Folder -এর File ও Folder  উভয়ই থাকতে পারে।স

৭৮। Windows-10 একটি Application Software. মি

৭৯। MS Excel program -এ  Formula Bar থাকে।স

80|Pen Drive   কে  Optical Drive বলা হয়।মি

৮১।হার্ডডিস্ক একটি Processing Device .মি

৮২। Power Point- এর Slide- গুলোকে Print করা যায় না।মি

৮৩। Access File-কে Print করার আগে Report করতে হয়।স

৮৪। Binary একটি  নম্বর  পদ্ধতি।স

৮৫। RAM কম্পিউটারের একটি পেরিফেরাল যন্ত্র।মি

86|Linux একটি Database সফটওয়ার।মি

87|1000GB সমান 1TB|মি

৮৮।ডট ম্যাট্রিক্স প্রিন্টার একটি আউটপুট ডিভাইস।স

89|Internet হলো International network ।স

90|MS Access দিয়ে নতুন Database ফাইল তৈার করা যায়।স

৯১। ই-মেইল পাঠাতে প্রথমে Sign out করতে হয়।মি

৯২।ওয়ার্কবুক ওয়ার্কশিটের অংশ বিশেষ।স

৯৩। A-Z হলো নিউমেরিক কী।মি

94|Hard Disk Drive একটি  Secondary storage ।স

95|Power Point-এ Slide show হয় F4 সুইচে।মি

৯৬।সাধারণত WORD এ  Font size থাকে 12 ।মি

৯৭। Excel  -এ অটোমেটিক বিয়োগ হয় Auto sum দিয়ে।মি

৯৮।চিঠিপত্র লেখার কাজে Power point ব্যবহার করা হয়।মি

99|Webite তৈরিতে HTML ব্যবহৃত হয়।স

100|Bit defender একটি ভাইরাসের নাম। মি

১০১। Cut করার কী-বোর্ড কমান্ড হলো Ctrl+X ।স

১০২।ই-মেইল BCC হলো Blind Carbon Copy ।স

103|A-Z পর্যন্ত Key- কে Numeric key বলে।মি

১০৪। Keyboard  এ   মোট ২টি এন্টার-কী থাকে।স

১০৫। Motherboard কম্পিউটারের CPU-  এরঅংশ। মি

106|Windows-7 একটি Application software ।মি

১০৭।সাধারণ Word program পৃষ্ঠার ওপরে-নিচে ১.২৫ ইঞ্চি এবং ডানে-বামে ১ ইঞ্চি মার্জিন থাকে। মি

১০৮।একাট computer এ একই সাথে একাধিক Application softer open  করা যায় না। স

109|Scanner একটি out put device ।মি

১১০। কতগুলো সম্পর্কযুক্ত Record -এর সমষ্টিই হলো Table । স

১১১। OR একটি Loএরcal র্ফমূলা।স

১১২।সুপরিকম্পিউটার সবচেয়ে বৃহৎ কম্পিউটার। স

113|1000 মেগাবাইট সমান 1  গিগাবাইট।মি

১১৪।একাধিক ফাইল  Close করার জন্য exit ব্যবহৃত হয়।মি

115|Ms Word এ কোনো কিছু মুছে গেলে undo করতে হয়।স

116|Text box এর কাজ   হল Text কে Color  করা।মি

১১৭।অভ্র একাট language program ।স

১১৮। অকটাল পদ্ধতির ভিত্তি হচ্ছে দশ। মি

১১৯। ১৯৭১ সালে সর্বপ্রথম আমেরিকার ইনটেল কোম্পানি মাইক্রোপ্রসেসর তৈরি করে। স

১২০।স্ক্যানার এক ধরনের  ইনপুট ডিভাইস।স

১২১।উইন্ডোজ চালু করার জন্য Task Bar  এক্লিক করতে হয়।মি

১২২। কম্পিউটারের ভাইরাস একটি জীবানু।মি

123|Google একটি Operating system .wg

124|MSN একটি সার্চ ইঞ্জিন ।মি

125|Default ইংরেজি Font হলো Arial ।স

সঠিক উত্তর লিখঃ টিক

১২৬। নিচের কোনটি CPU-এর অংশ নয়?

(ক) Mouse√ (খ) ALU (গ) CU

127|ROM একটি-

(ক)সেকেন্ডারি মেমরি (খ) স্থায়ী মেমরি√ (গ) অস্থায়ী মেমরি

১২৮। DOS একটি-

(ক) Application Software(খ) Operating System√ (গ) Printing Software

129|Calculator কোথায় থাকে?

(ক) Software  Taskbar and Start Menu†Z√ (খ) Format Menu†Z (গ) Taskbar তে

130|Recycle bin  Insert Menu  Taskbar  Desktop থাকে-

(ক) Insert Menu তে (খ) Taskbar–G (গ) Desktop- এ √

১৩১। Read Only Memory নিচের কোনটি ROM -এ বৈশিষ্ট্য?

(ক) Read Only Memory (খ) শুধুমাত্র ডাটা পড়া যায়√ (গ)বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়

১৩২।গাটার হলো-

(ক)পৃষ্ঠার উপরের অংশের Title (খ) পৃষ্ঠার নিচের অংশের Title√ (গ)পৃষ্ঠার মার্জিন সংযুক্ত অতিরিক্ত জায়গা

১৩৩। (111001)2 – এ Hexa-Decimal -এ প্রকাশ-

(ক) E1 (খ) 39√ (গ) 3B

134|MS-Word-2010 -এ File extension কোনটি?

(ক) .DOC(খ) .DOCX √ (গ) .DOX

১৩৪। Pen Drive এক প্রকার-

(ক) ফ্লাশ মেমরি√ (খ)অস্থায়ী মেমরি (গ) ইনপুট ডিভাইস

১৩৫। Data sorting কয় প্রকার?

(ক)২প্রকার √ (খ)৩ প্রকার (গ)৪ প্রকার

১৩৬।২৮(১০)-এর বাইনারি মান হলো-

(ক)11100√ (খ)১০০০০ (গ)১০০১১

১৩৭। MS-Office program -এ কোনো File save  করলে তা কোথায় Save হয়?

(ক) Desktop- এ  (খ) My document -এ √ (গ) document – এ

১৩৮।কোনটি Loএরcal function?

(ক) =Max()(খ) =Sum() (গ) =If()√

১৩৯।কম্পিউটার কয় প্রকার?

(ক)২প্রকার (খ)৩ প্রকার√ (গ)৪প্রকার

১৪০।নিচের কোনটি ই-মেইল সার্ভিস?

(ক)Google  (খ) Hotmail√  (গ) Avast

১৪১। FDD-এর পূর্ণরূপ হলো-  (ক)Fixed disk drive (খ) Floppy disk drive√ (গ)Fault disk drive

১৪২।সাধারণত কোনো প্রোগ্রাম বন্ধ করার Keyboard command কোনটি?

(ক) Alt+F2 (খ) Alt+F4√ (গ) Alt+F6

১৪৩। Primary key কোথায় ব্যবহৃত হয়?

(ক) MS Word(খ) MS Access√ (গ) Google

১৪৪। নিচের কোনটি Internet Connectivity -এর নাম নয়?

(ক) Dial up (খ) Board band (গ) gmail√

১৪৫।কোনটি Antivirus  প্রোগ্রাম?

(ক) Bit defender√ (খ) Ulead (গ) MS Paint

146|MS-Excel -এর একাধিক সেল একত্র করাকে কী বলে?

(ক) Ad (খ) Join(গ) Merge√

১৪৭। Keyboard -এ  control key  -এর সংখ্যা কত?

(ক) 2wU√ (খ) ৩টি (গ) ৪টি

১৪৮। কোনটি বাংলা ফন্টের নাম?

(ক) বিজয় (খ) অভ্র (গ) সুতন্নি√

১৪৯।হিউম্যানওয়্যার কোনটি?

(ক)কম্পিউটার (খ) সফটওয়্যার (গ)ফার্মওয়্যার (ঘ)কোনোটিই নয়√

১৫০। Open  File  Keyboard   করা বন্ধ করার কমান্ড কোনটি?

(ক) Ctrl+O√ (খ) Alt+P (গ)কোনোটিই নয়

151|copyএর কী-বোর্ড কমান্ড কী?

(ক) Ctrl+C √(খ) Alt+P  (গ) Alt+F6

১৫২।কোনটি processing program ?

(ক) MS Word √(খ) MS Access (গ) Google

১৫৩।কোনটি বাইনারি সংখ্যা ?

(ক)০,১ √(খ)1,1(গ)0,2

154|Basic animation principle কয়টি?

(ক১২টি √(খ)32wU(গ)4wU)

১৫৫।নিচের কোনাট CPU-এর অংশ নয়?

(ক)ALU(খ) Mous √ (গ) CMOS

১৫৬। কোনটা Spreadsheet program ?

(ক) MS Word(খ) MS Excel√(গ) Google

১৫৭। Calculater softer টি থাকে-

(ক)Insert menu (খ) Taskber√ (গ)My document-G

১৫৮।চলমান প্রসেস বাতিলের জন্য ব্যবহৃত হয়-

(ক)Del(খ) Esc √ (গ) Space

১৫৯। Slide objest বলা হয়-

(ক) Slide এর একাধিক অংশকে(খ) Slide এর বিশিষ্ট অংশকে (গ) Slide এর প্রতিটি আংশকে√

১৬০। কেনটি Antivirus নয়?

(ক)Avast(খ) Linux√ (গ) norton

১৬১। LAN এর পূর্ণরূপ হলো-

(ক)Local Area Network√  (খ) Local Assemble Network (গ) Lokal Area Network

১৬২।কোনটি ব্রাওজার সফটয়্যার?

(ক)Google  (খ) SQL (গ) Mozila√

১৬৩। রহিমের জন্মতারিখ ২৪ অক্টোবার,২০০১ রেকর্ড সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে-

(ক)Tex tyep  (খ) OLE type (গ) Data type√

১৬৪।কোন সাল থেকে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয়?

(ক)১৯৯৪ (খ)১৯৯০ √ (গ)১৯৯৫

১৬৫। ওয়ার্ড প্রসেসিং সফট্‌ওয়্যারে ট্যাব কী’  একবার চাপলে কতটুকু জায়গা সরে?

(ক)এক ইঞ্চি (খ) আধা ইঞ্চি √ (গ) দেড় ইঞ্চি

১৬৬। বাংলা যুক্তাক্ষার টাইপ করার জন্য কোন ইংরেজি বোতাম লিঙ্ক হিসাবে ব্যবহার হয়?

(ক)G√  (খ) O (গ) A

১৬৭। একটি ওয়ার্কবুকে সাধারণত কয়টি ওয়ার্কশিট থাকে?

(ক২টি (খ)3wU√ (গ)৪টি

168|Replace এর কী-বোর্ড কমান্ড কী?

(ক) Ctrl+H √(খ) Alt+P  (গ) Alt+F6

168|MS Access এর ক্ষেত্রে Relation হচ্ছে-

(ক)Record  (খ) Data(গ) Table√

১৬৮। 2H20=H2+Oসুত্র লেখার জন্য ব্যবহৃত হয়-

(ক) Format>Font>Superscrit

(খ) Format>Font >Subscript√

(গ) Format>Font>Engrav

169|=ABS(1.258)-এর মান কত?

K)1.23  (খ) 1.24 (গ) 1.258√

১৭০। LAN এর পূর্ণরূপ কী?

(ক) Information communication and Technology

(খ) Information and communication Technology √

(গ) Information communication Technology

 

১৭১। USB এর পূর্ণরূপ হলো-

(ক)Universal Serial Bus √  (খ) Universal Single Bus

(গ) Uni- Serial Bus

১৭২। Macro কী?

(ক)প্রোগ্রামের ভাষায় ব্যবহৃত বিভিন্ন ধরনের

wb‡`©kbv√(খ)dvg©Iqvi(গ)mdUIq¨vi

১৭৩। নিচের কোনটি Absolut address?

(ক)B20  (খ) SB20 (গ) $B$20√

১৭৪। MS Excel এ কোনটি Financial Function?

(ক)dbb √ (খ) info (গ) cos.

১৭৫। কোনটি Desktop icon?

(ক)DOS (খ) Mouse (গ) Recycle bin√

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষার প্রশ্ন ও উত্তর – শূণ্যস্থান পূরণ

১. ………………… কে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।

উত্তর: চার্লস ব্যাবেজ।

২. প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা ব্রিটিশ কবি লর্ড বায়নের কন্যা…………………

উত্তর: এডা অগাস্টা লাভলেস।

৩. লগারিদম সারণি তৈরি করেন…………………

উত্তর: জন নেপিয়ার।

৪.ROM একটি ………………… মেমরি।

উত্তর: প্রধান/ স্থায়ী

৫. সুপার কম্পিউটার সব চাইতে…………………

উত্র: দ্রুতগতির

৬. RAM হলো………………..Memory

উত্তর: অস্থায়ী

৭.হার্ডডিস্ক হলো একটি………………..

উত্তর: Secondary memory

৮. Mouse একটি জনপ্রিয় ………………… যন্ত্র।

উত্তর: নির্দেশ দেয়া বা ইনপুট।

৯.মনিটর একটি ………………… ডিভাইস।

উত্তর: আউটপুট

১০.Keyboard এ ফাংশন কী এর সংখ্যা ………………… টি

উত্তর: ১২

১১.মনিটরের স্ত্রিনকে ………………… বলে।

উত্তর: ডিসপ্লে

১২. BIOS এর পূর্ণরুপ…………………

উত্তর: Basic input output system

১৩.কম্পিউটারের সকল প্রকার গাণিতিক ও লজিক কাজ করে থাকে…………………

উত্তর: ALU

১৪.Computer keyboard এর key গুলোকে ………………… শ্রেণিতে ভাগ করা যায়।

উত্তর: ছয়

১৫. CPU হচ্ছে…………………

উত্তর: Central Processing unit

১৬.ROM এর পূর্ণরুপ হচ্ছে…………………

উত্তর: Read only memory

১৭.ফাংশন কী তে মোট কী আছে…………………

উত্তর:F1-F2 মোট ১২ টি।

১৮. কী- বোর্ডকে ………………… শ্রেণিতে ভাগ করা যায়।

উত্তর: ছয়।

১৯.RAM এর পূর্ণরুপ হচ্ছে…………………

উত্তর: Random access Memory

২০.PC এর পূর্ণরুপ হচ্ছে…………………

উত্তর: Personal computer

২১. স্ক্যানার একটি ………. ডিভাইস।

উত্তর: INPUT

২২. লেজার প্রিন্টার একটি ………………… ডিভাইস।

উত্তর: আউটপুট

২৩. OCR এর পূর্ণরুপ হলো…………………

উত্তর: Optical Chracter Recognition

২৪.OMR একটি ………………… ডিভাইস।

উত্তর: আউটপুট

২৫.Pen drive সংযুক্ত করার জন্য ………………… Port ব্যবহার করা হয়।

উত্তর: USB

২৬.পেনড্রাইভে ………………… মেমরি ব্যবহৃত হয়।

উত্তর: ফ্লাশ

২৭. Windows  একটি ………………… সফটওয়্যার।

উত্তর: অপারেটিং সিস্টেম

২৮.Linux একটি ………………… Software

উত্তর: অপারেটিং সিস্টেম

২৯.কার্য়গত দিক থেকে কম্পিউটার সফটওয়্যারকে ………………… শেণিতে ভাগ করা যায়।

উত্তর: দুই।

৩০.সিডি রম একটি …………………  ডিভাইস।

উত্তর:Storage

৩১. 1GB= ………………… MB

উত্তর: 1024

৩২. ১ গিগাবাইট = …………………  কিলোবাইট

উত্তর: 1000000/ 106

৩৩.মেমরির একক হচ্ছে …………………

উত্তর: বাইট

৩৪.1024 বাইটকে…………………  বলা হয়।

উত্তর:1 KB

৩৫.১০২৪ মেগাবাইট  সমান…………………

উত্তর: 1 GB

৩৬.(13)10 সংখ্যাটিকে বাইনারিতে রুপান্তর করলে …………………  হবে।

উত্তর: (1101)

৩৭. (২৮)১০  এর বাইনারি মান…………………

উত্তর: 11100

৩৮.সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি হচ্ছে…………………

উত্তর: বাইনারি

৩৯.অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে…………………

উত্তর: আট।

৪০. ১০১১১ বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা হচ্ছে…………………

উত্তর: ২৩৪১. ৮ বিট সমান…………………   বাইট।

উত্তর: ১ (এক)

৪২.ফাইলের নামের শেষের অংশকে …………………  বলা হয়।

উত্তর: এক্সটেনশন

৪৩. একটি নতুন ফোল্ডার তৈরি করার জন্য মাউসের ………………… দিকের বাটন চেপে নিউ নির্বাচন করে …………………  ক্লিক করতে হয়।

উত্তর: ডান, ফোল্ডার

৪৪.টাস্কবার এর অবস্থান ডেস্কটপের …………………  যেখানে …………………  লেখা আছে।

উত্তর: ‍নিচে , start

৪৫. ফাইল সেভ করার কী বোর্ডের …………………  টিপে ধরতে হয়।

উত্তর: .Ctrl+S

৪৬. প্রিন্ট করার কী বোর্ড কমান্ড…………………

উত্তর: .Ctrl+P

৪৭.Recycle bin এ…………………  ফাইল জমা থাকে।

উত্তর: অপ্রয়োজনীয় মুছে যাওয়া

৪৮.যে সব যন্ত্রের সাহায্যে কম্পিউটার কাজের ফলাফল প্রদর্শিত হয়, ঐ সব যন্ত্রকে ………………… বলা হয়।

উত্তর: Output device

৪৯.Caps lock on  থাকলে লেখা …………………  case এর হয়।

উত্তর: Upper

৫০.চার গিগাবাইট সামন ………………… কিলোবাইট।

উত্তর: 41, 94,304

৫১. মাল্টিমিডিয়া প্রজেক্টর একটি  ………………… ডিভাইস।

উত্তর: ইলেকট্রনিক

৫২. মাল্টিমিডিয়া শব্দের অর্থ  …………………

উত্তর: বহু মাধ্যম

৫৩. OMR এর পূর্ণরুপ হচ্ছে …………………

উত্তর: Optical Mark Recognition

৫৪.A4 কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ……………….. ও   ………………… ইঞ্চি

উত্তর: ১১. ৬৯ ইঞ্চি ও ৮.২৭ ইঞ্চি

৫৫. ডকুমেন্টের সবপৃষ্ঠা Print করতে Print dialog box এ  ………………… select করতে হয়।

উত্তর: Select All

৫৬.কম্পিউটারের  ………………… ভাইরাস আঘাত করে।

উত্তর: HDD

৫৭.কম্পিউটারের ক্ষতিকর প্রোগ্রাম হলো  …………………

উত্তর: ভাইরাস

৫৮. Anti virus ………………… এর কাজে ব্যবহতৃ হয়।

উত্তর: ভাইরাস প্রতিরোধ সনাক্তকরণ এবং অপসারণ

৫৯. Kaspersky একটি  …………………

উত্তর: অ্যান্টিাভাইরাস সফটওয়্যার।

৬০.ভাইরাস হলো এক ধরনের  ………………… যা অন্য প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে সেগুলোকে নষ্ট করে দেয়।

উত্তর:  ক্ষতিকর প্রোগ্রাম

৬১.(VIRUS)  শব্দের পূর্ণরুপ  …………………

উত্তর: Vital information Resouces  Under seize

৬২.উইন্ডোজ স্ত্রিন  ………………… করা যায়।

উত্তর: ছোট/ বড়

৬৩.কম্পিউটার সংগঠনের প্রধান অংশ ………………… টি।

উত্তর: ৩

৬৪.কোনো কোনো মাউসের মাঝখানেও  ………………… বাটন থাকে।

উত্তর: কমান্ড

৬৫.কোনো File/ folder delete করলে  ………………… এ জমা থাকে।

উত্তর: রিসাইকেল বিন

৬৬.HDD  এর পূর্ণরুপ হলো  …………………

উত্তর: Hard disk drive

৬৭.Printer install না থাকলে  ………………… করা যায় না।

উত্তর: প্রিন্ট

৬৮.1TB=  ………………… GB

উত্তর: 1024

৬৯.Ms office হচ্ছে অনেকগুলো  ………………… এর সমষ্টি।

উত্তর: Application Program

৭০. A4 কাগজের সাইজ …………………

উত্তর: প্রস্থ ৮.২৭ ইঞ্চি এবং দৈর্ঘ্য ১১.৬৯ ইঞ্চি

৭১.একই চিঠি একাধিক নামের ঠিকানায় প্রেরণের জন্য MS Word এ  ………………… ব্যবহার করা হয়।

উত্তর: Mail merge

৭২. বিজয় অন করার কী –বোর্ড কমান্ড হলো …………………

উত্তর: Ctrl+Alt+B

৭৩.কিন্তু লেখার জন্য পর্যায়ক্রমে  ………………… Key press করতে হয়।

উত্তর DJBGKS

৭৪.সাধারণ চিঠিপত্র লেখার জন্য  ………………… প্রোগ্রাম ব্যবহৃত হয়।

উত্তর: এমএস ওয়ার্ড

৭৫.Function  …………………menu এর অধীনে।

উত্তর: Insert

৭৬.Copy করার সংক্ষিপ্ত Command হলো …………………

উত্তর: Ctrl+ C

৭৭. কোনো লেখা Select করা অবস্থায় Space Bar এ চাপ পড়লে  ………………… হয়।

উত্তর: delete

৭৮.ডকুমেন্টের সব লেখা ব্লক করার নিয়ম …………………

উত্তর: Ctrl+A

৭৯. কোনো লেখাকে মুছার নিয়ম …………………

উত্তর: Delete key চাপতে হবে।

৮০.টেক্সট বক্সে  …………………  লেখা যায়।

উত্তর: অক্ষর।

৮১.Word processing এ বানান শু্দ্ধ করার জন্য  ………………… মেন্যু ব্যবহার করা হয়।

উত্তর: Tools

৮২.Paste এর keyboard  কমান্ড হলো …………………

উত্তর: Ctrl+V

৮৩. ওয়ার্ড এর ডকুমেন্ট পেজ নম্বর দেয়ার কমান্ড  …………………

উত্তর্র: Insert menu+ page number+ ok

৮৪. MS office program এ data save  করলে তা  ………………… জমা হয়।

উত্তর:My document এ

৮৫.Undo করা হয় ………………… করার জন্য।

উত্তর: বাতিল কাজ পুনরায় করার জন্য

৮৬. পেজ এর মার্জিন ঠিক করতে  ………………… Option Select করতে হয়।

উত্তর: Page layout

৮৭. (a+b)2+2ab2+ab এই Format টি লেখতে   ………………… এর সাহায্য নিতে হয়।

উত্তর: Superscript

৮৮.Text  alignment  ………………… প্রকার।

উত্তর: ৪ ( চার)

৮৯. Cell কে কয়েকটিভাগে বিভক্ত করতে চাইলে  ………………… করতে হয়।

উত্তর: Spilt cells

৯০.Paragraph এর মাধ্যমে  ………………… পরিবর্তন করা যায়।

উত্তর: Line spacing

৯১.এম এস ওয়ার্ড ফাইল সেভ করার কমান্ড হলো …………………

উত্তর: Ctrl+S

৯২.সময় প্রদর্শনের জন্য Command টি হচ্ছে …………………

উত্তর: Time(  Hour, Minute, second)

৯৩.MS word এ সর্বনিম্ন Zoom করা যায়  ………………… পর্য়ন্ত।

উত্তর: 10%

৯৪.Ctrl+Esc কী চাপলে পর্দায় …………………. মেনুটি ওপেন হবে।

উত্তর: start

৯৫. ডকুমেন্টের পেজের উপরের অংশকে  ………………… বলা হয়।

উত্তর: হেডার।

৯৬.Caps lock off থাকলে লেখা………………… case এর হয়।

উত্তর: Lower

৯৭.Caps lock on থাকলে লেখা ………………… Case এর হয়।

উত্তর: Upper

৯৮.Format থেকে Font এর শর্টকার্ট কী-বোর্ড কমান্ড…………………

উত্তর: ctrl+d

৯৯. ইন্টারনেটে বাংলা লেখার জন্য ব্যবহৃত হয়…………………

উত্তর: অভ্র

১০০. Data  Paste করার সংক্ষিপ্ত Command হলো…………………

উত্তর: ctrl+ V

১০১. Undo করার কী বোর্ড কমান্ড হলো………………..

উত্তর: Ctrl+Z

১০২. এক নিবল সমান ……………….. বিট।

উত্তর: ৪

১০৩. Edit শব্দের প্রকৃত অর্থ………………..

উত্তর: সম্পাদন

১০৪. Legal কাগজের সাইজ হলো………………..

উত্তর: দৈর্ঘ্য ১৪ ইঞ্চি  এবং প্রস্থ ৮.৫ ইঞ্চি

১০৫. Double underline  করার সংক্ষিপ্ত  কমান্ড………………..

উত্তর: Ctrl+ Shift+ D

১০৬. Spelling and grammar এর জন্য ……………….. ফাংশন কী চাপতে হয়।

উত্তর: F7

১০৭. Redo এর keyboard কমান্ড  হলো………………..

উত্তর: Ctrl+ Y

১০৮.Ctrl+[ চেপে ধরে Font সাইজ ……………….. করা যায়।

উত্তর: ছোট

১০৯.Page break এর কাজ হলো ……………….. করা।

উত্তর: একটি পেজকে দ্বিখণ্ডিত করা।

১১০. Goal seek অপশনটি ……………….. menu এর অধীনে।

উত্তর: Tools

১১১.ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকার্ট কী হচ্ছে………………..

উত্তর: Ctrl+P

১১২.MS word এ ইংরেজি  ‍ভুল বানান শুদ্ধ করার জন্য ………………..মেনু ব্যবহৃত  হয়।

উত্তর: Spelling and grammar

১১৩.Copy ও paste করার কী বোর্ড কমান্ড যথাক্রমে……………….. ও ………………..

উত্তর: Ctrl+C ও Ctrl+V

১১৪.MS office প্রোগ্রাম হলো কোনো নতুন File save করলে Default folder হিসেবে ……………….. ফোল্ডারে জমা হয়।

উত্তর: ডকুমেন্ট

১১৫. Macro  এর কাজ ………………..

উত্তর: অনেক নির্দেশাবলিকে একটি নির্দেশ হিসেবে সংরক্ষিত করে রাখা।

১১৬. MS word এর কোনো File এর Extension হলো………………..

উত্তর: .doc

১১৭. Page এর মার্জিন ঠিক/ Set করতে ……………….. Option select করতে হয়।

উত্তর: Page layout

১১৮. অভ্র একটি ……………….. প্রোগ্রাম।

উত্তর: বাংলা টাইপিং

১১৯. কোনো ফাইল/ ফোল্ডার চেপে ধরে স্থানান্তর করাকে ……………….. বলে।

উত্তর: ড্রাগ

১২০. মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম চালু করলে সাধারণত ……………….. দেখা যায়।

উত্তর: ৩ টি শিট

১২১.Microsoft Excel মূলত একটি ……………….. Software.

উত্তর: স্পেডশিট

১২২.ওয়ার্কবুক হলো অনেকগুলো ……………….. এর সমষ্টি ।

উত্তর: ওয়ার্কশিট

১২৩. MS excel কে ……………….. সফটওয়্যার বলে।

উত্তর: স্পেডশিট

১২৪. Excle Program এ File save করলে File name এর সাথে ……………….. যুক্ত হয়।

উত্তর:.XIs.

১২৫. ওয়ার্কশিটে  ১৬৩৮৪ টি কলাম ও …………. টি রো আছে।

উত্তর: ১০৪৮৫৭৬ টি।

১২৬. MS excel এর কলাম সংখ্যা…………. টি।

উত্তর: 16,384

১২৭.কম্পিউটারের হিসাবনিকাশের কাজ করার জন্য …………. প্রোগ্রাম ব্যবহার করা হয়।

উত্তর: মাইক্রোসফট এক্সেল

১২৮.= If () Function এর Parameter ………….টি।

উত্তর: ৩ ।

১২৯. MD Commnad টি ব্যবহৃত হয় …………. তৈরি করতে।

উত্তর: Folder.

১৩০.ওয়ার্কশিটের কোনো সেল নির্দেশ করা হয় …………. ও …………. দিয়ে।

উত্তর:Coloumn, Row

১৩১. F5 থেকে F25 সেলের ডাটাগুলো যোগ করার ফাংশন………….

উত্তর: = Sum (F5:F25)

১৩২.= Sum (“ 5” 15 True)=

উত্তর: 21

১৩৩.Acconting কাজে মূলত …………. প্র্যাকেজ ব্যবহার করা হয়।

উত্তর:  MS Access

১৩৪. ডাটার গড়মান নির্ণয়ের জন্য ……………. ফাংশন ব্যবহার করা হয়।

উত্তর: Average

১৩৫. প্রত্যেক সূত্রের শুরুতে …………. চিহ্ন দিতে হয়।

উত্তর: সমান(=)

১৩৬. MS Access এ …………. ধরনের ডাটা টাইপ পাওয়া যায।

উত্তর:দশ

১৩৭.Microsoft equation …………. menu এর অধীনে।

উত্তর: Insert

১৩৮.Excel এর Coloumn সংখ্যা …………. টি।

উত্তর: ২৫৬

১৩৯. কতগুলো সংখ্যা হতে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য Ms Excel এ …………. ফাংশনটি ব্যবহার করা হয়।

উত্তর:=MAX ()

১৪০. …………. if () ফাংশনের একটি উদাহরণ

উত্তর: =IF (A1)>=100, “Yes”, “Not’’

১৪১.কোনো সংখ্যায় আসন্ন মান  নির্ণয়ের জন্য …………. ফাংশন ব্যবহৃত হয়।

উত্তর:EXP

১৪২.LN দিয়ে …………. Logarithm নির্ণয়ের জন্য ফাংশন ব্যবহৃত হয়।

উত্তর: সংখ্যার ন্যাচারাল।

১৪৩.Count () function ব্যবহৃত হয় …………. কাজে।

উত্তর: গণনার কাজে।

১৪৪.Print area ব্যবহৃত হয় ………….

উত্তর: MS Excle  এর ক্ষেত্রে নির্দিষ্ট Area print এর জন্য Select করা।

১৪৫.ওয়ার্কশিটের সিলেক্ট করার ঘর সমষ্টিকে …………. বলে।

উত্তর: Block

১৪৬. Or একটি …………. ফর্মুলা।

উত্তর: Logical

১৪৭.Microsoft excel -16 প্রোগ্রামে …………. টি Row এবং  …………. coloumn টি থাকে।

উত্তর: ১০৪৮৫৭৬, ১৬৩৮৪

১৪৮.A1 হতে D1 cell গুলোর যোগফলের সুত্র………….

উত্তর:Sum (A1:D1)

১৪৯. MS excel এ কোনো File এর extension হলো………….

উত্তর: .XLSX

১৫০.স্লাইড শো এর জন্য …………. ফাংশন কী চাপতে হয়।

উত্তর: Shift+ F5

১৫১.পাওয়ার পয়েন্ট যখন কতগুলো …………. কোনো নামে সংরক্ষণ করা হয় , তখন তাকে Presentation বলে।

উত্তর: স্লাইডকে

১৫২. MS powerpoint একটি …………. সফটওয়ার।

উত্তর:Presentation

১৫৩.স্লাইড শো …………. সফটওয়্যারের একটি কমান্ড।

উত্তর: এম এস পাওয়ার পয়েন্ট।

১৫৪. Presentation শুরুর আগে দর্শকের কাছে প্রেজেন্টেশন বিষয়বস্তু সম্বন্ধে ধারণা দেওয়া জন্য প্রিন্ট করা কাগজ দেওয়া হয়, এটিকে…………. বলে।

উত্তর: Handsout

১৫৫.নতুন প্রেজেন্টেশন তৈরির জন্য …………. ব্যবহৃত হয়।

উত্তর: New Presentation

১৫৬. বিভিন্ন ধরনের কন্টেন্ট যুক্ত স্লাইড তৈরির জন্য …………. দেয়া হয়ে থাকে।

উত্তর: Content Layout

১৫৭. MS access একটি…………. Program

উত্তর: ডাটাবেস।

১৫৮.Database ফাইলের  এক্সটেনশন হল………….

উত্তর: .Mdb.

১৫৯. MS access এ …………. তৈরি করা যায়।

উত্তর: ডাটাবেস ফাইল।

১৬০. Database এ প্রথম …………. তৈরি করা যায।

উত্তর: Table

১৬১.Primary key এর কাজ হলো ………….

উত্তর: একক ইউনিট হিসেবে সম্পর্ক তৈরি করা।

১৬২………….. এর কাজে Query ব্যবহার করা হয়।

উত্তর: ডাটাবেস থেকে প্রয়োজনীয় শর্ত অনুসারে প্রয়োজনীয় ডাটা প্রদর্শন।

১৬৩.Record হলো কতগুলো …………. এর সমষ্টি।

উত্তর: Field

১৬৪.ডাটাবেসে ছাত্রছাত্রীদের নাম সংরক্ষণ করার জন্য নামের ফিল্ড …………. জাতীয় হওয়া উচিত।

উত্তর: Text

১৬৫. Query এর কাজ হলো ডাটাবেস থেকে …………. অনুসারে প্রয়োজনীয় ডাটা প্রদর্শন করা।

উত্তর: শর্ত

১৬৬.MS access প্রোগ্রামে …………. ধরনের data type পাওয়া যায।

উত্তর: 10

১৬৭.SQl এর পূর্ণরুপ হলো ………….

উত্তর: Structured Query Language

১৬৮. Data sort …………. প্রকার।

উত্তর: ২ প্রকার

১৬৯.ক্ষুদ্র ক্ষুদ্র প্রোগ্রামের সমষ্টিকে …………. বলে।

উত্তর: ম্যাক্রো।

১৭০.MS Access  এ মেনুবারে মেনুর সংখ্যা ………….টি

উত্তর: ৭টি।

১৭১. …………. Key দিয়ে ডাটাবেস এর সকল রেকর্ডকে আলাদা করা যায়।

উত্তর: Primary

১৭২.ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী………….

উত্তর: ‍উপাদান/ কমান্ড

১৭৩.Mozila firefox হলো এক ধরনের ………….

উত্তর: ব্রাউজার

১৭৪.WWW এর পূর্ণ অর্থ হলো………….

উত্তর: World Wide Web

১৭৫.Internet এর অর্থ………….

উত্তর: বিস্তৃত জাল

১৭৬.E-mail এর পূর্ণনাম হলো………….

উত্তর: Electronic mail

১৭৭.Google একটি ………….

উত্তর: সার্চ ইঞ্জিন।

১৭৮. www.bteb.gov.bd  হলো …………. এর ওয়েব অ্যাড্রেস।

উত্তর: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

১৭৯. মেইল অ্যাকউন্ট বন্ধ করার জন্য …………. ক্লিক করতে হয়।

উত্তর: Sign out.

১৮০. LAN অর্থ …………. Area Network.

উত্তর: local

১৮১. PCI  এর পূর্ণরুপ হচ্ছে………………..

উত্তর: Peripheral component internconnect.

১৮২. কম্পিউটারের মাধ্যমে পারস্পারিক যোগযোগকে ……………….. বলে।

উত্তর: নেটওয়ার্ক

১৮৩. LAN অর্থ ………………..

উত্তর: Local area network

১৮৪. প্রত্যেকটি Search engine  এক একটি ………………..

উত্তর: ব্রাউজার

১৮৫. Attach file বলতে ……………….. করাকে বুঝায়।

উত্তর: সংযুক্ত

১৮৬.ইন্টারনেট সংযোগ নিতে ………………..

উত্তর: Modem

১৮৭. Google হচ্ছে একটি ……….  সফটওয়্যার।

উত্তর: ওয়েব ব্রাউজার।

১৮৮. ইলেকট্রনিক মেইলকে সংক্ষেপে ……………….. বলে।

উত্তর: ই- মেইল

১৮৯. Mozila fire fox হলো এক ধরনের ………………..

উত্তর: ওয়েব ব্রাউজার।

১৯০. ভাইরাস প্রটেক্ট করার জন্য …………… ব্যবহৃত হয়।

উত্তর: অ্যান্টিভাইরাস।

১৯১.Http এর পূর্ণরুপ হলো………………..

উত্তর: Hyper text transfer protocol

১৯২. ই-মেইল Account বন্ধ করার জন্য ……………. ক্লিক করতে হয়।

উত্তর: Sign out

১৯৩.Web page হচ্ছে Text, sound এবং Graphics এর সংমিশ্রণে তৈরিকৃত ……………….. পেজ।

উত্তর: ইলেকট্রনিক

১৯৪. পাসওয়ার্ড ইন্টারনেটের সাথে সংযুক্ত করার জন্য ব্যবহৃত একটি ………..শব্দ।

উত্তর: গোপন

১৯৫. ………… কমার্সকেই সাধারণ অর্থে ই- কমার্স বলা হয়।

উত্তর: ইলেকট্রনিক।

১৯৬. ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক সংযক্ত থাকার বিষয়কে ………. সংযোগ বলা হয়।

উত্তর: অনলাইন।

১৯৭. বস্তুত এইচটিটিপি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্য আদর্শ ………. হিসেবে ব্যবহৃত হয়।

উত্তর: প্রটোকল

১৯৮.……….  সংক্ষিপ্ত রুপ হলো ইন্টারনেট।

উত্তর: ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক।

১৯৯. ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক এর সংক্ষিপ্ত রুপ  হলো……….

উত্তর: ইন্টারনেট।

২০০.HTML এর পূর্ণরুপ হলো……….

উত্তর: Hyper text Mark up language.

২০১. Google একটি  জনপ্রিয়……….

উত্তর: সার্চ ইঞ্জিন।

২০২.Google যাত্রা শুরু করে………. সালে।

উত্তর: ১৯৯৮ সালে।

২০৩. Google docs এ……….   ফাইল রাখা যায়।

উত্তর: Word

২০৪. Docs  ফাইল ………. করা যায়।

উত্তর: Share

২০৫.ভিন্ন মেইল অ্যাকাউন্টে Docs ফাইলের ………. করা যায়।

উত্তর: কাজ

২০৬.ওয়েব পেজে ………. শেয়ার করা যায়।

উত্তর: Docs  ফাইল।

২০৭. জি-মেইল অ্যাকউন্ট খূলতে ………. করতে হয়।

উত্তর: Sign up.

২০৮. ………. করে Gmail অ্যাকাউন্ট এ প্রবেশ করতে হয়।

উত্তর: Sign in

২০৯.Gmail Account থেকে বের হতে ………. করতে হয়।

উত্তর: Sign out

২১০.ক্যালেন্ডারে ………. সেট করা যায়।

উত্তর: Event

২১১. একই সাথে ………. ক্যালান্ডার সেট করা যায়।

উত্তর: Multiple

২১২. Google chrome একটি ……….

উত্তর: ব্রাউজার।

২১৩.Brand শব্দটি এসেছে………. শব্দ থেকে।

উত্তর: Brandr

২১৪.হিসাববিজ্ঞান অনুসারে Brand কে ………. সম্পত্তি হিসাবে সঙ্গায়িত করা হয়।

উত্তর: অলীক

২১৫. ………. দিয়ে মার্কাকে চিহ্নিত করা যায়।

উত্তর: লোগো।

২১৬.ফেসবুক হলো ………. মার্কেটিং।

উত্তর: স্যোশাল মিডিয়া

২১৭. আপওয়ার্ক ………. মার্কেটপ্লেস।

উত্তর: অনলাইন

২১৮. ফাইভার একটি ………. মার্কেটপ্লেস।

উত্তর: অনলাইন

২১৯. গিগ হলো………. একটি সার্ভিসের নাম।

উত্তর: অফার করা।

২২০. Freelancing এর অর্থ হলো ……….

উত্তর: মুক্ত পেশা

শূন্যস্থানঃ

১৭৬।মনিটর একাট……….ডিভাইস। উত্তরঃ আউটপুট

177|Database হচ্ছে ………সমামেশ।উত্তরঃ তথ্য বা উপাত্তের

178|Footer দিয়ে পৃষ্ঠার……..লেখা যায়।উত্তরঃ নম্বর, তথ্য

১৭৯। MS Access এ ………ধরনের ডাটা InputKiv যায়।উত্তরঃ দশ

১৮০।সহজে গণনা করা যায়……….পোগ্রামের মাধ্যমে।উত্তরঃ MS Excel

১৮১। কলাম-রো Freeze করা যায়………. program -এর মাধ্যমে।  উত্তরঃ Freeze Panes.

182|F5 Press করা হয় Computer ………… করার জন্য। উত্তরঃরিফ্রেস

183|Alt+F4 Press করে কম্পিউটারকে………..করা যায়।উত্তরঃ বন্ধ

184|CD ROM-এর আরেক নাম ………. Drive.উত্তরঃ Floppy

১৮৫।ইংরেজি Binary Digit -কে সংক্ষেপে ………বলে।উত্তরঃ বিট

186|MS-Excel মূলত একটি……..।উত্তরঃ Spreadsheet Software

১৮৭। ‘OR’একটি ……..ফর্মুলা।উত্তরঃ Logical

১৮৮।নতুন ই-মেইল করতে……. বাটনে ক্লিক করতে হয়। উত্তরঃSign up

১৮৯।……….একটি বাংলা ফন্টের নাম। উত্তরঃ SutonnyMJ

১৯০। MAN -এর অর্থ………। উত্তরঃ Metropolitan Area Network

191|A3 কাগজের দৈর্ঘ্য……ইঞ্চি ও প্রস্থ……. ইঞ্চি। উত্তরঃ১৬.৫৪ , ১১.৬৯

192|JPG হলো……….ফাইলের এক্সটেনশন। উত্তরঃইমেজ

১৯৩।অভ্র একটি….। উত্তরঃ বাংলা টাইপিং সফটওয়্যার

194|OCR হচ্ছে একটি ……….ডিভাইস। উত্তরঃ ইনপুট

195|Undo করার কী-বোর্ড কমান্ড …….। উত্তরঃ Ctrl+Z

196|Calc হলো ………..সফটওয়্যার। উত্তরঃ Spreadsheet

১৯৭। Monitor একটি …….ডিভাইস। উত্তরঃ আউটপুট

198|PCI-এর পূর্ণরুপ হচ্ছে…………।উত্তরঃ  Peripheral  Component  Interconnect

199|Tonner হলো……….জাতীয় কালির আধার। উত্তরঃ কালো

200|Text field -এ সর্বোচ্চ ……… টি Character লেখা যায়। উত্তরঃ২৫৫

201|CD-Rom-এর নাম………। উত্তরঃ Storage ডিভাইস

২০২।সাধারণত চিঠিপত্র ও দলিল-দস্তাবেজ লেখার জন্য…….প্রোগ্রাম ব্যবহৃত হয়।

উত্তরঃMS Word.

২০৩।  Pen drive সংযুক্ত করার জন্য……… Port  ব্যবহৃত হয়।উত্তরঃ USB

২০৪। Page break করার কী-বোর্ড কমান্ড………।.  উত্তরঃ Ctrl+Enter

২০৪। Data paste করার কী-বোর্ড কমান্ড……….  |উত্তরঃ Ctrl+V

২০৫। ওয়ার্কশিটের কোনো সেল নির্দেশ করা ……ও……দিয়ে। উত্তরঃ কলাম,রো

206|Text alignment……… । উত্তরঃ ৪ ধরনের।

207|Undo করার কী-বোর্ড কমান্ড……….  |উত্তরঃ Ctrl+Z

২০৮। Data Sort …….. উত্তরঃ২ প্রকার।

২০৯। Redo- কী বোর্ড কমান্ড……….  |উত্তরঃ Ctrl+Y

২১০।মনিটরের স্ক্রিনকে …..বলে। উত্তরঃ ডিসপ্লে

২১১। কম্পিউটার সংগঠনের প্রধান অংশ ……..টি। উত্তরঃ৩

২১২। মাল্টিমিডিয়া শব্দের অর্থ………। উত্তরঃবহু মাধ্যম।

২১৩। উইন্ডোজ স্ক্রিন………করা যায়। উত্তরঃ ছোট বড়

২১৪। কোনো কোনো মাউসের মাঝখানেও…..বাট্‌ন থাকে । উত্তরঃকমান্ড

২১৫। VIRUS-এর পূর্ণরূপ ………..। উত্তরঃ Vital Information Resources Under Seize

২১৬।ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক-এর সংক্ষিপ্ত রুপ হলো…….উত্তরঃ ইন্টারনেট

২১৭।নতুন প্রেজেন্টেশন তৈরির জন্য………অপশনটি ব্যবহৃত হয়।

উত্তরঃ  New presentation

২১৮।ম্যক্রো হলো ডাটাবেস এর শক্তিশালী……….. ।উত্তরঃ কমান্ড।

২১৯। Caps lock on থাকলে লেখা….. Case এর হয়। উত্তরঃ Upper

220| নাম্  সিস্টেম …….প্রকার। উত্তরঃ ৪ প্রকার

২২১। PC এর পূর্ণরূপ………। উত্তরঃ Personal Computer

222|Google Chrome একটি ……….। উত্তরঃ ব্রাউজার

২২৩। SQL এর পূর্ণরূপ………। উত্তরঃ Standard Query Language

২২৪। Scanner হল একটি………ডিভাইজ। উত্তরঃ ইনপুট

২২৫।একটি চিঠি বিভিন্নি ঠিকানায় প্রেরণের জন্য…….ব্যবহৃত হয়।

উত্তরঃ CC

226|He is ……………best boy in the class. Ans: the

227|Has she ……milk? Ans :drunk

228|We are ………the class. Ans:in

229|She lives ……. her uncle. Ans: with

230|Ha swims…….the pond. Ans:in

231|There is a “on smoking sign”…..the wall.Ans: on

232|Did you …… home yesterday? Ans: come

234|Hammer is made……..iron. Ans: of

235|Give ….bad habits. Ans:up

236|It has been raining …….Thursday last. Ans: since

237|They are …….rice. Ans: eating

238|There is ……university in front of my house.Ans:a

239|I am appearing…….the examination.Ans:at

240|Tow and tow……four. Ans:make

241|My mother …..home yesterday. Ans:Went

242|Look…….the moon. Ans:at

২৫২।আমার মা  একজন গৃহিণী।

Ans.My mother is a housewife.

২৫৩। ঢাকা বাংলা দেশের রাজধানী ।

Ans.Dhaka is the capital of Bangladesh.

২৫৪। আমার বাবা একজন দক্ষ কারিগরি।

Ans.My father is a skilled technician.

২৫৫।পাখিরা আকাশে ওড়ে। Ans.The birds fly in the sky.

Ans.The birds fly in the sky.

২৫৬।তুমি যখন বলবে আমি তখন আসবো।

Ans.When you call me , I will come to you.

২৫৭। আমি একজন দক্ষ টেকনিশিয়ান  হতে চায়।

Ans.I want to be a skilled technician.

২৫৮।সে কারিগরি প্রশিক্ষণ নেবে।

Ans.He will take technical training.

২৫৯। সে বিদেশ যেতে চায়। Ans.He wants to go abroad.

২৬০।রাজু দৈনিক সংবাদপত্র পড়ছে।

Ans.Raju is reading a daily newspaper.

২৬১।সদা সত্য কথা বলবে।

Ans.Always speak the truth.

২৬২।স্টেশনে পেীছার পূর্বেই ট্রেন ছেড়ে দিল।

Ans.The train had left the station before I reached there.

২৬৩।আমার স্কুলের সামনে একটি বাগান আছে।

Ans.There is garden in front of my school.

২৬৪।এখন সকাল। Ans.Now it’s morning.

২৬৫।আমি বাংলাদেশের নাগরিক।

Ans.I am a citizen of Bangladesh.

২৬৬।আমি এইমাত্র এসেছি।

Ans.I have come just now.

২৬৭।সে কারিগরি প্রশিক্ষণ নেবে।

Ans.He will take technical training.

২৬৯।গতকাল তিনি দেশে ফিরলেন।

Ans.He came back to the country yesterday.

২৭০।আমার নানা একজন মুক্তিযুদ্ধ।

Ans. My Maternal grandfather is a freedom fighter.

২৭১।বাংলাদেশে প্রধান খাদ্য ভাত।

Ans.Rice is the staple food of Bangladesh.

২৭২।১৬ ডিসেম্বর বিজয় দিবস।

Ans.16th December is the victory day.

২৭৩।তুমি কী ঘুমাচ্ছিলে? Ans.Were you sleeping

২৭৪।গাছে কাক ডাকছে।

Ans.The crows are cawing from the trees.

২৭৫।সূর্য ওঠার আগেই বৃষ্টি থেমে গেল।

Ans.The rain had stopped before the sun rose.

২৬৭।আমি এক সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছি।

Ans.I have come of an elite family.

২৬৮।এখন রাত ১০টা।

Ans.It is 10 pm.

243|What  is your aim in life?

Ans:I am in life is to be an enএরneer.

244|What is your name of your Institute?

Ans:District Based Women Computer Training Project(60 District) ,Meherpur.

২৪৫। How many zillas are there in Bangladesh?

Ans: There are sixty four districts (zillas)in Bangladesh.

246|Why is 21st february memorable?

Ans:21st february is now International Mother Language Day.

248|What is your mother tougue?

My mother tougue is Bangla.

২৪৯। How old are you?

Ans:I am 18 years old

250|Do you know how to swim?

Ans: Yes, I know how to swim.

২৫১। Who is your best friend?
Ans: X is my best friend

Fill in the blanks with articles:

৪১। Mr. Glory is___ rich man.
| উত্তরঃ a

42। Dhaka is —— capital city of Bangladesh.
| উত্তর: the

৪৩। The mouse is —- input device.
| উত্তর: an

88। He is — honest man.
| উত্তর: an

৪৫। My mother reads – holy Quran.
|| উত্তরঃ the

Translate into English :

৪৬।আমি বাড়ি যাব।
| উত্তরঃ I will go home.

৪৭। শারীকা স্কুলে যায় ৷
| উত্তর: Sharika goes to school.

৪৮। সূর্য পূর্ব দিকে উঠে ।
| উত্তরঃ The sun rises in the east.

৪৯। তুমি কাকে চাও?
| উত্তরঃ Whom do you want?

৫০। পদ্মা একটি বড় নদী।
| উত্তর: The Padma is a big river.

নিচে কয়েকটি সালের প্রশ্নত্তর দেওয়া হয়েছে।

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা-২০২০ প্রশ্ন ও উত্তর (জানুয়ারী-জুন)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০২০

জানুয়ারী-জুন, এপ্রিল-জুন ও জুলাই সেপ্টেম্বর ২০২০

সেশন বিষয় :- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ( বিষয় কোড :- ৭৬)

 

অতি সংক্ষেপে উত্তর দাও :

১। দুটি অপারেটিং সিস্টেমের নাম লেখ ?

উত্তর:- উইন্ডোজ -7, উইন্ডোজ -10

২। 1 টেরাবাইট সমান কত গিগাবাইট ?

উত্তর:- 1024 গিগাবাইট।

৩। slide animation প্রদর্শন করার কমান্ড কী ?

উত্তর:- shift+F5.

৪। www এর পূর্ণরুপ কী ?

উত্তর:- world wide web.

৫। দুটি Application software – এর নাম লেখ ?

উত্তর:- Ms word, Ms Excel.

৬। Antivirus software এর নাম লেখ ?

উত্তর: সিস্টেমকে ক্ষতিকারক প্রোগ্রাম হতে রক্ষা করার সফ্টওয়ার।

৭। Mail merge বলতে কী বোঝায় ?

উত্তর:- একই মেইলকে ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠানোকে মেইল মার্জ বলে।

৮। BIOS এর পূর্ণরুপ কী ?

উত্তর:- Basic Input Output System.

৯। Ms PowerPoint  কোন ধরনের  Software ?

উত্তর:- একটি প্রেজেন্টেশন প্রোগ্রাম।

১০। ‍Spreadsheet বলতে কী বোঝায় ?

উত্তর:- মাইক্রোসফ্ট স্পিডশিট হলো : স্পিডশিট  এ্যানালাঞ্চ প্রোগ্রম।

১১। Legal সাইজ কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?

উত্তর:- দৈর্ঘ্য-14 ও প্রস্থ -8.5।

১২। DVD এর পূর্নরুপ কী ?

উত্তর:-  Digital Video Disk.

১৩। CPU কী ?

উত্তর:- Central Processing Unit.

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর :

১৪। OCR হচ্ছে একটি ………………. ডিভাইজ।

উত্তর:- ইনপুট

১৫। কীবোর্ডে মোট ………………টি ফাংশন কী থাকে।

উত্তর:- 12

১৬। Data sorting……………. প্রকার।

উত্তর:- 2

১৭। RAM এর পূর্ণরুপ হলো …………………।

উত্তর:- Random Access Memory.

১৮। Undo করার কীবোর্ড কমান্ড হলো ……………।

উত্তর:- ctrl+z

১৯। ……………. কে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।

উত্তর:- চালর্স ব্যাবেজ

২০। E-mail ও Calc হলো …………. সফ্টওয়্যার।

উত্তর:- অ্যাপলিকেশন

২১। E-mail এর পূর্ণরুপ হলো …………..।

উত্তর:- Electronic mail

২২। ডকুমেন্ট পিন্ট করার কীবোর্ড কমান্ড হলো………………।

উত্তর:- ctrl+P

২৩। MS-Excel 2007 এ মোট Column …………….. টি।

উত্তর:- 16384

২৪। Recycle Bin ফোল্ডরে …………….ফাইল জমা থাকে।

উত্তর:- ডিলিট করা

২৫। Scanner এর প্রকার………….ডিভাইজ।

উত্তর:- ইনপুট

২৬। LED-এর পূর্ণরুপ হলো………………..।

উত্তর:- Light emmitting diod

বাক্যটি সত্যহলে স এবং মিথ্যা হলে ,মি লেখ:

২৭। Bit Defender একটি ভাইরাসের নাম।

উত্তর:- স

২৮। Folder-এ File ও Folder উভয়ই থাকতে পারে।

উত্তর:- স

২৯। Hard Disk (H D) একটি Output Device.

উত্তর:- মি

৩০। Linux একপ্রকার Package software.

উত্তর:- মি

৩১। পেন ড্রাইভকে Flash মেমোরিও বলা হয়।

উত্তর:- স

৩২। Cut করার কীবোর্ড কমান্ড হলো Ctrl+X।

উত্তর:- স

৩৩। ই-মেইল BCC হলো Blind Carbon Copy।

উত্তর:-স

৩৪। A-Z পর্যন্ত Key কে Numeric key বলে।

উত্তর:-মি

৩৫। ROM হলো কম্পিউটারের স্থায়ী মেমোরি।

উত্তর:- স

৩৬। Worksheet হলো Workbook এর অংশবিশেষ।

উত্তর:- স

৩৭। Keyboard এ মোট ২ টি এন্টার কী থাক।

উত্তর:-স

৩৮। Motherboard কম্পিউটারের CPU-এর অংশ।

উত্তর:-মি

সঠিক উত্তরটি লেখ:

৩৯। Copy -এর কীবোর্ড কমান্ড হলো-

উত্তর:- Ctrl+C

৪০। কোনটি Word processing program ?

উত্তর:- Press

৪১। কোনটি বাংলা ফন্টের নাম ?

উত্তর:- নিকস

৪২। হিউম্যানওয়্যার কোনটি ?

উত্তর:- ব্যবহারকারী

৪৩। Open করা File বন্ধ করার Keyboard কমান্ড কোনটি ?

উত্তর:- কোনোটিই নয়

৪৪। কোনটি Financial ফাংশন ?

উত্তর:-  D D B

৪৫। নীচের কোনটি সহায়ক মেমোরি ?

উত্তর:- RAM

৪৬। Database table – এ একটি Field-এর নাম লেখতে সর্বোচ্চ কয়টি  Character ব্যবহৃত হয় ?

উত্তর:- ৬৪ টি

৪৭। ডাটাভেজ ফাইলের Extension কোনটি ?

উত্তর:-  “.mdb” or  “.accdb”

৪৮। নীচের কোনটি সার্চ ইঞ্জিন সফ্টওয়্যার ?

উত্তর:- পিপীলিকা

৪৯। বাইনারি সংখ্যা কোনটি ?

উত্তর:-  ০,১

৫০। Basic animation principle কয়টি ?

উত্তর:- ১২ টি

  1. How old are you ?

উত্তর:-  I am 16 years old.

  1. What is your profession ?

উত্তর:-  I am a student.

  1. What is the name of your institute ?

উত্তর:-  The name of my Institute is Bharai High School

৫৪। আমি একজন দক্ষ টেকনিশিয়ান হতে চাই ?

উত্তর:- উত্তর:-  I want to be a skilled technicial.

৫৫। সে কারিগরি প্রশিক্ষন নিবে ।

উত্তর:-  He Will Take technical traning.

৫৬। অকুপেশনাল সেফটি এন্ড হেলথ কী ?

উত্তর:-  What is occupational safety and health.

৫৭। সে বিদেশে যেতে চায়। উত্তর:-

উত্তর:-  He Wants to go abrood.

৫৮। There is a no smoking sign ………. the wall.

উত্তর:-  on

৫৯। Did you ……….home yesterday ?

উত্তর:-  at

৬০। Hammer is made ………..iron.

উত্তর:-  of 

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষা-২০১৯ প্রশ্ন ও উত্তর (জানুয়ারী-জুন)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও ৩ মাস) মেয়াদি পরীক্ষা-২০১৯

জানুয়ারী-জুন-২০১৯

সেশন বিষয় :- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ( বিষয় কোড :- ৭৬)

 

অতি সংক্ষেপে উত্তর দাও :
১. প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী ?
উত্তর : ENIAC / Mark-1 Computer .
২.  ফার্মওয়্যার কী ?
উত্তর : Ram -এ সংরক্ষিত ডেটা ।
৩. ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি কী ?
উত্তর : ডিজিটাল কম্পিউটার ০ এবং ১ এই দুটি বাইনারি ডিজিট দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়াকরণ সম্পাদন করে ।
৪. আই.পি.এস (IPS) কি ?
উত্তর : বিদ্যুৎ সঞ্চয়কারী যন্ত্র । Instant Power Supply .
৫. ফর্মুলা কী ?
উত্তর : ফর্মুলা বলতে বোঝানো হয় গাণিতিক প্রক্রিয়া ।
৬. ডাটাবেসের বিভিন্ন উপাদানগুলোর কী কী ?
উত্তর : (ক) ডাটা (খ) রেকর্ড (গ) ফিল্ড (ঘ) কুয়েরি  ।
৭. রিসাইকেল বিন (Recycle Bin) কি ?
উত্তর : রিসাইকেল বিন হলো অপ্রয়োজনীয় ডিলেটকৃত ডাটা সংরক্ষিত রাখার একটি ফোল্ডার ।
৮. ফোল্ডার তৈরি করা হয় কিভাবে ?
উত্তর : Mouse এ Right বাটনে ক্লিক করে, new ক্লিক তারপর folder ক্লিক । folder তৈরি হয়ে যাবে ।
৯. Slide design কী ?
উত্তর : MS powerpoint এক ধরনের স্লাইড নকশা ।
১০. অনলাইন সংযোগ বলতে কি বুঝায় ?
উত্তর :  ইন্টারনেটের সাথে সার্বক্ষনিক সংযুক্ত থাকার বিষয়কে বুঝায় ।
১১. MS- Access – এ কুয়েরি (Query) কেন ব্যবহৃত হয় ?
উত্তর : Query শব্দের আভিধানিক অর্থ ‘খুঁজা’ ডেটাবেজের এক বা একাধিক টেবিলে সংরক্ষিত ব্যাপক তথ্য ভাণ্ডার থেকে কোন বিশেষ ধরণের তথ্য/রেকর্ড/ রেকর্ডসমূহ দ্রুত ও সহজে খুঁজে বের করার জন্য কুয়েরি ব্যবহৃত হয়।
১২. দুটি Spreadsheet Software – এর নাম লেখ ?
উত্তর : (ক) MS. Excel (খ) Qua.
১৩. Marge Cell – এর কাজ কি ?
উত্তর : একাধিক Cell কে একত্রিত করা ।

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ

১৪. কম্পিউটার সংগঠনের প্রধান অংশ ……… টি ?  উত্তর : ৩ টি ।
১৫. মাল্টিমিডিয়া শব্দের অর্থ ………. ?  উত্তর : বহু মাধ্যম ।
১৬. উইন্ডোজ স্ক্রীন ………… করা যায় ?  উত্তর : ছোট/বড় ।
১৭. কোন কোন মাউসের মাঝখানেও …………. বাটন থাকে। উত্তর : স্কল ।
১৮. VIRUS শব্দের পূর্ণরূপ ………… ?
উত্তর : Vital Information Resourcs Under Seize .
১৯. ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের – এর সংক্ষিপ্ত রূপ হলো …………. ?
উত্তর : (WAN) অথ্যাৎ World area network .
২০. নতুন প্রেজেন্টেশন তৈরি করার জন্য ………… অপশন ব্যবহৃত হয় ?
উত্তর : New Slide .
২১. ম্যাক্রো হলো ডাটাবেসের একটি শক্তিশালী …….? উত্তর : উপাদান ।
২২. Pen Drive সংযুক্ত করার জন্য ………… port ব্যবহৃত হয় । উত্তর : USB .
২৩. Caps Lock on থাকলে লেখা ……………. Case এর হয় ? উত্তর : Upper .
২৪. মেমরির একক হচ্ছে ……….. ? উত্তর : বাইট ।
২৫. Goal Seek অপশনটি …………… Manu এর অধীনে। উত্তর : Tools .

২৬. Accounting কাজে মূলত …………. প্যাকেজ ব্যবহৃত হয় । উত্তর : MS Excel .

 

বাক্যটি সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখঃ

২৭. উইন্ডোজ চালু করার জন্য Tash Bar- এ ক্লিক করতে হয় । উত্তর : মি ।
২৮. এক্সেলের ওয়ার্কশিট হলো ‘কলাম’ ও ‘রো’ – এর সমন্বয়ে গঠিত শিট । উত্তর : স ।
২৯. স্লাইড শো এর জন্য Shift+F6 ফাংশন কী চাপতে হয় । উত্তর : মি ।
৩০. ইন্টারনেট সংযোগ নিতে হলে প্রিন্টার একান্ত প্রয়োজন । উত্তর : মি ।
৩১. অকটাল পদ্ধতির ভিত্তি হচ্ছে হচ্ছে ১০ । উত্তর : মি।
৩২. ১৯৭১ সালে সর্বপ্রথম আমেরিকার ইনটেল কোম্পানির মাইক্রোপ্রসেসের তৈরি করে । উত্তর : স ।
৩৩. Linux একটি Application Software . উত্তর : মি ।
৩৪. স্ক্যানার এক ধরনের ইনপুট ডিভাইস । উত্তর : স ।
৩৫. প্লটার এক ধরনের পিন্টার । উত্তর : স ।
৩৬. Report – এর কাজ হলো File কে প্রদশন করা । উত্তর : মি ।
৩৭. MS- Word এ বানান শুদ্ধ করার জন্য Spelling Chacker ব্যবহৃত হয় । উত্তর : 
৩৮. Copy করার কীবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+x . উত্তর : মি ।

সঠিক উত্তর লিখঃ (MCQ)

৩৯. HTML একটি –

(ক) ইন্টারনেট প্রটোকল
(খ) টপোলজি
(গ) টেক্সট্ভিত্তিক প্রোগ্রাম ভাষা
(ঘ) মিডিয়ার নাম
উত্তর :  (গ) টেক্সট্ভিত্তিক প্রোগ্রাম ভাষা।

৪০. বিসিডি (BCD) কোড – এর পূর্ণরূপ –

(ক) Binary Coded Decimal Decimal
(খ) Banary Coded Data
(গ) Bangladesh Coded data
(ঘ) Binary Computer data
উত্তর : (ক) Binary Coded Decimal Decimal

৪১. Log(1000)r এর মান হবে –

(ক) 10
(খ) 100
(গ) 3
(ঘ) 1
উত্তর : (গ) 3 .

৪২. রহিমের জন্মতারিখ ২৪শে অক্টোবর , ২০০১ রেকর্ড সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে –

(ক) Text Type
(খ) Number Type
(গ) Data Type
(ঘ) OLE Type
উত্তর : (খ) Number Type .

৪৩. কোন সালে ইন্টারনেট কার্যক্রম শুরু হয়

(ক) 1994
(খ) 1990
(গ) 1987
(ঘ) 1995
উত্তর : (খ) 1990

৪৪. ওয়ার্ড প্রসেসিং সপটওয়্যারে ট্যাব ‘কী’ একবার চাপলে কতটুকু জায়গা সরে ?

(ক) এক ইঞ্চি
(খ) আধা ইঞ্চি
(গ) দের ইঞ্চি
(ঘ) দু ইঞ্চি
উত্তর : (খ) আধা ইঞ্চি ।

৪৫. বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য কোন ইংরেজী বোতাম লিঙ্ক হিসাবে ব্যবহৃত হয়।

(ক) F
(খ) G
(গ) H
(ঘ) E
উত্তর : (খ) G .

৪৬. একটি ওযার্ডবুকে সাধারণ কয়টি ওয়ার্কশিট থাকে ?

(ক) 1 টি
(খ) 3 টি
(গ) 4 টি
(ঘ) 5 টি
উত্তর : (খ) 3 টি

৪৭. Replace কীবোর্ড বোডৃ কমান্ড কোনটি ?

(ক) Alt + F
(খ) Ctrl + H
(গ) Alt + G
(ঘ) Ctrl + R
উত্তর : (খ) Ctrl + H .

৪৮. MS-Word এ র কোন মেন্যুতে মেইল মার্জ কমান্ড থকে ?

(ক) File
(খ) Edit
(গ) Tools
(ঘ) View
উত্তর : (গ) Tools .

৪৯. MS-Access এর ক্ষেত্রে Relition হচ্ছে –

(ক) Record
(খ) Table
(গ) Data
(ঘ) Information
উত্তর : (খ) Table .

৫০. 2H2o= H2 + O2 সূত্র লেখার জন্য ব্যবহৃত হয় –

(ক) Format > Font > Superscript
(খ) Format > Font > Shadow
(গ) Format > Font > Engrave
(ঘ) Format > Font > Subscript
উত্তর : (ঘ) Format > Font > Subscript .

Answer the following question in English .
৫১. What is your Citizenship ? উত্তর : Bangladeshi .
৫২. What is your 21st February memorable ? উত্তর : International Mother,s Language day .

Translate into English:
৫২. আমার বাবা একজন সরকারি চাকুরিজীবি । উত্তর : My father is a goverment employment .
৫৩. রাজু দৈনিক সংবাদপত্র পড়ছে। উত্তর : Raju is reading the daily newspaper.
৫৪. তুমি কি ভাত খেয়েছ ? উত্তর : Did you eat rice ?
৫৫. সদা সত্য কথা বলবে । উত্তর : Alaways speake the truth .
৫৬. আমি একসপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি । উত্তর : I heve fever for a week .

Choose and fill in the gaps with the correct word/words in brackets:

৫৮. Two and two ……. four. উত্তর : makes .
৫৯. My Mother ………..home yesterday. উত্তর : went .
৬০. Look ………. the moon . উত্তর : at .

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৬ প্রশ্ন ও উত্তর

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও তিন মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৬

জুলাই – ডিসেম্বর ও অক্টোবর -ডিসেম্বর  ২০১৬ সেশন

কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স

বিষয় কোডঃ৭৬                                                  পরীক্ষার তারিখঃ২৩/১২/২০১৬

সময়ঃ ১ঘন্টা                                                             পূর্নমানঃ ৬০

—–>অতি সংক্ষেপে উত্তর দাওঃ

১। ফাইল ও ফোল্ডার কী ?

উত্তরঃ ফাইলঃ যখন কোন Document – কে কোন নাম দিয়ে সংরক্ষণ করা হয়, তখন তাকে   File  বলে ।

ফোল্ডারঃ ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তাছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, এ

একে সাব-ফোল্ডার বলে।

২। দুটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন (Search engine)- এর নাম লেখ।

উত্তরঃ Google,Yahoo|

৩। ই-মেইল (E-Mail) অ্যাড্রেস বিভিন্ন অংশগুলো চিহ্নিত কর

উত্তরঃ ই-মেইল অ্যাড্রেস একটি ইউনিক অ্যাড্রেস। অর্থাৎ এক নামে শুধু একটি মাত্র ই-মেইল      অ্যাড্রেস থাকে। ই-মেইল অ্যাড্রেস ইঃরেজি ছোট হাতের অক্ষরে লিখতে হয়। ই-মেইল অ্যাড্রেসের  সাধারণ গঠন হল ঃ <Userid>@Domain name>.| প্রতিটি ই-মেইল অ্যাড্রেসের দুইটি অংশ থাকে। অংশ দুইটির মাঝে সেপারেটর হিসাবে একটি @(Cat sing) ব্যবহৃত হয়।

৪। সেল অ্যাড্রেস কী ?

উত্তরঃ সেল অ্যাড্রেস (Cell address): ওয়ার্কশীট এর প্রতিটি ঘরকেই সেল (Cell) বলা হয়। সেল সমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় রো ও কলাম দ্বারা। অর্থাৎ রো ও কলাম দ্বারা কোন সেল নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলা হয়।

 

৫। হোমপেজ কী?

উত্তরঃ হোমপেজ (Home page)t একটি ওয়েব পেইজ এর প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোমপেজ। ওয়েব পেইজের সব ধরনের সংক্ষিপ্ত বিবরণ থাকে এই হোম পেইজে।

6|E-mail এর ক্ষেত্রে CC ও BCC এর মাঝে পার্থক্য কী?

উত্তরঃ CC এর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি। CC এর মাধ্যমে কোন মেইল প্রেরণ করলে সেখানে সোল্ডারের ই-মেইল অ্যাড্রেস সো (Show) করবে। BCC এর মাধ্যমে কোন মেইল প্রেরণ করলে সেখানে সোল্ডারের ই-মেইল অ্যাড্রেস সো (Show) করবে না।

৭। টেক্রট অ্যালাইনমেন্ট কয় ধরনের ও কী কী?

উত্তরঃ ৪ প্রকার।

৮। ফরেন কী (Foreign key) বলতে কী বোঝায়?

উত্তরঃ ফরেন কী (Foreign key) ঃ একটি Table এর প্রাইমারি কী যখন অন্য টেবিল এর কোন Key এর সাথে রিলেশন তৈরি করে তখন অন্য Table এর সেই key কে Foreign key বলে। অর্থাৎ Primary key যার সাথে রিলেশন সৃষ্টি করে সেই key হলো Foreign key|

৯। Save ও Save as এর পার্থক্য কী?

উত্তরঃ কোন ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথম বারের মত সেভ করতে চাইলে Save as ব্যবহার করা হয়। আর পূর্বের কোন ডকুমেন্ট এ নতুন কোন অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন Save ব্যবহার করা হয়।

১০। Pen Drive কে I/O ডিভাইস বলা হয় কেন?

উত্তরঃ প্রেন ড্রাইভ (Pen Drive) কম্পিউটারের একটি সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করা হয়। এর সাহায্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়, বিধায় এই সহায়ক মেমোরি একই সাথে ইনপুট ও আউটপুট কাজ করে। এ কারণে Pen Drive কে I/O ডিভাইস বলা হয়।

১১। BIOS প্রোগ্রামের কাজ কী?

উত্তরঃ Basic Input Output System.

BIOS= Basic Input Output System- এর সংক্ষিপ্ত রূপকেই Basic বলা হয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।

১২। বিট ও বাইট বলতে কী বোঝায়?

উত্তরঃ বিট ঃ বাইনারী bv¤^vi পদ্ধতিতে ব্যবহৃত অংক ০(শূন্য) এবং ১(এক) কে বিট বলে।

বাইট ঃ আট বিটে এক বাইট । এরূপ ৮ বিটের কোড দিয়ে যে বর্ণ,অঙ্ক,বা বিশেষ চিহৃকে প্রকাশ করা হয়ে থাকে।

১৩। হেক্রাডেসিম্যাল নাম্বারিং সিস্টেম বলতে কী বোঝায়?

উত্তরঃ হেক্রাডেসিম্যাল নাম্বারিং ঃহেক্রাডেসিম্যাল সংখ্যার ভিত্তি হলো ১৬ বা হেক্র। যখন বাইনারি বিট অনেক বেশি করা যায়। এতে ১৬ টি অংক আছে, যেমন- 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,I F|

 

—–>সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর ঃ

১৪। BIOS এর পূর্ণরূপ——।

উত্তরঃ Basic Input Output System.

১৫। —— কে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।

উত্তরঃ চার্লস ব্যাবেজ।

16|Ram একটি —– মেমোরি।

উত্তরঃ অস্থায়ী।

১৭। Windows একটি —— সফ্‌টওয়্যার।

উত্তরঃ অপারেটিং সিস্টেম।

১৮। অক্টাল সংখ্যা পদ্ধতি বেস হলো——।

উত্তরঃ ৮।

১৯। ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য—— ক্লিক করতে হয়।

উত্তরঃ Sign Out|

২০। OMR একটি ——ডিভাইস।

উত্তরঃ আউটপুট।

২১। ডাটার গড়মান নির্ণেয়ের জন্য—— ফাংশন ব্যবহার করা যায়।

উত্তরঃ Average

২২। Record হলো কততগুলো —– এর সমষ্টি।

উত্তরঃ Field

২৩। A4 কাগজের সাইজ—–।

উত্তরঃ দৈর্ঘ্য ১১.৬৯ ইঞ্চি প্রস্থ ৮.২৭ ইঞ্চি

24|Word processing-G বানান শুদ্ধ করার জন্য —— মেন্যু ব্যবহার করা হয়।

উত্তরঃ Tools

২৫।—– কম্পিউটারের সকল প্রকার লজিক ও গাণিতিক কাজ করে থাকে।

উত্তরঃ মাইক্রো

26|Past এর Keyboard কমান্ড আছে—-।

উত্তরঃ ctrl+v

 

—–>বাক্যটি সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ ঃ

27|Super VISI চিপ ও অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে পঞ্চম প্রজন্মের কম্পিউটার তৈরি।

উত্তরঃ ‘স’

২৮। কপি পেস্ট ও কাট পেস্ট-এর মাঝে কোন পার্থক্য নাই।

উত্তরঃ ‘মি’

২৯। মাইক্রো কম্পিউটারের মূল অংশ হলো মাইক্রোপ্রসেসর।

উত্তরঃ ‘স’

৩০। ফোল্ডারের ভিতর ফাইল ও ফোল্ডার উভয় থাকতে পারে।

উত্তরঃ ‘স’

৩১। Recycel bin- এর ডাটা পুনরায় ফিরিয়ে আনা যায় না।

উত্তরঃ ‘মি’

৩২। ওয়ার্কশীট ওর্য়াকবুকের অংশ বিশেষ।

উত্তরঃ‘স’

৩৩। Ctrl + Alt +B  কী-র্বোড বাংলা-ইংরেজি মোডে পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।

উত্তরঃ ‘স’

৩৪। টেক্সট বক্সে লেখা যায় না।

উত্তরঃ  ‘মি’

৩৫। বিজয় একটি বাংলা ফন্টের নাম।

উত্তরঃ ‘মি’

৩৬। SQL প্রোগ্রাম ওয়ার্ড প্রসেসিং-এর কাজে ব্যবহৃত হয়।

উত্তরঃ ‘মি’

৩৭। Page set up ফাইল মেন্যুর একটি option|

উত্তরঃ ‘স’

৩৮। ফিল্ডের সমষ্টি হচ্ছে রেকর্ড।

উত্তরঃ ‘স’

 

—–>সঠিক উত্তরটিতে টিক (√) চিহৃ দাও ঃ

৩৯। MS-word এ –Undo এর কী – র্বোড কমান্ড কোনটি?

(ক) Ctrl+X           (খ) Ctrl+Z (√)

(গ) Ctrl+O            (ঘ) Ctrl+F4

৪০। নিচের কোনটি সহায়ক মেমরি নয়?

(ক) Floppy disk  (খ) Hard disk

(গ) Cache (√)           (ঘ) CD-ROM

৪১। নিচের কোন কমান্ড Equation লেখার জন্য ব্যবহৃত হয়?

(ক) File → Object → Microsoft Equation

(খ) Insert → Equation

(গ) View → Equation

(ঘ) Insert→ Object → Microsoft Equation (√)

৪২। MS-Access Print file

(ক) From file      (খ) report file (√)

(গ) Query file     (ঘ) Table

৪৩। (২৯)১০ সংখ্যাটির বাইনারি সংখ্যা কত?

(ক) (১১০১১)২        (খ) (১১১০)২

(গ) (১১১০১)২ (√)  (ঘ) (১০১১১)২

 

৪৪। ডাটাবেসের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়?

(ক) File               (খ) Record

(গ) Field (√)      (ঘ) Table

৪৫। কোনটি Logical function ?

(ক) =IF (√)            (খ) =SUM

(গ) AVG               (ঘ) MOD

৪৬। ইন্টারনেট Connectivity -এর নাম নয় কোনটি?

(ক) Dial up         (খ) Yahoo(√)

(গ) Broad band  (ঘ) Wireless

৪৭। Microsoft excel-G Column কয়টি?

(ক) ২৫৬টি (√)     (খ) ২৬৫টি

(গ) ১৬৫ টি          (ঘ) ৩৬৫টি

৪৮। নিচের কোনটি পেইজ সেট আপ (Page set up) করার কমান্ড?

(ক) File→Page set up→(Margin,paper size) ok (√)

(খ) Edit→Page set up→(Margin,paper size) ok

(গ) View→Page set up→(Margin,paper size) ok

(ঘ) Insert→Page set up→(Margin,paper size) ok

৪৯। কোনটি অস্থায়ী মেমোরি?

(K)ROM             (খ) HDD

(গ) CD-ROM      (ঘ) RAM (√)

৫০। C6 থেকে D6 পর্যন্ত Data যোগ করার কমান্ড-

(ক) ADD(C6D6)         (খ) ADD(C6D6)

(গ) ADD(C6D6) (√)    (ঘ) ADD(C6D6)

৫১। ঢাকা বাংলাদেশের রাজধানী।

উত্তরঃ Dhaka is the capital of Bangladesh.

৫২। আমার বাবা একজন দক্ষ কারিগর।

উত্তরঃ My father is skilled technician.

৫৩। রহিম রোজ স্কুলে যায়।

উত্তরঃ Rahim goes to school regular.

৫৪। বৃষ্টি পড়ছে।

উত্তরঃ It is raining.

Fill in the blank:

৫৫। They ____ playing football.

উত্তরঃ are

৫৬। My mother is_____ honest woman.

উত্তরঃ an

৫৭। Put ______ the lamp.

উত্তরঃ off

Answer the following questions in English:

৫৮। Where do you live?

উত্তরঃ I live in Rajshahi.

৫৯। What is your father?

উত্তরঃ My father is a technician.

৬০। Which trade do you read in

উত্তরঃ I read in Refrige

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৪ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( তিন মাস )

 মেয়াদি পরীক্ষা (জুলাই-সেপ্টম্বর)-২০১৪

পরীক্ষার তারিখঃ২৬/০৯/২০১৪ইং

 

*** সঠিক উত্তরটি লিখ 

১। MS Word 2003 এ Font Size পরিবর্তন করতে কোন টুলবারে যেতে হবে ?

ক.Table –  এ                     খ.Format –এ

গ:Formating-  এ                    ঘ . Standard-এ

উত্তর:  Formating-  এ

২। মেমোরি প্রধানত কত প্রকার ?

ক. ২ প্রকার                              খ.৩ প্রকার

গ. ৫ প্রকার                              ঘ.৭ প্রকার

উত্তর: ২ প্রকার

৩। ১ গিগাবাইটে কত কিলোবাইট ?

ক. 103 কিলোবাইট                       খ .106  কিলোবাইট

গ.  109  কিলোবাইট                        ঘ.1012 কিলোবাইট     

উত্তর:10কিলোবাইট

৪। কতগুলো সেলকে একত্রিত করাকে বলে-

ক. মেইল মার্জ                          খ.মার্জ সেল

গ. স্প্লীট সেল                          ঘ.স্প্লীট টেবিল

উত্তর: মার্জ সেল

৫। বিজয় চালু করতে  চাপতে হয়-

ক.  Ctrl+Shift+B             খ. Ctrl+Alt+B

গ.  Ctrl+Alt+A                ঘ. Ctrl+B

উত্তর:  Ctrl+Alt+B

6|G5 থেকে বড় G50  পর্যন্ত যোগ করার ফাংশন ু

ক.=Sum (G5:L5)

খ.=Sum(G5:k50)

গ.=Sum (G5:G50)

ঘ.=Sum(G5:-G50)

উত্তর: =Sum (G5:G50)

৭। Aথেকে বড় B1†_‡K ছোট প্রকাশ করতে ব্যবহৃত হয়-

ক. A1<B1                             L.B1<A1

গ. A1≤B1                              ঘ. B1≤A1

উত্তর:  A1<B1

৮। Relational Data Base- এ সর্বনিম্ন ফাইল সংখ্যা-

ক.  ২ টি                          খ.৩ টি

গ. ১ টি                           ঘ.৪ টি

উত্তর: ২ টি

9|Data Base Table এ প্রয়োজনমতো ডিজাইন করতে ব্যবহৃত হয়-

ক.Design  view                    খ. Designhome

গ.Design from                    ঘ. Design table wizard

উত্তর: Design  view

১০। Power Point -এ স্লাইড শো করতে কী চাপতে হবে –

ক. Shift +F6                         খ. Shift +F5

গ.  F5                                  N.Ctrl+F5

উত্তর: F5

*** সত্য হলে  এবং মিথ্যা হলে মি লেখ 

১১। প্রথম আবিস্কার ব্রাউজারের নাম মোজাইক।

উত্তর:‘স’

১২।  RAM  একটি স্থায়ী মেমোরি ।

উত্তর:‘মি’

১৩।বর্তমান অ্যাপল কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেম নাম

উত্তর:‘মি’

১৪। হেক্রাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস/ভিত্তি ১৬ টি ।

উত্তর:‘স’

১৫। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরিকৃত ফাইলকে ডকুমেন্ট বলে ।

উত্তর:‘স’

১৬। লিগ্যাল পেপারের মাপ দৈর্ঘ্য ১৩ ইঞ্চি এবং প্রস্থ ৮.৫ ইঞ্চি ।

উত্তর:‘মি’

১৭। = IF  যুক্তিমুলক ফর্মুলা বাক্যটি মিথ্যা ।

উত্তর:‘স’

১৮। Cut করার কী-বোর্ড কমান্ড Cut+X

উত্তর:‘স’

১৯। কতগুলো সর্ম্পকযুক্ত Record এর সমষ্টি হলো   table|

উত্তর:‘স’

২০। Power Point -এ Custom Animation সেট করা যায় না 

উত্তর:‘স’

*** অতি সংক্ষেপে উত্তর দাও 

২১। ‘ক্ষ’ লেখতে কী-বোর্ড থেকে ইংরেজি কোন কোন “কী” চাপতে হবে ?

উত্তর: ক+জি+ষ ( J,G,Shift+N)

২২। Slide Animation প্রদর্শন করার কমান্ড কী ?

উত্তর: Slide Show > Animation >Schemes

২৩। Slide এ ডিজাইন টেমপ্লেট ব্যবহারের সুবিধা কী ?

উত্তর:১। Slide Achemes করা ।

2|Slide Design  করা ।

3|Background তৈরি করা ।

২৪।একটি Antivirus সফটওয়্যার ও দু’টি Input device এর নাম লেখ ।

উত্তর:একটি UAntivirus সফটওয়্যার   McAfee ও দু’টি Input device-margin

mouse,keyboard

25|W.W.W -এর পুর্ণ নাম কী?

উত্তর:W.W.W  পুর্ণ অর্থ হল World Wide Web|

২৬। ফাইল মেনুর পাঁচটি কমান্ডের নাম লেখ ।

উত্তর:Save,Save As,Print, page setup,New file,Open file.

২৭। ওয়ার্কশীট কাকে বলে।

উত্তর: সুবিশাল শীটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশীট বলে । ওয়ার্কশীটে মূলত বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলি সম্পদন করা হয় ।

২৮।এক্সলের ফর্মুলার একটি উদাহরণ দাও ।

উত্তর:  MS word=COUNT (A1:A10 )

২৯। MS word -এ Page set up করার ধাপ উল্লেখ কর।

উত্তর: Click File>Page setup এর Dialog Box  থেকে paper  ট্যাবে paper  করতে হবে |paper Size হিসেবে A4 বা Legal Select  করতে হবে । Margin ট্যাবে  Clickকরে Top, Select,Left,right ইত্যাদি নির্ধারণ করে  দিতে হবে |Orientation হিসেবে Portrait বা Landscape নির্ধারণ করে সবশেষে Ok বাটন Click করতে হবে ।

30|(11)2 বাইনারিকে ডেসিমালে রূপান্তর কর ।

উত্তর: (11)2 বাইনারিকে ডেসিমালে রূপান্তর-

*** সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর 

৩১।মনিটর একটি —– ডিভাইস।

উত্তর:আউটপুট

৩২।ıকী’ বোর্ডেও ফাংশন কী’ —— টি ।

উত্তর: ১২

৩৩। একই চিঠি একাধিক ঠিকানায় প্রেরণের জন্য MS Word -এ——- ব্যবহার করা হয় ।

উত্তর: Mail Merge

৩৪। MS Excel -এ প্রতিটি ওয়ার্কশীটে —— টি  Row এবং —- টি Column  রয়েছে ।

উত্তর: ৬৫৫৩৬,২৫৬

৩৫।  ‘OR’  একটি —– ফমুর্লা ।

উত্তর: Logical Access

৩৬। Access -এ ডাটা প্রদর্শনকে নিয়ন্ত্রণ করার জন্য —— ব্যবহার হয় ।

উত্তর: Query

৩৭।  BIOS শব্দের পুর্ণরূপ ——।

উত্তর: Basic Input Output System .

৩৮। PHP মূলত —– প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।

উত্তর: Server Side Scripting

৩৯। SQL-Gi পুর্ণরূপ ——।

উত্তর: Structured Query Language.

৪০। power point  ফাইলের বর্ধিত নাম দিয়ে —– প্রকাশ করা হয় ।

উত্তর: .PPT

*** Fill in the blanks with appropriate word under bracket

৪১। I want to ______a letter.(make/write/learn)

উত্তর: write

৪২।My fatheris ______than your father(funny/funnier/funniest)

উত্তর: funnier

৪৩। He is ____ honest man.(a/an/the)

উত্তর:an

৪৪।What is your present address?

উত্তর:My present addess is 17, Narinda road, Dhaka-1100.

৪৫।Who is my best friend ?

উত্তর:Salim is my best friend.

৪৬।What do you do after traning ?

উত্তর:After traning I do self-practice.

*** Translate into Englisht

৪৭।ঢাকা বাংলাদেশের রাজধানি ।

উত্তর:Dhaka is the capital of Bangladesh.

৪৮।সূর্য পুর্ব দিকে উঠে ।

উত্তর:The sun rises in the east.

৪৯।তোমার কয় ভাইবোন ?

উত্তর:How many brothers and sister do you have?

৫০। আমার আব্বা একজন গরিব লোক ।

উত্তর: My father is a poor man.

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৪ (জানুয়ারি-মার্চ) প্রশ্ন ও উত্তর

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা  পরীক্ষা-২০১৪

তিন মাস মেয়াদি, জানুয়ারি-মার্চ

 পরীক্ষার তারিখঃ ০৪/০৪/২০১৪

 

সঠিক উত্তরটি টিক (√) চিহৃ দাও ঃ

১। ছবি, টেক্সট,গ্রাফ, ইত্যাদির ক্ষেত্রে কোন object টি ব্যবহৃত হয়?

(ক) Hyperlink              (খ) Text

(গ) Display text           (ঘ) OLE (√)

২। D11 হতে D20 সেলের ডাটা যোগ করার ফাংশন-

(ক) =Sum (D11+D20)       (খ) =Sum (D11;D20)

(গ) =Sum (D11:D20) (√)   (ঘ) =Sum (D11,D20)

৩। Sort এবং Formula থাকে কোন মেন্যুতে?

(ক) Window              (খ) Insert

(গ) Tools                   (ঘ) Table (√)

৪। কোনটি Storage device ?

(ক) Keyboard                 (খ) Scanner

(গ) Hard disk (√)               (ঘ) Mouse

৫। একটি ফিল্ডের  নাম লেখতে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়?

(ক) ৪০ টি                  (খ) ৩৩ টি

(গ) ২১ টি                   (ঘ) ৬৪ টি (√)

৬। Line spacing দেড়গুণ করার কমান্ড-

(ক) Ctrl+1            (খ) Ctrl+2

(গ) Ctrl+5            (ঘ) Ctrl+1.5 (√)

৭। Excel-এ একাধিক Cell একত্রিত করাকে কী বলে?

(ক) Add                        (খ) Join

(গ) Merge (√)              (ঘ) Union

৮। File close-এর কী-র্বোড কমান্ড কোনটি?

(ক) Ctrl+O           (খ) Alt+W

(গ) Alt+O             (ঘ) Ctrl+F4 (√)

৯। প্রাইমারি ‘কী’ হচ্ছে-

(ক) যে এট্রিবিউটের প্রতিটি মান অভিন্ন হয়

(খ) যে এট্রিবিউটের প্রতিটি মান ভিন্ন ভিন্ন হয় (√)

(গ) যে এট্রিবিউটের কোনো মান থাকে না

(ঘ) যে এট্রিবিউটের একাধিক মান ধারণ করে

১০। ICT -এর পূর্ণরূপ কোনটি?

(ক) Information Communication & Technology

(খ) Information& Communication  Technology (√)

(গ) Information Computer Technology

(ঘ) Information Commercial Trading

১১। Computer-এর প্রথম প্রোগ্রাম রচয়িতার bvg___|

উত্তর ঃ লেডি এডা অগাস্টা

১২। Legal কাগজের সাইজ হল ___|

উত্তর ঃ ¨14” x 8.5”

১৩। Double Underline করার সংক্ষিপ্ত কমান্ড ___|

উত্তর ঃ Ctrl+Shift+D

১৪। MS Power point একটি ___ Software ।

উত্তর ঃ Presentation

১৫। Spelling and Grammar -এর জন্য ___ ফাংশন ‘কী’ চাপতে হয়।

উত্তর ঃ F7

১৬। OMR -এর পূর্ণরূপ হল ___|

উত্তর ঃ Optical Mark Reader

১৭। CPU হচ্ছে ___|

উত্তর ঃ Central Processing Unit

১৮। Redo-এর Keyboard কমান্ড হল ___|

উত্তর ঃ Ctrl+Y

১৯। সাধারণ চিঠিপত্র লেখার জন্য ___   েপ্রাগ্রাম ব্যবহৃত হয়।

উত্তর ঃ MS Word

২০।স্লাইড শো- এর জন্য¨___ ফাংশন ‘কী’ চাপতে হয়।

উত্তর ঃ Shift + F5

বাক্যটি সত্য হলে ‘স’ মিথ্যা হলে ‘মি’ লেখ ঃ

২১। MS Excel -এ ১৬৭৭৭২৫৬ টি সেল আছে।

উত্তর ঃ ‘স’

২২। Data sort দুই প্রকার ।

উত্তর ঃ ‘মি’

২৩। Back space key চেপে ডান পাশের লেখা মুছা যায়।

উত্তর ঃ ‘স’

২৪। Keyboard -এর মোট দুটি Alt-key আছে।

উত্তর ঃ ‘স’

২৫। Scanner একটি Output device|

উত্তর ঃ ‘মি’

২৬। Function key মোট ১০ টি।

উত্তর ঃ ‘মি’

২৭। MS Excel -এ যে কোনো ফাংশনের শুরুতে IF ব্যবহার করা হয়।

উত্তর ঃ ‘মি’

২৮। Face book একটি ইন্টারনেট ব্রাউজিং সফট্‌ওয়্যার।

উত্তর ঃ ‘মি’

২৯।(১১)১০ সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় প্রকাশ করলে (১০১১)২ হবে।

উত্তর ঃ ‘স’

 

৩০। কম্পিউটারের Recycel Bin হতে মুছে ফেলা ডাটা পুনরায় ফিরিয়ে আনা যায় না।

উত্তর ঃ ‘মি’

অতি সংক্ষেপে উত্তর দাও ঃ

৩১। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?

উত্তর ঃ ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়।

৩২। কয় Bit-এ 1 Byte ?

উত্তর t8(Eight) Bit-এ 1 Byte হয় ৤

৩৩। BTEB- এর পূর্ণরুপ লেখ ।

উত্তর ঃ Bangladesh Technical Education Board .

৩৪। MS Word-G Ctrl+D এ কমান্ড প্রয়োগ করলে কী আসে?

উত্তর ঃ Font ডায়ালগ বক্স প্রদর্শিত হয় ।

৩৫। Column break করার জন্য ‘কী-বোড’ কমান্ড থেকে প্রদত্ত কমান্ড লেখ।

উত্তর ঃ ALT+I, B, C, ENTER

৩৬। কোনো প্যারাকে  ্‌করার ‘কী-বোর্ড কমান্ড লেখ Left, Right এবং Center& করার ‘কী-বোর্ড’ কমান্ড লেখ।

উত্তর ঃ ব্লক করার পর ctrl+L, ctrl+R, ctrl+E এছাড়া Justify এর জন্য ctrl+J ব্যবহার করা হয় ।

৩৭। MS Excel- এ F2 key কী কাজে ব্যবহার করা হয়?

উত্তর ঃ কোন cell এর ডাটাকে Edit করার জন্য সেলের অভ্যন্তরে cursor¯স্থাপনের ক্ষেত্রে ।

৩৮। রিলেটিভ ও অ্যাবসোলুট সেল অ্যাডেসের একটি করে উদাহরণ দাও ।

উত্তর ঃ Column Row এর সমন্বয়ে সরাসরি যে সেল অ্যাড্রেস ব্যবহার করা হয় যেমন B কলামের 3 নং Row এর জন্য B3, D কলামের 5 নং Row এর জন্য D5 ইত্যাদি; একে রিলেটিভ সেল অ্যাড্রেস বলে । $ চিহ্ন ব্যবহার করে যে সেল অ্যাড্রেস লিখা হয় যেমন-$AI:$A5 তাকে অ্যাবসোলুট সেল অ্যাড্রেস বলে ।

39|Title case-এ একটি বাক্য লেখ ।

উত্তর ঃ A quick brown fox jumps over the lazy dog. এক্ষেত্রে অর্থাৎ Title case এ প্রতিটি word এর প্রথম অক্ষর  capital হবে ।

৪০। বাংলাদেশের কারিগরি শিক্ষা র্বোড কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং কোন জেলায় অবস্থিত?

উত্তর ঃ ১৯৫৪ সালে ১নং সংসদীয় আইন বলে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা জেলায় অবস্থিত।

Translate into English :

৪১। সে স্কুলে যায়।

উত্তর ঃ He goes to school.

৪২। আমাকে একটি কমলা দাও।

উত্তর ঃ Give me an orange.

৪৩। তুমি কেমন আছো?

উত্তর ঃ How are you?

Fill in the blanks:

৪৪। He is ___ honest man.

উত্তর ঃ an

৪৫। The earth ___ round.

উত্তর ঃ is

৪৬। I want to___ a letter.

উত্তর ঃ Write

৪৭। My mother reads ___ holy Quran.

উত্তর ঃ the

Answer the following questions :

৪৮। How old are you?

উত্তর ঃ I am 14 years old.

৪৯। How many brothers do you have?

উত্তর ঃ I have two brothers.

৫০। Who is your best friend?

উত্তর ঃ Raju is my best friend.

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১০ ( জুলাই – ডিসেম্বর) প্রশ্ন ও উত্তর

 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( ৬ মাস ও তিন মাস ) মেয়াদি পরীক্ষা-২০১০

জুলাই – ডিসেম্বর ও অক্টোবর -ডিসেম্বর ২০১০

বিষয় কোডঃ৭৬                                                 পরীক্ষার তারিখঃ৩১/১২/২০১০

সময়ঃ ১ঘন্টা                                                             পূর্নমানঃ ৬০

 

—-> অতি সংক্ষেপে উত্তর দাওঃ

১। MS-Word এ কীভাবে Page setup/ Margin setup করা যায়, তা বর্ণনা কর।

উত্তর ঃ File > Page setup > Page setup Dialog Box থেকে Left, Right, Top,  Report Bottom, options প্রয়োজনীয় মার্জিন সিলেক্ট করে Ok দিতে হবে।

২। কোন Data base এর Data print করার পর্যায়গুলো সংক্ষেপে বর্ণনা কর।

উত্তর ঃ প্রথমে Table তৈরি করতে হবে। Table- এর উপর তৈরি করতে হবে। অতঃপর File> Print > Print Dailog Box > Print > Ok.

৩। MS Access-G কুইয়ারি (Query) কেন ব্যবহার করা হয়,উল্লেখ কর।

উত্তর ঃ বিপুল পরিমাণ তথ্য সম্বলিত ডাটাবেস থেকে প্রয়োজনীয় যে- কোন তথ্য কিংবা রের্কডসমূহ খুব সহজে এবং অত্যন্ত দ্রুত খুঁজে বের করার জন্য কোয়েরি ব্যবহার করি হয়।

৪। MS Excel -এর সাহায্যে পাই চার্ট নির্ণয়ের পদ্ধতি লেখ।

উত্তর ঃ Insert >Chart > Chart Type থেকে পাই (pie) > Chart – Syb-type > Next > Next> Finish

৫। MS Word-G মেইল মার্জ বলতে কী বুঝায়?

উত্তর ঃ একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে। অথবা, একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হল মেইল মার্জ।

৬। Worksheet Protect করা হয় কীভাবে?

উত্তর ঃ Tools> Protection> Protect sheet > Password >Comform password>Ok.

৭। MS Word- ম্যাক্রো ব্যবহারের সুবিধা উল্লে কর।

উত্তর ঃ MS Word-G ম্যাক্রো ব্যবহারের সুবিধাসমূহ হলো ঃ

ক) এ কাজ বার বার করার প্রয়োজন হয় না।

খ) কম সময়ে অনেক বেশি কাজ সম্পন্ন করা যায়।

গ) নির্ভুলভাবে কাজ সম্পাদন করা যায়।

৮। MS Excel এ () ফাংশনের একটি উদাহরণ দাও।

উত্তর ঃ ফাংশনের মাধ্যমে বের করার উদাহরণ ঃ

=IF(H2>=800,“A+”,=IF(H2>=700,“A”,=IF(H2>=600,“A-”,=IF(H2>=450,“B”, =IF(H2>=350,”C”,=IF(H2>=300,“D” “F”))))))

৯। হাইপার লিল্ক বলতে কী বুুঝায়?

উত্তর ঃ একটি ওয়েব পেজের সাথে অপর এক বা একাধিক ওয়েব পেজের সংযোগ (Link) স্থাপন করা যায়। এভাবে স্থাপিত সংযোগকে হাইপার লিল্ক (Hyper link) বলা হয়।

১০। BIOS -এর পূর্ণনাম লেখ।

উত্তর ঃ Basic Input Output System.

BIOS= Basic Input Output System. এর সংক্ষিপ্ত রূপকেই বলা হয়। এটি মূলত রমে সংরক্ষিত একটি সফটওয়্যার।

 

—->সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ ঃ

১১। কোন Folder তৈরি করার পরে ঐটির নাম পরিবর্তন করা যায় না।

উত্তর ঃ ‘মি’

১২। MS Word এর Table এর দুই বা ততোধিক Cell একত্র করাকে বলা হয় Merge cell

উত্তর ঃ ‘স’

১৩। Recycle bin এর Data পুনরায় ফিরিয়ে আনা যায় না ।

উত্তর ঃ ‘মি’

১৪। Copy paste ও Cut paste এর মাঝে কোন পার্থক্য নেই।

উত্তর ঃ ‘মি’

১৫। Worksheet হচ্ছে Workbook এর অংশ বিশেষ ।

উত্তর ঃ ‘স’

১৬। MS-Word এ Page numbering এর ক্ষেত্রে যে কোন number থেকে Page numbering শুরু করা যায় না।

উত্তর ঃ ‘মি’

১৭। দুটি ডাটাবেসের মাঝে রিলেশন তৈরি করতে হলে ডাটাবেস দুটি অবিকল এক রকম হতে হবে ।

উত্তর ঃ ‘স’

১৮। পৃষ্ঠায় বর্ডার দেয়ার কমান্ড Format > Border and shading… > Page border > Border style.

উত্তর ঃ ‘স’

১৯। MS-Word এর ডকুমেন্টের কোন শব্দ সহজে খুঁজে বের করা যায় না ।

উত্তর ঃ ‘মি’

২০। হরিজেন্টাল রুলের সাহায্যে Hanging Envent করা যায় না।

উত্তর ঃ ‘মি’

 

—->সঠিক উত্তরটি টিক (√) চিহৃ দাও ঃ

২১। Windows XP হল একটি-

(ক) Word processor

(খ) Data base software

(গ) Operating system (√)

২২। MS Access -এ Data সংরক্ষিত থাকে-

(ক) Query ফাইলে      (খ) ফর্ম-এ        (গ) টেবিলে (√)

২৩। Data base তৈরির জন্য ব্যবহৃত হয়-

(ক) Microsoft Excel

(খ) Microsoft Access (√)

(গ) Microsoft Powerpoint

(ঘ) Microsoft Word

২৪। MS-Word -এ Ctrl+ End command  টি কার্সরকে নিয়ে যায়-

(ক) Line এর শেষে

(খ) Document এর শেষে (√)

(গ) Document এর প্রথমে

২৫। Microsoft Powerpoint হল এক ধরনের-

(ক) Data base software

(খ) Spread sheet program

(গ) Presentation design software (√)

২৬। MS-Word -এ Ctrl+ P command  টি ব্যবহৃত হয়

(ক) কোন Document open করার জন্য

(খ) কোন Document print করার জন্য (√)

(গ) কোন Document -এ password দেয়ার জন্য

২৭। MS-Word -এ Ctrl+ Z command  টি ব্যবহৃত হয়

(ক) Undo -এর জন্য (√)

(খ) Redo -এর জন্য

(গ) Go to -এর জন্য

২৮। MS Excel -এ DSUM( ) Function টির Parameter হল-

(ক) ২টি          (খ) ৪টি          (গ) ৩টি (√)

২৯। Esc বাটন ব্যবহৃত হয়-

(ক) Copy করার জন্য

(খ) Dialogue box cancel করার জন্য (√)

(গ) Program close করার জন্য

৩০। MS-Word -এ কোন লেখাকে Center করার সংক্ষিপ্ত Command হল-

(ক) C+n+C      (খ) C+n+E       (গ) C+n+B

৩১। MS-Word -এ Ctrl+ D command  টি প্রয়োগ করলে-

(ক) Save dialogue box আসে

(খ) Print dialogue box আসে

(গ) Font dialogue box আসে (√)

৩২। MS Excel -এ MOD( ) Function টি ব্যবহৃতহয়-

(ক) ভাগফল জানার জন্য

(খ) ভাগশেষ জানার জন্য (√)

(গ) গুণ করার জন্য

৩৩। MS-Access-G Query file তৈরি হয়-

(ক) কোন From এর উপর

(খ) কোন Table এর উপর (√)

(গ) কোন Report file এর উপর

৩৪। MS-Access এর Print file কে বলা হয়-

(ক) From    (খ) Report file    (গ) Query file

৩৫। কম্পিউটারের Boot order নির্ধারণ করা হয়-

(ক) FAT থেকে

(খ) BIOS থেকে file

(গ) Control panel থেকে

 

—->সাঠক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর ঃ

৩৬। Copy করার সংক্ষিপ্ত Command হল____

উত্তর ঃ Ctrl+C

৩৭। IF( ) Funtion এর Parameter ____ টি।

উত্তর ঃ 3( Condition, True, False)

৩৮। MD Command টি ব্যবহৃত হল ____তৈরি করতে।

উত্তর ঃ Folder

৩৯। Caps lock ON  থাকলে লেখা ____ case এর হয়।

উত্তর ঃ Upper

৪০। কোন লেখা Select করা অবস্থায় Space bar- এ চাপ পড়লে____ হয়।

উত্তর ঃ Delete

 

—->Answer the following questions in short :

৪১। Who are you?

Ans. I am Jamal.

৪২। Where do you live?

Ans. I live in a town.

৪৩। How old are you?

Ans. I am twenty-five years old.

৪৪। What is your favourite food?

Ans. Meat/Beef is my favourite food.

৪৫। What do you do after training?

Ans. I work in a factory after training.

 

—->Choose and fill in the gaps with the correct word/words :

৪৬। We stayed in ____ hotel near the city center.

(1) the               (2) a                (3)an

Ans. (2) a He is a ____ citizen.

৪৭। He is a ____ citizen.

(1) English       (2) British        (3) England

Ans. (2) British

৪৮। Do you get up early ____ the morning?

(1) in                (2) during            (3) last

Ans. (1) in

৪৯। I can’t____ tennis very well.

(1) to play       (2) play               (3) playing

Ans. (2) play

৫০। She begins class ____ nine in the evening.

(1) in                (2) at                 (3) on

Ans. (2) at

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৪ (জানুয়ারি- জুন) প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (৩ মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৪

এপ্রিল-জুন/জানুয়ারি-  জুন ২০১৪

[পরিক্ষার তারিখ ঃ ২০/ ০৬/ ২০১৪]

 

  • সঠিক উত্তরটি লেখ 

১। নিচের কোনটি CPU এর অংশ নয় ?

() ALU                () MU

() ROM               () CU

উত্তর ঃ () ROM

২। RAM একটি

() সেকেন্ডারি মেমরি                   () স্থায়ী মেমরি          

() অস্থায়ী মেমরি                 () ফ্লাশ  মেমরি         

উত্তর ঃ (গ) অস্থায়ী মেমরি

৩। Copy-Gi কী বোর্ড কমান্ড কোনটি ?

() Ctrl + C                    () Ctrl + P

() Ctrl + X                     () Ctrl + K

উত্তর ঃ () Ctrl + C     

৪। Undo– এর কী বোর্ড কমান্ড কোনটি ?

() Ctrl + Z           () Ctrl + V

() Ctrl + C           () Ctrl + P

উত্তর ঃ () Ctrl + Z

৫। কোনটি Data base প্রোগ্রাম ?

() Word perfect () MS-Excel

() MS-Word                 () MS-Access     

উত্তর ঃ () MS-Access 

৬। MS-Word-এর বানান শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয় –

() Spell checker  (L)Thesaurus

() Edit                           () Grammer       

উত্তর ঃ () Spell checker

৭। Print Preview কোন  Menu এর ভেতরে থাকে ?

() File                 () Edit

() View               () Tools

উত্তর ঃ () File

৮। Mail merge-থাকে

() Table-          () Format-

() Tools-                     () Window-     

উত্তর ঃ () Tools-     

৯। (111001)2র Hexa-Decimal- প্রকাশ

() E1                  () 39

() 3B                  () 93

উত্তর ঃ () 39

১০। বাংলাদেশে কোন সালে প্রথম কম্পিউটার আসে ?

() ১৯৪৪            () ১৯৬৪

() ১৯৫১            () ১৯৭১

উত্তর ঃ () ১৯৬৪                        

  • বাক্যটি সত্য হলে “স এবং মিথ্যা হলে “মি লেখঃ

১১। কম্পিউটারের প্রক্রিয়াকরণ অংশ হচ্ছে মাদারবোর্ড।

উত্তর ঃ ‘মি ’

১২। MS-Excel হচ্ছে একটি spread sheet analysis program ।

উত্তর ঃ ‘স’

১৩। (1001)2 সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে 11 হয়।

উত্তর ঃ ‘মি’

১৪। Computer-এর  virus একটি জীবাণু

উত্তর ঃ মি’

১৫। Folder-এর ভিতর  Fileও Folder উভয়ই থাকতে পারে।

উত্তর ঃ ‘স’

১৬। MS Word হল ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ

উত্তর ঃ ‘স’

১৭। Hard Disk একটি  processing ডিভাইস।

উত্তর ঃ ‘মি’

১৮। ইঙ্কজেট প্রিন্টার একটি নন-ইম্প্যাক্ট প্রিন্টার।

উত্তর ঃ ‘স’

১৯। Windows 7 একটি Application software।

উত্তর ঃ ‘মি’

২০। Pen drive-কে ফ্ল্যাশ মেমরি বলা হয়।

উত্তর ঃ ‘স’

  • সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ

২১। স্ক্যানার একটি ………. ডিভাইস।

উত্তর ঃ INPUT

২২। নাম্বার সিস্টেম ……… প্রকার।

উত্তর ঃ 4 (চার)

২৩। এক গিগাবাইট = ………. মেগাবাইট।

উত্তর ঃ 1024

২৪। Legal size কাগজের পরিমাপ হচ্ছে  ……….  ।

উত্তর ঃ 8 ইঞ্চি x 14 ইঞ্চি / দৈর্ঘ্য 14 ইঞ্চি এবং প্রস্থ ৪ ইঞ্চি

২৫। (13)10সংখ্যাটি বাইনারিতে রুপান্তর করলে  …….. হবে।

উত্তর ঃ (1101)2

২৬। একই চিঠি বিভিন্ন ঠিকানায় প্রেরণের জন্য ……… ব্যবহৃত হয়।

উত্তর ঃ Mail Merge

২৭। WWW-এর পূর্ণনাম ………. ।

উত্তর ঃ World Wide Web

২৮। Microsoft Powerpoint একটি…….. ।

উত্তর ঃ Presentation সফ্‌টওয়্যার

২৯। Recycle Bin ফোল্ডারে …….. ফাইল জমা থাকে ।

উত্তর ঃ Delete কৃত

৩০। সিডি রম একটি …….. ডিভাইস ।

উত্তর ঃ Storage

  • অতি সংক্ষেপে উত্তর দাও 

৩১। Bit কী ?

উত্তর ঃ বিট : বাইনারি নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০(শূন্য) এবং ১(এক) কে বিট বলে ।

৩২। Operating system বলতে কী বোঝায় ?

উত্তর ঃ অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে ।

৩৩। OMR কী ?

উত্তর ঃ OMR-র পূর্ণরূপ হলো Optical Mark Reader.

৩৪।  এম এস এক্সেল কী ?

উত্তর ঃ এম এস এক্সেল হচ্ছে স্পেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম ।

৩৫। চারটি Input Device এর নাম লেখ ?

উত্তর ঃ (i) Key board (ii) Mouse (iii) Scanner (iv) Joystick

৩৬। BIOS কী ?

উত্তর ঃ Basic Input Output System

৩৭।  Anti-Virus সফ্‌টওয়্যারের কাজ কী ?

উত্তর ঃ Anti-Virus হল কম্পিউটরের ভাইরাস প্রতিষেধক। কম্পিউটরের প্রোগ্রামসমূহকে ভাইরাস মুক্ত করার জন্য এবং ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উপযোগী পরিবেশ সৃষ্টি করাই এর কাজ । বর্তমানে এ জাতীয় অনেক প্রোগ্রাম পাওয়া যায় ।

৩৮। Data base বলতে কী বোঝায় ?

উত্তর ঃ শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেস । অথবা,ডাটা বেস বলতে তথ্যের সমাবেশ বা ভাণ্ডারকে বুঝায়।পরস্পর সম্পর্কযুক্ত তথ্যকে বলা হয়।

৩৯। Email অ্যাড্রেসের গঠন লিখ।

উত্তর ঃ ই-মেইল অ্যাড্রেস একটি ইউনিক অ্যাড্রেস।অর্থাৎ এক নামে শুধু একটি মাএ ই-মেইল অ্যাড্রেস থাকে। ই-মেইল অ্যাড্রেস ইংরেজি ছোট হাতের অক্ষরে লিখতে হয় । ই-মেইল অ্যাড্রেস সাধারণ গঠন হলো:<Userid> @ Domain name>. । প্রতিটি ই-মেইল অ্যাড্রেসের দুইটি অংশ থাকে । অংশ দুইটির মাঝে সেপারেটর হিসাবে একটি@ (cat sign) ব্যবহৃত হয়।

৪০। Pen drive কে I/O ডিভাইস বলা হয় কেন?

উত্তর ঃ পেন ড্রাইভ কম্পিউটারের একটি সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করা হয়। এর সাহোয্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়,বিধায় এই সহায়ক মেমোরি একই সাথে ইনপুট ও আউটপুট কাজ করে। এ কারণে Pen drive কে I/O ডিভাইস বলা।

Translate into English:

৪১।সূর্য পূর্ব দিকে উঠে?

উত্তর ঃ The sun rises in the east.

৪২। তোমার মাতার নাম কী ?

উত্তর ঃ What is your mother’s name ?

৪৩। আমার আব্বা একজন গবির লোক।

উত্তর ঃ My father is a poor man.

৪৪। তোমার নাম কী ?

উত্তর ঃ What is your name ?

৪৫। ঢাকা বাংলাদেশের রাজধানী ।

উত্তর ঃ Dhaka is the capital of Bangladesh.

  • Fill in the blanks :

৪৬। He is …… honest man.

উত্তর ঃ an

৪৭। Bangladesh become independent in …….

উত্তর ঃ 1971

৪৮। You……. do it easily.

উত্তর ঃ can

৪৯। Swimming …… a good exercise.

উত্তর ঃ is

৫০। The ….. play football.

উত্তর ঃ boys

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৭ (জানুয়ারি-মার্চ)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ( তিন মাস ) মেয়াদি

 (জানুয়ারি-মার্চ) পরীক্ষা-২০১৭

 পরীক্ষার তারিখঃ৩১/০৩/২০১৭ইং

 

*** অতি সংক্ষেপে উত্তর দাও 

১। ফাইল সেভ করলে কী ঘটে?

উত্তরঃ ফাইল সেভ করলে একটি নির্দিষ্ট নামে কোনো একটি ডকুমেন্টকে সংরক্ষণ করা যায়।

২। Computer Virus- এর  কাজ কী?

উত্তরঃ কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রামকে ধ্বংস করে দেয়া। ভাইরাস আক্রান্ত হলে কম্পিউটারে বিভিন্ন সমস্যা দেখা দেয়।

৩। Work book ও Work sheet কী?

উত্তরঃ মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশিট এর বিভিন্ন তথ্য সন্নিবেশিত  করে তা বিশ্লেষণ বা পরিগণনা করা হয়। কাজ করার পর ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো নামে ডিস্ক সংরক্ষণ করা যায়। সংরক্ষিত স্প্রেডশিটকে ফাইল বা ওয়ার্কবুক বলা হয়।

সুবিশাল শিটের যে অংশে কাজ করা হয়, তাকে  ওয়ার্কশিট বলে। ওয়ার্কশিটে মূলত বিভিন্ন ধরনের গাণিতিক কার্যাবলি সম্পাদন করা হয়।

৪। দুটি স্প্রেড (Spread) শিট সফ্‌টওয়্যারের নাম লেখ।

উত্তরঃ উল্লেখযোগ্য কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছেঃ

ক. মাইক্রোসফট এক্সেল                 খ.লোটাস-১-২-৩

গ.কোয়াট্রো প্রো                           ঘ.সুপারক্যাল্ক

ঙ.সরকিম                                  চ.মাল্টিপ্ল্যান।

৫। Database application কী?

উত্তরঃ মাইক্রোসফট অ্যাক্সেস (Microsoft Access) একটি ডাটাবেস সফ্‌টওয়্যার । এই সফ্‌টওয়্যার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন টেবিল তৈরি করে ডাটা এন্ট্রির জন্য সহজবোধ্য ও আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা যায়।

৬। File ও রেকর্ডের মাঝে পার্থক্য কী?

উত্তরঃ ডাটা টেবিলের ফিল্ডসমূহের অধীনে যেসব তথ্যাবলি সারি বা সারিসমূহে এন্ট্রি করা হয়, উক্ত প্রতিটি সারির তথ্যাবলির সমষ্টি হলো রেকর্ড। অপরদিকে, ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের আধার।

৭। কোনো লেখাকে বড় করার কী-বোর্ড কমান্ড কী?

উত্তরঃ Ctrl + }

৮। টেবিল মার্জ করা বলতে কী বুঝায়?

উত্তরঃ দুটো টেবিলকে একত্রিত করাকে টেবিল মার্জ করা বলে।

৯। পয়েন্টার প্রথম সেলে আনার নিয়ম কী?

উত্তরঃ পয়েন্টার প্রথম সেলে আনতে হলে পয়েন্টারকে প্রথম সেলে রেখে মাউসের লেফট বাটন-এ ক্লিক করতে হবে।

১০। ডাটাবেসের রেকর্ড মুছে ফেলা যায় কীভাবে?

উত্তরঃ যে রেকর্ডটি মুছার দরকার সেই রেকর্ডটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, তবে একটি লিস্ট আসবে, সেখান থেকে Delete অপশন-এ ক্লিক করতে হবে। এরপর একটি ডায়ালগ বক্স আসবে। ডায়ালগ বক্স থেকে yes বাটনে প্রেস করলেই রেকর্ডটি Delete হয়ে যাবে।

১১। ENIAC- এর পূর্ণরূপ কী?

উত্তরঃ Electrical Numerical Integrator and Calculator.

১২। Page setup কাকে বলে?

উত্তরঃ এমএস অফিস এর কোনো প্রোগ্রামে কোনো ডকুমেন্ট তৈরি করার পর সেটা প্রিন্ট দিতে হলে, কোন আকারের পৃষ্ঠা ব্যবহার হবে , পৃষ্ঠার মার্জিন কতটুকু হবে- এসব কিছুকে একত্রে পেজ সেট আপ বলা হয়।

১৩। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন?

উত্তরঃ ডিফারেল ইঞ্জিন তৈরি করার মাধ্যমে চার্লস ব্যাবেজ কম্পিউটার তৈরির সুস্পষ্ট ধারণা দেন, তাই তাকে কম্পিউটারের জনক বলা হয়।

*** সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর 

১৪। প্রিন্ট করার ‘কী’-বোর্ড কমান্ড …..। উত্তরঃ Ctrl + P

১৫। MS Office হচ্ছে অনেকগুলো ….. এর সমষ্টি। উত্তরঃ ফাইল

১৬। ROM – এর পূর্ণরূপ হচ্ছে ….. উত্তরঃ Read Only Memory.

১৭। Mozila firefox হলো এক ধরনের ….. । উত্তরঃ ব্রাউজার

১৮। কম্পিউটারের জনক বলা হয় ….. কে। উত্তরঃ চার্লস ব্যাবেজ

১৯। ওয়ার্কবুক হলো অনেকগুলো ….. এর সমষ্টি। উত্তরঃ ওয়ার্কশিট

২০। MS Access- এ ….. তৈরি করা যায়। উত্তরঃ ডাটাবেস ফাইল

২১। WWW.bteb.gov.bd  হলো ….. এর ওয়েব অ্যাড্রেস।

উত্তরঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

২২। ডাটা Sorting করা যায় ….. ভাবে। উত্তরঃ দুই (২)

২৩।  Microsoft Excel  মূলত একটি ….. Software ।

উত্তরঃ স্প্রেডশিট

২৪। File save  করার ‘কী-বোর্ড’ কমান্ড …..। উত্তরঃ Ctrl + S

২৫। লেজার প্রিন্টার একটি ….. ডিভাইস।  উত্তরঃ আউটপুট

২৬। টেক্সট বক্সে ….. লেখা যায়। উত্তরঃ অক্ষর

*** সত্য হলে  এবং মিথ্যা হলে মি লেখ 

২৭। Binary  সংখ্যা পদ্ধতির মৌলিক অঙ্ক ১০টি। উত্তরঃ ‘মি’

২৮। CD ROM- এ CD Write করা যায় না। উত্তরঃ ‘স’

২৯। MS Word একটি Word processing software| উত্তরঃ ‘স’

৩০। মনিটর একটি আউটপুট ডিভাইস। উত্তরঃ ‘স’

৩১। Power point একটি Presentation software| উত্তরঃ ‘স’

৩২। MS Excel- এ  গড় বের করার সূত্র হচ্ছে =Average (Cell Number : Cell Number) ।

উত্তরঃ ‘স’

৩৩। Access দিয়ে নতুন ডাটাবেস প্রোগ্রাম তৈরি করা যায়। উত্তরঃ ‘স’

৩৪। Internet অর্থ International Network । উত্তরঃ ‘মি’

৩৫। Mail পাঠাতে হলে Sign up করতে হয় । উত্তরঃ ‘মি’

৩৬। 1000 Megabyte = 1 Gigabyte| উত্তরঃ ‘মি’

৩৭। ব্যাপক কোনো তথ্য থেকে বিশেষ কোনো রেকর্ডকে খুঁজে বের করাকে ক্যুয়েরিং বলে। উত্তরঃ ‘স’

৩৮। Exit কমান্ড File মেনুতে থাকে। উত্তরঃ ‘স’

*** সঠিক উত্তরটি লিখ 

৩৯। অ্যাবাকাস কী ধরনের যন্ত্র?

(ক) নুড়ি ও পাথরের তৈরি গণনাকারী যন্ত্র

(খ) কাঠের তৈরি গণনাকারী যন্ত্র

(গ) পাথরের তৈরি গণনাকারী যন্ত্র

(ঘ) লোহার তৈরি গণনাকারী যন্ত্র

উত্তরঃ (খ) কাঠের তৈরি গণনাকারী যন্ত্র

৪০। কত বিট সমান এক বাইট?

(ক) ৮ বিট সমান ১ বাইট

(খ) ১৬ বিট সমান ১ বাইট

(গ) ৩২ বিট সমান ১ বাইট

(ঘ) ৬৪ বিট সমান ১ বাইট

উত্তরঃ (ক) ৮ বিট সমান ১ বাইট

৪১। A4 সাইজ কাগজের পরিমাপ কোনটি?

(ক) 8.26 ইঞ্চি  x 11.69 ইঞ্চি      (খ) 8.37 ইঞ্চি  x 12.69 ইঞ্চি

(গ) 8.29 ইঞ্চি  x 10.69 ইঞ্চি       (ঘ) 8.27 ইঞ্চি  x 11.69 ইঞ্চি

উত্তরঃ (ঘ) 8.27 ইঞ্চি  x 11.69 ইঞ্চি

৪২। পেন ড্রাইভ হলো একটি –

(ক) ইনপুট                                               (খ) আউটপুট

(গ)  ইনপুট- আউটপুট                                 (ঘ) কোনোটিই নয়

উত্তরঃ  (গ)  ইনপুট- আউটপুট

৪৩। ওয়ার্কশিটকে কীসের সাথে তুলনা করা যায়?

(ক) এক টুকরো বড় কাঠের সাথে

(খ) এক টুকরো বড় লোহার সাথে

(গ) এক টুকরো বড় কাগজের সাথে

(ঘ) এক টুকরো বড় প্লাস্টিকের সাথে

উত্তরঃ (গ) এক টুকরো বড় কাগজের সাথে

৪৪। ডাটাবেস টেবিলে নির্ধারণ করা যায়-

(ক) Relation  সৃষ্টির জন্য                 (খ) Table তৈরির জন্য

(গ) Design করার জন্য                  (ঘ) Table import করার জন্য

উত্তরঃ (ক) Relation  সৃষ্টির জন্য

৪৫। HTTP- এর পূর্ণরূপ কোনটি?

(ক) Higher Text Technology Problem

(খ) Hyper Text Transfer Protocol

(গ)  Hot Text Transfer Problem

(ঘ)  Haker Text Transfer Permission

উত্তরঃ (খ) Hyper Text Transfer Protocol

৪৬। = ABS (1.258) মান কত?

(ক)  = 1.23

(খ)  = 1.24

(গ)  =1.258

(ঘ)  = 1.26

উত্তরঃ (ক)  = 1.23

৪৭। ম্যাক্রো মুছার কমান্ড কী?

(ক) Erase                    (খ) Select

(গ) Delete                   (N)Move

উত্তরঃ  (গ) Delete

৪৮। Lock- এর ‘কী’-বোর্ড কমান্ড হলো –

(ক) Ctrl + K                        (খ) Alt + K

(গ) Ctrl + alt + K                (ঘ) Ctrl + L

উত্তরঃ (ঘ) Ctrl + L

৪৯। ই-মেইল  ঠিকানায় @- এর আগে কী থাকে?

(ক) ব্যবহারকারীর দেশের নাম

(খ) ব্যবহারকারীর ঠিকানা

(গ) ব্যবহারকারীর নাম

(ঘ) ব্যবহারকারীর ডিভাইসের নাম

উত্তরঃ (গ) ব্যবহারকারীর নাম

৫০। Record কী?

(ক) পরস্পর সম্পর্কযুক্ত কিছু ফিল্ডের সমাহার

(খ) কিছু ফাইলের সমাহার

(গ) কিছু রেকর্ডের সমাহার

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) পরস্পর সম্পর্কযুক্ত কিছু ফিল্ডের সমাহার

*** Answer the following questions in Englisht

৫১। What is your father or mother ?

উত্তরঃ My father is a farmer.

My mother is a housewife.

৫২। Where were you born?

উত্তরঃ I was born in Mirzapur, Tangail.

৫৩। What is the capital of Bangladesh?

উত্তরঃ Dhaka is the capital of Bangladesh.

৫৪। Where do you live?

উত্তরঃ I live at Mirpur in Dhaka.

৫৫। How old are you?

উত্তরঃ I am eighteen years old.

*** Choose and fill in the gaps with the correct word/words:

৫৬। I want to ….. a job.

(i) do           (ii) did            (iii) done

উত্তরঃ (i) do

৫৭। Put the book ….. the table.

(i) in            (ii) on             (iii) at

উত্তরঃ (ii) on

৫৮। We can print a document by using …..

(i) a television            (ii) a printer              (iii) a drill machine

উত্তরঃ  (ii) a printer

*** Translate into Englisht

৫৯। সূর্য পূর্ব দিকে উঠে ।

উত্তরঃ The sun rises in the east.

৬০। আমরা বাংলাদেশে বাস করি।

উত্তরঃ We live in Bangladesh.

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৬ (জানুয়ারি-মার্চ)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

 বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (তিন মাস) মেয়াদি (জানুয়ারি-মার্চ)  পরীক্ষা-২০১৬

 পরীক্ষার তারিখঃ০১/০৪/২০১৬

 

—–>অতি সংক্ষেপে উত্তর দাও ঃ

১। নতুন File খোলার জন্য কী Command ব্যবহার করা হয়?

উত্তর ঃ Ctrl + N

২। লুকানো column খুঁজে বের করতে কী ব্যবহার করা হয়?

উত্তর ঃ Select all column→ Home→ Format→ Visibility→ Hides,Unhide→ Unhide Columns.

Or, Column বা  Column-গুলোর বামে ও ডানের Column Select করতে হবে।

  • Format মেনুর Column অপশনের Unhide ক্লিক করতে হবে।

3|Excel Program চালু করলে কয়টি শিট চালু হয়?

উত্তর ঃ ৩টি

৪। কতকগুলো Interconnected field মিলে কী তৈরি হয়?

উত্তর ঃ Record

৫। দুটি ব্রাউজারের নাম লেখ।

উত্তর ঃ (1)Mozilla Firefox

(2)Opera

6|Email অ্যাড্রেস এর সাধারণ গঠন লেখ।

উত্তর ঃ <Userid>@<Domain>.com.

৭। Database Program এ From তৈরি করা হয় কেন?

উত্তর ঃ সুন্দর ও আর্কষণীয়ভাবে ডিজাইনের মাধ্যমে এক বা একাধিক টেবিল ডাটা Supply বা Collection করার জন্য From তৈরি করা হয়।

৮। Excel Program এ কোন নির্দিষ্ট অংশ প্রকাশের জন্য ব্যবহার হয়?

উত্তর ঃ Select Cell Range.

৯। Bijoy Keyboard এর Bangla To English বা English To Bangla করার শর্টকাট ‘কী’ কোনটি?

উত্তর ঃ Ctrl+Alt+B

১০। ভাইরাস কী?

উত্তর ঃ কম্পিউটার পরিভাষায় ভাইরাস শব্দের পূর্নরূপ- Vital Information Resoureces Under Seize, যার অর্থ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা যায়।

১১। MS Office Program এ Data Save করলে ___ তা জমা হয়।

উত্তর ঃ My Document এ

১২। Database এ প্রথম তৈরি করতে nq___|

উত্তর ঃ Table

১৩। Undo করা nq___ করার জন্য।

উত্তর ঃ বাতিল কাজ পুনরায় আনয়ন

১৪। একটি চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠাবার জন্য ব্যবহার করা nq___|

উত্তর ঃ Mail Merge

১৫। পেজ এর মার্জিন ঠিক Ki‡Z___ Option Select করতে হয়।

উত্তর ঃ Page Setup

১৬। স্ক্যানার একটি ___ ডিভাইস।

উত্তর ঃ ইনপুট

17|(a+b)2+2ab2+ab এই Format টি wjL‡Z___ এর সাহায্যে নিতে হয়।

উত্তর ঃ Superscript

১৮। Excel Program এ File Save করলে File Name এর mv‡____ যুক্ত হয়।

উত্তর t.Xls

১৯। Text allignment ___ প্রকার।

উত্তর ঃ ৪(চার)

২০। Cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে PvB‡j___ করতে হয়।

উত্তর ঃ Split cells

 

—–>বাক্যটি সত্য হলে‘স’ মিথ্যা হলে‘মি’ লেখ ঃ

 

২১। Windows এর Under এ MS Office Program পরিচালিত হয়।

উত্তর ঃ‘স’

২২। মনিটর হল মেমরি ডিভাইস।

উত্তর ঃ ‘মি’

২৩। Move করার জন্য MS Word এ Command হল Cut Paste|

উত্তর ঃ ‘স’

২৪। সিরিজ Data Excel Program (a1:a15) যোগের জন্য এ = নিয়ম অনসিরণ করা হয়।

উত্তর ঃ‘স’

 

২৫। Level Box ও Text Box এর কাজে কোন পার্থক্য নাই।

উত্তর ঃ ‘মি’

২৬। MS Word এ Ling Spacing এর জন্য Paragraph Option ব্যবহার করা হয়।

উত্তর ঃ ‘স’

২৭। দুটি TableG একটি Field একই থাকলে Relationship করা যায়।

উত্তর ঃ ‘স’

২৮। Report এর কাজ হল File কে প্রদর্শন করা

উত্তর ঃ‘মি’

২৯। Close করলে Program বন্ধ হয়, আর Exit করলে Fill বন্ধ হয়।

উত্তর ঃ ‘স’

৩০। Image MS Word বা MS Excel এ Add করা যায়।

উত্তর ঃ ‘স’

 

—–>সঠিক উত্তরটি টিক(√)চিহৃ দাও।

৩১। Windows হলো একপ্রকার-

(ক) Program

(খ) Operating System Program (√)

(গ) Appication Program

(ঘ) কোনটিই নয়

৩২। MICR একটি

(ক) ইনপুট (√)                   (খ)আউটপুট

(গ) ইনপুট ও আউটপুট       (ঘ) মেমরি ডিভাইস

৩৩। মাউস একপ্রকার-

(ক) Input Device        (খ) Output Device

(গ) Memory Device   (ঘ) Pointer (√)

৩৪। Word এ Copy Past করতে শর্টকাট কী-

(ক) Ctrl+C                      (খ) Ctrl+V

(গ) উভয়টি (√)                 (ঘ) কোনটিই নয়

৩৫। Open Command কোন Menu তে থাকে?

(ক) Edit Menu           (খ) View Menu

(গ) File Menu (√)     (ঘ) কোনটিই নয়

৩৬। দুই Cell†hv‡Mi নিয়ম (Excel Program)-

(ক) = A1+A2 (√)       (খ) A1+A2

(গ) A1:A2               (ঘ) সবকটি

৩৭। Excel Program এ সাধারণত সারি উচ্চতা থাকে-

(ক) 18.75                (খ) 15.75

(গ) 8.75                   (ঘ) 12.75 (√)

৩৮। Microsoft Access হলো-

(ক) স্প্রেডশিট Program          (খ) Language Program

(গ) Database Program (√)  (ঘ) ক ও খ উভয়টি

৩৯। এমএস ওয়ার্ড হল-

(ক) ডাটা প্রসেসর              (খ) মেইল মার্জিং প্যাকেজ

(গ) ওয়ার্ড প্রসেসর (√)       (ঘ) স্প্রেডশিট

৪০। Relatonship কয় প্রকার?

(ক) ৩ প্রকার                (খ) ২ প্রকার

(গ) কোন প্রকারভেদ নেই  (ঘ) কোনটিই নয় (√)

 

—–>Translate into English:

৪১। পৃথীবী সূর্যের চারদিকে ঘোরে।

উত্তর ঃ The earth moves round the sun.

৪২। আমার বাবা একজন দক্ষ কারিগর।

উত্তর ঃ My father is a skilled/expert  technician.

৪৩। ছাত্রদের প্রতিদিন ক্লাস করা উচিত।

উত্তর ঃ Students shoud attend the class everyday.

৪৪। বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ।

উত্তর ঃ Bangladesh is a country of middle income.

 

—–>Choose and fill in the gaps with the correct word/words:

৪৫। To be healthy ,we must eat___.

(1) good food    (2) rich food   (3) balance diet

উত্তর ঃ (3) balance diet

৪৬। Move___ you will die.

(1) and               (2) but              (3) or

উত্তর ঃ (3) or

৪৭। That is ___ interesting book

(1) a                    (2) an               (3) the

উত্তর ঃ (2) an

Answer the following questions in short:

৪৮। Who is your best friend?

উত্তর ঃ Raju is my best friend.

৪৯। Where do you come from?

উত্তর ঃ I come from Kustia.

৫০। What do you do after training?

উত্তর ঃ I will find a suitable job after training.

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৬ (জানুয়ারি-মার্চ)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

 বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (তিন মাস) মেয়াদি (জানুয়ারি-মার্চ)  পরীক্ষা-২০১৬

 পরীক্ষার তারিখঃ০১/০৪/২০১৬

 

—–>অতি সংক্ষেপে উত্তর দাও ঃ

১। নতুন File খোলার জন্য কী Command ব্যবহার করা হয়?

উত্তর ঃ Ctrl + N

২। লুকানো column খুঁজে বের করতে কী ব্যবহার করা হয়?

উত্তর ঃ Select all column→ Home→ Format→ Visibility→ Hides,Unhide→ Unhide Columns.

Or, Column বা  Column-গুলোর বামে ও ডানের Column Select করতে হবে।

  • Format মেনুর Column অপশনের Unhide ক্লিক করতে হবে।

3|Excel Program চালু করলে কয়টি শিট চালু হয়?

উত্তর ঃ ৩টি

৪। কতকগুলো Interconnected field মিলে কী তৈরি হয়?

উত্তর ঃ Record

৫। দুটি ব্রাউজারের নাম লেখ।

উত্তর ঃ (1)Mozilla Firefox

(2)Opera

6|Email অ্যাড্রেস এর সাধারণ গঠন লেখ।

উত্তর ঃ <Userid>@<Domain>.com.

৭। Database Program এ From তৈরি করা হয় কেন?

উত্তর ঃ সুন্দর ও আর্কষণীয়ভাবে ডিজাইনের মাধ্যমে এক বা একাধিক টেবিল ডাটা Supply বা Collection করার জন্য From তৈরি করা হয়।

৮। Excel Program এ কোন নির্দিষ্ট অংশ প্রকাশের জন্য ব্যবহার হয়?

উত্তর ঃ Select Cell Range.

৯। Bijoy Keyboard এর Bangla To English বা English To Bangla করার শর্টকাট ‘কী’ কোনটি?

উত্তর ঃ Ctrl+Alt+B

১০। ভাইরাস কী?

উত্তর ঃ কম্পিউটার পরিভাষায় ভাইরাস শব্দের পূর্নরূপ- Vital Information Resoureces Under Seize, যার অর্থ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা যায়।

১১। MS Office Program এ Data Save করলে ___ তা জমা হয়।

উত্তর ঃ My Document এ

১২। Database এ প্রথম তৈরি করতে nq___|

উত্তর ঃ Table

১৩। Undo করা nq___ করার জন্য।

উত্তর ঃ বাতিল কাজ পুনরায় আনয়ন

১৪। একটি চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠাবার জন্য ব্যবহার করা nq___|

উত্তর ঃ Mail Merge

১৫। পেজ এর মার্জিন ঠিক Ki‡Z___ Option Select করতে হয়।

উত্তর ঃ Page Setup

১৬। স্ক্যানার একটি ___ ডিভাইস।

উত্তর ঃ ইনপুট

17|(a+b)2+2ab2+ab এই Format টি wjL‡Z___ এর সাহায্যে নিতে হয়।

উত্তর ঃ Superscript

১৮। Excel Program এ File Save করলে File Name এর mv‡____ যুক্ত হয়।

উত্তর t.Xls

১৯। Text allignment ___ প্রকার।

উত্তর ঃ ৪(চার)

২০। Cell কে কয়েকটি অংশে বিভক্ত করতে PvB‡j___ করতে হয়।

উত্তর ঃ Split cells

 

—–>বাক্যটি সত্য হলে‘স’ মিথ্যা হলে‘মি’ লেখ ঃ

 

২১। Windows এর Under এ MS Office Program পরিচালিত হয়।

উত্তর ঃ‘স’

২২। মনিটর হল মেমরি ডিভাইস।

উত্তর ঃ ‘মি’

২৩। Move করার জন্য MS Word এ Command হল Cut Paste|

উত্তর ঃ ‘স’

২৪। সিরিজ Data Excel Program (a1:a15) যোগের জন্য এ = নিয়ম অনসিরণ করা হয়।

উত্তর ঃ‘স’

 

২৫। Level Box ও Text Box এর কাজে কোন পার্থক্য নাই।

উত্তর ঃ ‘মি’

২৬। MS Word এ Ling Spacing এর জন্য Paragraph Option ব্যবহার করা হয়।

উত্তর ঃ ‘স’

২৭। দুটি TableG একটি Field একই থাকলে Relationship করা যায়।

উত্তর ঃ ‘স’

২৮। Report এর কাজ হল File কে প্রদর্শন করা

উত্তর ঃ‘মি’

২৯। Close করলে Program বন্ধ হয়, আর Exit করলে Fill বন্ধ হয়।

উত্তর ঃ ‘স’

৩০। Image MS Word বা MS Excel এ Add করা যায়।

উত্তর ঃ ‘স’

 

—–>সঠিক উত্তরটি টিক(√)চিহৃ দাও।

৩১। Windows হলো একপ্রকার-

(ক) Program

(খ) Operating System Program (√)

(গ) Appication Program

(ঘ) কোনটিই নয়

৩২। MICR একটি

(ক) ইনপুট (√)                   (খ)আউটপুট

(গ) ইনপুট ও আউটপুট       (ঘ) মেমরি ডিভাইস

৩৩। মাউস একপ্রকার-

(ক) Input Device        (খ) Output Device

(গ) Memory Device   (ঘ) Pointer (√)

৩৪। Word এ Copy Past করতে শর্টকাট কী-

(ক) Ctrl+C                      (খ) Ctrl+V

(গ) উভয়টি (√)                 (ঘ) কোনটিই নয়

৩৫। Open Command কোন Menu তে থাকে?

(ক) Edit Menu           (খ) View Menu

(গ) File Menu (√)     (ঘ) কোনটিই নয়

৩৬। দুই Cell†hv‡Mi নিয়ম (Excel Program)-

(ক) = A1+A2 (√)       (খ) A1+A2

(গ) A1:A2               (ঘ) সবকটি

৩৭। Excel Program এ সাধারণত সারি উচ্চতা থাকে-

(ক) 18.75                (খ) 15.75

(গ) 8.75                   (ঘ) 12.75 (√)

৩৮। Microsoft Access হলো-

(ক) স্প্রেডশিট Program          (খ) Language Program

(গ) Database Program (√)  (ঘ) ক ও খ উভয়টি

৩৯। এমএস ওয়ার্ড হল-

(ক) ডাটা প্রসেসর              (খ) মেইল মার্জিং প্যাকেজ

(গ) ওয়ার্ড প্রসেসর (√)       (ঘ) স্প্রেডশিট

৪০। Relatonship কয় প্রকার?

(ক) ৩ প্রকার                (খ) ২ প্রকার

(গ) কোন প্রকারভেদ নেই  (ঘ) কোনটিই নয় (√)

 

—–>Translate into English:

৪১। পৃথীবী সূর্যের চারদিকে ঘোরে।

উত্তর ঃ The earth moves round the sun.

৪২। আমার বাবা একজন দক্ষ কারিগর।

উত্তর ঃ My father is a skilled/expert  technician.

৪৩। ছাত্রদের প্রতিদিন ক্লাস করা উচিত।

উত্তর ঃ Students shoud attend the class everyday.

৪৪। বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ।

উত্তর ঃ Bangladesh is a country of middle income.

 

—–>Choose and fill in the gaps with the correct word/words:

৪৫। To be healthy ,we must eat___.

(1) good food    (2) rich food   (3) balance diet

উত্তর ঃ (3) balance diet

৪৬। Move___ you will die.

(1) and               (2) but              (3) or

উত্তর ঃ (3) or

৪৭। That is ___ interesting book

(1) a                    (2) an               (3) the

উত্তর ঃ (2) an

Answer the following questions in short:

৪৮। Who is your best friend?

উত্তর ঃ Raju is my best friend.

৪৯। Where do you come from?

উত্তর ঃ I come from Kustia.

৫০। What do you do after training?

উত্তর ঃ I will find a suitable job after training.

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৭ (জানুয়ারি-জুন)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা (৬ মাস ও ৩ মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৭

  জানুয়ারি-জুন ও এপ্রিল-জুন ২০১৭ সেশন

 পরীক্ষার তারিখঃ১৬/০৬/২০১৭ইং

 

*** অতি সংক্ষেপে উত্তর দাও 

১। Editing screen কী?

উত্তরঃ এডিটিং স্ক্রিন হলো স্ক্রীনে টেক্সট এডিট করার প্রক্রিয়া ।

২। Header কী?

উত্তরঃ প্রতিটি পৃষ্ঠার মার্জিনের উপরের অংশ ।

৩। Cell address কী?

উত্তরঃ সেল অ্যাড্রেস (Cell Address) ঃ ওয়ার্কশিট এর প্রতিটি ঘরকেই সেল (Cell) বলা হয় । সেলসমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় রো ও কলাম দ্বারা । অর্থাৎ রো ও কলাম দ্বারা কোনো  সেলকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলা হয় ।

4|Function কী?

উত্তরঃ কোনো বিশেষ হিসাব-নিকাশ সম্পাদনের জন্য, মান নির্ণয়ের জন্য স্প্রেডশিটগুলোতে পূর্বে থেকে নির্ধারিত ফর্মুলাকে ফাংশন বলে ।

৫। Slide sorter কেন ব্যবহৃত হয়?

উত্তরঃ  Slide sorter ব্যবহার করা হয় কারণ একাধিক ছবি বা চিত্র থাকলে সেগুলোকে অটোমেটিকভাবে একের পর এক প্রদর্শনের জন্য ।

৬। Animation কী?

উত্তরঃ অ্যানিমেশন হলো কোনো স্থির ছবি বা চিত্রকে সচল করা ।

৭। দুটি Database software- এর নাম লেখ ।

উত্তরঃ দুটি ডাটাবেস সফটওয়্যারের নাম হলো-

(i)   মাইক্রোসফট অ্যাক্সেস      (ii)    ফক্সপ্রো           (iii)  ডিবেস ।

৮। Word art কী?

উত্তরঃ Word art হলো এমএস ওয়ার্ডে ব্যবহৃত একটি  বিশেষ ইফেক্ট । এর মাধ্যমে ডকুমেন্টের টেক্সটকে ডেকোরেটিভ করে তোলা যায় ।

৯। Cell-এর  নামকরণ করতে হয় কেন?

উত্তরঃ সেল এর নামকরণ করতে হয় সেলকে সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য ।

১০। ICT- এর পূর্ণরূপ কী?

উত্তরঃ ICT এর পূর্ণরূপ হলো- Information and Communication Technology .

১১। Primary key বলতে কী বুঝায়?

উত্তরঃ প্রাইমারি-কী (Primary key) ঃ Primary key এমন একটি Key, যা এককভাবে শনাক্ত হবে । কোনো Table- এর কোনো Field-G Primary key set করলে Data Entry- এর সময় কোনো ফিল্ড ফাঁকা রেখে অন্য ফিল্ডে যাওয়া যাবে না এবং Field-G ডাবল কোনো কিছু লেখা যাবে না ।

১২। MS Excel -এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে কী বলে?

উত্তরঃ MS Excel -এ আয়তাকার অসংখ্য ঘরগুলোকে বলা হয় সেল (Cell) ।

১৩। দুটি অ্যান্টিভাইরাস Software- এর নাম লেখ।

উত্তরঃ দুটি অ্যান্টি ভাইরাস Software এর নাম হলো ঃ

  • Norton (ii) AVG  (iii) Kaspersky  (iv) Avira etc .

***   সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর 

১৪। PC- এর পূর্ণরূপ হলো …..। উত্তরঃ Personal computer

১৫। A4 সাইজের কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ….. ও ….. ইঞ্চি। উত্তরঃ ১১.৬৯ ও ৮.২৭

১৬। সাধারণ চিঠিপত্র লেখার জন্য ….. প্রোগ্রাম ব্যবহৃত হয়।

উত্তরঃ এম এস ওয়ার্ড

১৭। MS Excel কে ….. সফটওয়্যার বলে। উত্তরঃ স্প্রেডশিট

১৮। Paragraph- এর মাধ্যমে ….. পরিবর্তন করা যায়।

উত্তরঃ Line spacing

১৯। MS Excel – এর কলাম সংখ্যা …..টি। উত্তরঃ 16,384

২০। প্রত্যেক সুত্রের শুরুতে …..চিহ্ন দিতে হয়। উত্তরঃ সমান (=)

২১। MS Access একটি ….. সফটওয়্যার। উত্তরঃ ডাটাবেস

২২। Printer install না থাকলে …..করা যায় না । উত্তরঃ প্রিন্ট

২৩। Internet-এর অর্থ …..। উত্তরঃ বিস্তৃত জাল

২৪। E-mail- এর পূর্ণরূপ হলো …..। উত্তরঃ Electronic mail

২৫। Google একটি ….. । উত্তরঃ সার্চ ইঞ্জিন

২৬। MS Access-এ …..ধরনের ডাটা টাইপ করা যায়। উত্তরঃ দশ

*** সত্য হলে  এবং মিথ্যা হলে মি লেখ 

২৭। Unicode বাংলা সফটওয়্যারের নাম। উত্তরঃ ‘মি’

২৮। 1024 GB = 1 TB । উত্তরঃ ‘স’

২৯। Module-এর  কাজ নতুন Program তৈরি করা। উত্তরঃ ‘মি’

৩০। Report design উইন্ডোতে ব্যান্ড সংখ্যা ৩টি। উত্তরঃ ‘স’

৩১। বিজয় বাংলা প্রোগ্রাম চালু করতে Alt+Ctrl+B ‘কী’গুলো চাপতে হয়। উত্তরঃ ‘স’

৩২।যে-কোনো ডাটাকে দুভাবে Sort করা যায় । উত্তরঃ ‘স’

৩৩। Web page তৈরিতে Query ব্যবহৃত হয়। উত্তরঃ ‘মি’

৩৪। MS Access-এ  Grammar চেক করা যায় না । উত্তরঃ ‘মি’

৩৫। পিপিলিকা একটি বাংলা সার্চ ইঞ্জিন। উত্তরঃ ‘স’

৩৬। ম্যাক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা। উত্তরঃ ‘স’

৩৭। MS access একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। উত্তরঃ ‘মি’

৩৮। Nikosh BAN একটি বাংলা Font-এর নাম। উত্তরঃ ‘স’

*** সঠিক উত্তরটি লিখ 

৩৯। কোনটি অপারেটিং সিস্টেম?

ক.  Lunix                   L.CaIC

গ.  Avast                   N.Base

উঃ  Lunix

৪০। UCB- এর পূর্ণরূপ হলো-

ক.   Universal Single Bus                   খ. Universal Serial Bus

গ.  Uni-Signal Bus                             ঘ. Universe Single Bus

উঃ  Universal Serial Bus

৪১। WWW- এর পূর্ণরূপ কী?

ক.  Word wide web                খ. World word web

গ.  World wide web                ঘ. World web  wide

উঃ  World wide web

৪২। 1GB = কত কিলোবাইট (KB)?

ক.  1000 KB                খ.  1056 KB

গ.    1200 KB               ঘ.      1024 KB

উঃ  1024 KB

৪৩। প্রথম মাইক্রোপ্রসেসর 4004 আবিষ্কৃত হয়-

ক. ১৯৭১ সালে             খ. ১৯৭২ সালে

গ.  ১৯৭৩ সালে             ঘ.  ১৯৭৪ সালে

উঃ  ১৯৭১ সালে

৪৪। প্রিন্ট-এর ‘কী’-বোর্ড কমান্ড কোনটি?

ক.  Alt+P        খ. Win+P

গ.  Ctrl+P           ঘ.  Alt+Ctrl+P

উঃ  Ctrl+P

৪৫। =ABS (1.258) মান কত?

ক. =1.23        খ.   =1.258

গ.    =1            ঘ.  =1.2

উঃ =1.258

৪৬। Excel-এ একাধিক সেলকে একত্রিত করাকে বলে-

ক. Merge                             খ.  Add

গ. Join                                 ঘ.    Union

উঃ  Merge

৪৭। ছবি, টেক্সট ও গ্রাফের জন্য কোন Object ব্যবহৃত হয়?

ক.  Text                            খ.  Number

গ.  Hyperlink                     ঘ.     OLE

উঃ OLE

৪৮। ‘কী’-বোর্ডে কন্ট্রোল ‘কী’-এর সংখ্যা কত?

ক. ২ টি                            খ. ৩ টি

গ. ৪ টি                             ঘ. ৫ টি

উঃ ২ টি

৪৯।  কোনটি Logical function ?

ক. =Max()                            খ. =Sum()

গ.  =If()                               ঘ.   =ABS()

উঃ =If()

৫০। Page break-এর  ‘কী’-বোর্ড কমান্ড কী?

ক.  Ctrl+Delete                          খ. Ctrl+End

গ.  Ctrl+Enter                            ঘ.  Ctrl+Home

উঃ  Ctrl+Enter

*** Answer the following questions in Englisht

৫১। What is your grandfather’s name?

উত্তরঃ Mohammad Jamsed Shikder.

৫২। Where were you born?

উত্তরঃ I was born in Dhaka.

*** Translate into Englisht

৫৩। সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়।

উত্তরঃ The sun rises in the east and sets in the west.

৫৪। আমরা দেশকে ভালবাসি।

উত্তরঃ We love our country.

৫৫। আমার বাবা একজন গরিব কৃষক।

উত্তরঃ My father is a poor farmer.

৫৬। রহিম রোজ স্কুলে যায় এবং করিম ঘুমায়।

উত্তরঃ Rahim goes to school regularly but Karim sleeps.

৫৭। মুষলধারে বৃষ্টি পড়ছে।

উত্তরঃ It is raining cats and dogs.

*** Fill in the blanks using appropriate words:

৫৮। They ….. playing football.(is/am/are) উত্তরঃ are

৫৯। My mother is ….. honest woman.(a/an/the) উত্তরঃ an

৬০। Put ….. the lamp.(off/out) উত্তরঃ out

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৭ (জুলাই- ডিসেম্বর)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (৬ মাস ও ৩ মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৭

 জুলাই- ডিসেম্বর  ও অক্টোবর- ডিসেম্বর ২০১৭ সেশন

[পরিক্ষার তারিখ ঃ ০৫-০১-২০১৮]

 

  • অতি সংক্ষেপে উত্তর দাও ?

১। File ও Folder কী ?

উত্তর ঃ ফাইলঃ যখন কোন Document-কে কোন নাম দিয়ে সংরক্ষন করা হয়, তখন তাকে বলে।

ফোল্ডারঃ ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তাছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, একে সাব-ফোল্ডার বলে।

২। Computer virus কী ?

উত্তর ঃ কম্পিউটারের পরিভাষায় ভইরাস শব্দের পূর্ণরূপ- Vital Information Resoureces Under Seize, যার অর্থ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।

৩।  Cell Address কী ?

উত্তর ঃ সেল অ্যাড্রেস ( Cell Address ) ওয়ার্কশীট এর প্রতিটি ঘরকেই সেল ( Cell ) বলা হয়। সেল সমূহের অ্যাড্রেস নির্ধারণ করা হয় রো ও কলাম দ্বারা। অর্থাৎ রো ও কলাম দ্বারা কোন সেলকে নির্ণয় করাকেই সেল অ্যাড্রেস বলা হয়।

৪। দুটি Spreadsheet সফটওয়্যারের নাম লেখ ।

উত্তর ঃ এম এস অ্যাক্সেস, ওরাকল, কোয়াট্রো প্রো ।

৫। Database কী ?

উত্তর ঃ শাব্দিক অর্থে ডাটাবেস হচ্ছে কোন সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক তথ্য বা উপাত্তের সমাবেশ। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ডাটাবেস সংরক্ষন, অ্যানালাইসিস, হিসাবরক্ষণ ইত্যাদিতে ব্যবহার করার জন্য জনপ্রিয়, শক্তিশালি ও সংরক্ষিত একটি প্রোগ্রাম।

৬। File ও Record- এর মাঝে ১ টি পার্থক্য লেখ ।

উত্তর ঃ ডাটা টেবিলের ফিল্ডসমূহের অধীনে যেসব তথ্যাবলি সারি বা সারিসমূহের এন্টি করা হয়, উক্ত প্রতিটি সারির তথ্যাবলির সমষ্টি হলো রেকর্ড। অপরদিকে, ফাইল হচ্ছে এক বা একাধিক টেবিল বা তথ্যের আধার।

৭। Table Marge করা বলতে কী বুঝায় ?

উত্তর ঃ দুটো টেবিলতে একত্রিত করাকে টেবিল মার্জ করা বলে।

৮। Primary Key কী ?

উত্তর ঃ প্রাইমারি-কী (Primary Key)t Primary Key এমন একটি Key যা এককভাবে শনাক্ত হবে। কোনো Table-এর কোনো Field-এ Primary Key set করলে Data Entry- এর সময় কোনো ফিল্ড ফাঁকা রেখে অন্য ফিল্ডে যাওয়া যাবে না এবং Field-এ ডাবল কোনো কিছু লেখা যাবে না।

৯। ইমেইল এর ক্ষেত্রে CC ও BCC কী ?

উত্তর ঃ CC এর পূর্ণরূপ কার্বন কপি এবং BCC এর পূর্ণরূপ ব্লাইন্ড কার্বন কপি ।  CC এর মাধ্যমে কোনো মেইল প্রেরণ করলে সেখানে সেন্ডারের  ইমেইল অ্যাড্রেস সো ( Show ) করবে। কিন্তু BCC এর মাধ্যমে কোনো ইমেইল প্রেরণ করলে সেখানে সেন্ডারের  ইমেইল অ্যাড্রেস সো ( Show ) করবে না।

১০। Text alignment কয় ধরনের ?

উত্তর ঃ Text alignment চার ধরনের ।

১১। দুটি জনপ্রিয় Search engine এর নাম লেখ ।

উত্তর ঃ (i) Google, (ii) Yahoo

১২।  Home Page কী ?

উত্তর ঃ হোমপেজ (Home Page ) ঃ একটি ওয়েব পেইজ এর প্রাথমিক বা প্রধান পেজ হচ্ছে হোম পেইজ। ওয়েব পেইজের সব ধরনের সংক্ষিপ্ত বিবরণ থাকে এই হোম পেইজে ।

১৩। Save ও Save As-এর মাঝে ১টি পার্থক্য লেখ ।

উত্তর ঃ কোন ডকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথম বারের মত সেভ করতে চাইলে Save ব্যবহার করা হয়। আর পূর্বের কোন ডকুমেন্ট এ নতুন কোন অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন Save As ব্যবহার করা হয়।

  • সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর 

১৪। BIOS- এর পূর্ণরূপ হলো………… ।

উত্তর ঃ Basic Input Output System.

১৫। RAM একটি ………….. মেমরি ।

উত্তর ঃ অস্থায়ী ।

১৬। Linax হলো ………. সফটওয়্যার ।

উত্তর ঃ অপারেটিং সিস্টেম।

১৭। A4 কাগজের দৈর্ঘ ও প্রস্থ যথাক্রমে…… ইঞ্চি ও …… ইঞ্চি।

উত্তর ঃ ১১.৬৯ ইঞ্চি ও ৮.২৭ ইঞ্চি।

১৮। ৮- বিট সমান ……….. বাইট ।

উত্তর ঃ ১(এক) ।

১৯। ই-মেইল Account বন্ধ করার জন্য ………. বাটনে ক্লিক করতে হয়।

উত্তর ঃ Sign out  ।

২০। OMR একটি ……….. ডিভাইস।

উত্তর ঃ আউটপুট ।

২১। ডাটার গড় মান নির্ণয়ের জন্য …….. ফাংশন ব্যবহৃত হয়।

উত্তর ঃ Average

২২। Record হলো কতগুলো …….. এর সমষ্টি ।

উত্তর ঃ ফিল্ড

২৩। MS- Word-এ ইংরেজি ভুল বানান শুদ্ধ করার জন্য ………… মেন্যু ব্যবহৃত হয়।

উত্তর ঃ Spelling & Grammer

২৪। Copy ও Paste এর “কী”-বোর্ড কমান্ড যথাক্রমে………. ও …………।

উত্তর ঃ Ctrl+C ও Ctrl+V

২৫। ডকুমেন্টের সব পৃষ্ঠা Print করতে Print dialog box-এ ………… করতে হয়।

উত্তর ঃ SELECT ALL

২৬। MS Office প্রোগ্রামে কোনো নতুন File save করলে Default folder হিসেবে………. ফোল্ডার জমা হয়।

উত্তর ঃ ডকুমেন্ট

  • বাক্যটি সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লেখ ঃ

২৭। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য হলো Artificaial Intelligence (Al)-এর ব্যবহার।

উত্তর ঃ “স”

২৮। Copy-Paste ও Cut-Paste-এর মাঝে কোনো পার্থক্য নেই ।

উত্তর ঃ“মি”

২৯। । A-Z পর্যন্ত Key গুলোকে নিউমেরিক Key বলে।

উত্তর ঃ “স”

৩০। ফাইলের ভেতরে Folder ও File উভয়ই থাকতে পারে ।

উত্তর ঃ “স”

৩১। Recycle Bin-এর Data ফিরিয়ে আনা যায়।

উত্তর ঃ “স”

৩২। Worksheet হলো Workbook এর অংশ।

উত্তর ঃ “স”

৩৩। Ctrl+Alt+V-এই Keyboard কমান্ডটি বাংলা ইংরেজি মোডে Keyboard পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।

উত্তর ঃ“মি”

৩৪। ম্যাক্রোর কাজ নতুন কমান্ড তৈরি করা।

উত্তর ঃ “স”

৩৫। Text Box-এ কিছু লেখা যায় না।

উত্তর ঃ“মি”

৩৬। “পিপীলিকা” একটি বাংলা সার্চ ইঞ্জিন।

উত্তর ঃ “স”

৩৭। Nikosh একটি বাংলা Font এর নাম।

উত্তর ঃ “স”

৩৮। MS-Access একটি Programming language|

উত্তর ঃ“মি”

  • সঠিক উত্তরটি লেখ।

৩৯। কোনটি অপারেটিং সিস্টেম ?

(ক) Linux                          (খ)  Cale

(গ) Press                               (ঘ) Avast

উত্তর ঃ (ক) Linux

৪০। USB – এর পূর্ণরূপ হলো

(ক) Uni Serial Bus              (খ) Universal Serial Bus

(গ) Unicode System Bus  (ঘ) Uni System Bus

উত্তর ঃ  (খ) Universal Serial Bus

৪১। নিচের কোনটি বাংলা সফটওয়্যার ?

(ক) বিজয়                        (খ) অভ্র

(গ)  প্রশিকা                               (ঘ) সবগুলো

উত্তর ঃ  (ঘ) সবগুলো

৪২। 1TB সমান কত ?

(ক) 1000 MB                       (খ) 1000GB

(গ)  1000XB                        (ঘ) 1024GB

উত্তর ঃ  (ঘ) 1024GB

৪৩। প্রিন্ট-এর Keyboard কমান্ড কোনটি ?

(ক)  Alt+P                 (খ) Ctrl+P

(গ)  Win+P               (ঘ) সবগুলো

উত্তর ঃ  (খ) Ctrl+P

৪৪।সমান কত ?ABS (5.555) সমান কত ?

(ক) 5                         (খ) 5.5

(গ)  5.55                   (ঘ) 5.555
উত্তর ঃ  (ঘ) 5.555

৪৫। MS-Excel-G একাধিক Cell কে একত্রিত করাকে কী বলে ?

(ক) Marge               (খ) Add

(গ)  Join                    (ঘ) Union

উত্তর ঃ (ক) Marge

৪৬। ছবি, Text ও Graph- এর জন্য কোন ডাটা টইপ ব্যবহৃত হয় ?

(ক) Text                                (খ) Number

(গ)  Hyperlink                     (ঘ) OLE

উত্তর ঃ (ঘ) OLE

৪৭।  keyboard-G Control Key এর সংখ্যা কত ?

(ক) ২টি                          (খ) ৩টি

(গ) ৪টি                          (ঘ) ৫টি

উত্তর ঃ (ক) ২টি

৪৮। কোনটি Logical function ?

(ক) = Max                            (খ) = SUM

(গ) = IF ()                             (ঘ) = ABS

উত্তর ঃ = IF ()

Page berak- এর “কী” বোর্ড কমান্ড কোনটি ?

(ক) Ctrl + Del                      (খ) Ctrl + Enter

(গ) Ctrl + End                      (ঘ) Ctrl + Home

উত্তর ঃ (খ) Ctrl + Enter

৫০। Cell-Gi নামকরণ করতে হয় কেন ?

(ক) হিসাব করতে                    (খ) সেলকে সঠিকভাবে Identify করতে

(গ) Cell freez করতে                 (ঘ) Cell Edit করতে

উত্তর ঃ (খ) সেলকে সঠিকভাবে Identify করতে

  • Answer the following questions in English:

৫১। What is the capital of Bangladesh ?

উত্তর ঃ Dhaka is the capital of Bangladesh.

৫২। How old are you ?

উত্তর ঃ I am 18 years old.

  • Translate into English

৫৩। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে।

উত্তর ঃ The earth moves round the sun.

৫৪। বাদল ও কাজল দুই ভাই।

উত্তর ঃ Badal and Kazal are two brothers.

৫৫। সে প্রতিদিন ফুটবল খেলে।

উত্তর ঃ He playes football every afternoon.

৫৬। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।

উত্তর ঃ Dhaka stands on the Buriganga.

৫৭। তুমি কি কখনও চট্টগ্রাম গিয়েছ ?

উত্তর ঃ Have you ever been to Chittagong.

  • Fill in the gaps using approprite word/words in branches:

৫৮। Bangladesh ………. many small rivers . (have/has)

উত্তর ঃ has

৫৯। Salim made the journey ……… boat . (to/by/on)

উত্তর ঃ by

60|He is ………. one-eyed man . (a/an/the)

উত্তর ঃ a

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৬ (জুলাই-সেপ্টেম্বর)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (৩ মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৬

 জুলাই-সেপ্টেম্বর ২০১৬ সেশন

 [পরিক্ষার তারিখ ঃ ৩০/ ০৯/ ২০১৬]

 

  • অতি সংক্ষেপে উত্তর দাও ?

১। Application Software কী ?

উত্তর ঃ ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরনের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্রোগ্রাম বা অ্যাপলিকেশন সফটওয়্যার বলে ।

২। কয় Bit-G 1Byte

উত্তর ঃ 8 Bit-G 1Byte

৩। Slide animation প্রদর্শন করার কমান্ড কী ?

উত্তর ঃ Shift +F5

৪। WWW-Gi পূর্ণরূপ কী ?

উত্তর ঃ World Wide Web

৫। Operating System বলতে কী বুঝায় ?

উত্তর ঃ অপারেটিং সিস্টেম হলো কতকগুলো  program  এর সমষ্টি, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্সসমূহকে নিয়ন্ত্রন, পর্যবেক্ষন ও তত্ত্বাবধান করে।

৬। একটি Antivirus  সফটওয়্যার এবং দুটি  Input DeviceGi নাম লেখ ।

উত্তর ঃ Antivirus software : Norton Antivirus.

Input Device : Mouse, Keyboard.

৭। Mail মার্জ করা কাকে বলে ?

উত্তর ঃ একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।

৮। BIOS কী ?

উত্তর ঃ Basic Input Output System

৯। এম এস পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার ?

উত্তর ঃ MS Power point একটি Presentation software

১০। স্পেডশিট বলতে কী বুঝায় ?

উত্তর ঃ মাইক্রোসফট এক্সেল হচ্ছে স্পেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম।

  • সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর 

১১। Legal কাগজের সাইজ হলো –

উত্তর ঃ 8.5”x14”

১২। SQL-Gi পূর্ণরূপ কী ?

উত্তর ঃ Structured Query Language

১৩। CPU হচ্ছে-

উত্তর ঃ Central Processing Unit

১৪। স্ক্যানার হচ্ছে একটি ……… ডিভাইস।

উত্তর ঃ Input Device

১৫। কী বোর্ডের ফাংশন ‘কী’…….. টি।

উত্তর ঃ ১২ টি

১৬।  Data sort —- প্রকার

উত্তর ঃ ২ প্রকার

১৭। ROM -এর পূর্ণরূপ –

উত্তর ঃ Read Only Memory

১৮। Undo  করার জন্য সংক্ষিপ্ত Command হলো –

উত্তর ঃ Ctrl+z

১৯। Computer এর প্রথম প্রোগ্রাম রচয়িতার নাম –

উত্তর ঃ লেডি অ্যাডা আগাস্টা

২০। MS Powerpoint একটি — Software

উত্তর ঃ Presentation

২১। RAM এর পূর্ণরূপ –

উত্তর ঃ Random Access Memory

২২। A সাইজ কাগজের পরিমান হচ্ছে –  

উত্তর ঃ 8.27” x 11.69”

২৩। Excel এর Row সংখ্যা —– টি।

উত্তর t2003 ভার্ষণে ঃ ৬৫৫৩৬

2007 ভার্ষণে ঃ ১০৮৫৭৫

২৪। Recycle Bin ফোল্ডারে —— ফাইল জমা থাকে।

উত্তর ঃ মুছে ফেলা ।

২৫। । স্ক্যানার এক প্রকার……… ডিভাইস।

উত্তর ঃ ইনপুট ডিভাইস

  • সত্য হলে  এবং মিথ্যা হলে মি লেখ 

২৬। Computer-Gi Virus একটি জীবানু ।

উত্তর ঃ মি

২৭। Folder-Gi ভেতর File ও folder উভয়ই থাকতে পারে।

উত্তর ঃ 

২৮। Hard disk একটি Porcessing ডিভাইস ।

উত্তর ঃ মি

২৯। Windows 7 একটি Application Software.

উত্তর ঃ মি

৩০। Pen drive -কে ফ্লাশ মেমরি বলা হয়।

উত্তর ঃ 

৩১। Cut করার কী-বোর্ড কমান্ড Ctrl +x.

উত্তর ঃ 

৩২। Google একটি সার্চ ইঞ্জিন নয়।

উত্তর ঃ মি

৩৩। মেইল অ্যাকাউন্ট বন্ধ করার জন্য Sign in-G ক্লিক করতে হয় ।

উত্তর ঃ মি

৩৪। A-Z নিউমেরিক Key

উত্তর ঃ মি

৩৫। Ram একটি স্থায়ী মেমরি । দু’

উত্তর ঃ মি

৩৬। ওয়ার্কশিট ওয়ার্কবুকের অংশ বিশেষ ।

উত্তর ঃ 

৩৭। Data sort দু’প্রকার ।

উত্তর ঃ                           

৩৮। Mother board কম্পিউটারের প্রক্রিয়াকরন অংশ ।

উত্তর ঃ মি

৩৯। MS Powerpoint দিয়ে Presentation তৈরি করা হয় ।

উত্তর ঃ 

৪০। Save এর কী-বোর্ড কমান্ড Ctri + P

উত্তর ঃ মি

  • সঠিক উত্তরটি লেখ ঃ

৪১।  Undo-Gi কী বোর্ড কমান্ড কোনটি ?

(ক) Ctrl +C                              (খ) Ctrl +P

(গ) Ctrl +V                              (ঘ) Ctrl +Z

উত্তর ঃ (ঘ) Ctrl +Z

৪২। Data base প্রোগ্রাম-

(ক) Word perfect                   (খ) MS-Excel

(গ) MS-Word              (ঘ) MS-Access

উত্তর ঃ (ঘ) MS-Access

৪৩। বিজয় চালু করতে চাপতে হয়-

(ক) Ctrl+ Shift+ B                    (খ) Ctrl+ Alt+ B

(গ) Ctrl+ Alt+ A                       (ঘ) Ctrl+B

উত্তর ঃ (খ) Ctrl+ Alt+ B

৪৪। এক কিলোবাইট সমান কত ?

(ক) ১০২৪ বাইট          (খ) ১০১৪ বাইট

(গ) ১১২৪ বাইট                       (ঘ) ১০১১ বাইট

উত্তর ঃ (ক) ১০২৪ বাইট

৪৫। LAN শব্দের পূর্ণরূপ কোনটি ?

(ক) Local Area Network                                 (খ) Lokal Area Network

(গ) Local Assemeble Network                        (ঘ) Legal Assemeble Network উত্তর ঃ (ক) Local Area Network

৪৬। ICT এর পূর্ণরূপ কোনটি ?

(ক) Information Communication and Technology

(খ) Information and Communication Technology

(গ) Information Computer Technology

(ঘ) International Commercial Trading

উত্তর ঃ (খ) Information and Communication Technology

৪৭। File Close এর কী বোর্ড কমান্ড কোনটি ?

(ক) Ctrl + O    (খ) Ctrl + W

(গ) Alt + O                              (ঘ) Ctrl + F4 উত্তর ঃ (ঘ) Ctrl + F4

৪৮। নিচের কোনটি সহায়ক মেমরি ?

(ক) Hard Disk                         (খ) Floppy disk

(গ) CD-ROM                           (ঘ) Cache

উত্তর ঃ (ঘ) Cache

৪৯। Print এর শর্টকাট কমান্ড কোনটি ?

(ক) Ctrl + Y                 (খ) Ctrl + X

(গ) Ctrl + P                  (ঘ) Ctrl + Z

উত্তর ঃ (গ) Ctrl + P

৫০। একটি ফিল্ডের নাম লিখতে সর্বোচ্চ কয়টি ক্যারেকটার ব্যবহার করা হয় ?

(ক) ৪০টি                     (খ) ৩৩টি

(গ) ২১টি                     (ঘ) ৬৪টি

উত্তর ঃ (ঘ) ৬৪টি

  • Translate into English

৫১। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ।

উত্তর ঃ Dhaka stands on the Buriganga.

৫২। আমি দেশকে ভালোবাসি।

উত্তর ঃ I love my country.

৫৩। তোমার মাতার নাম কী ?

উত্তর ঃ What is your mother’s name ?

৫৪। আমি একজন দক্ষ কারিগর হব ।

উত্তর ঃ Ishall/will be a skilled technician.

  • Answer the following questions in English

৫৫। How old are you ?

উত্তর ঃ I am 18 years old.

৫৬। What is the capital of Bangladesh ?

উত্তর ঃ The capital of Bangladesh Dhaka.

৫৭। Where are you working ?

উত্তর tI am warking in a factory.

  • Fill in the blanks with correct word

৫৮। Bangladesh became independent in………

(i)1947 (ii) 1991

(iii)1971           (iv) 1972

উত্তর ঃ (iii)1971

৫৯। ……. a letter to your father

(i)Make     (ii)Read     (iii) Write

উত্তর ঃ (iii) Write

৬০। He is …….. honest man.

(i)an     (ii)a     (iii) the

উত্তর ঃ (i)an

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১৭ (জুলাই- সেপ্টেম্বর)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (৩ মাস ) মেয়াদি পরীক্ষা-২০১৭

জুলাই- সেপ্টেম্বর ২০১৭ সেশন

[পরিক্ষার তারিখ ঃ ০৬-১০-২০১৭]

 

  • অতি সংক্ষেপে উত্তর দাও ঃ

১। কম্পিউটার পরিচালনায় Windows সফটওয়্যারের প্রয়োজনীয়তা কী ?

উত্তর ঃ কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে উইন্ডোজ সফটওয়্যার এর প্রয়োজনীয়তা অপরিসীম।  উইন্ডোজ অপারেটিং সফটওয়্যার ব্যাতীত কম্পিউটার পরিচালনা করা সম্ভব না।

২। MS Word-এ মেইল মার্জ বলতে কী বুঝায় ?

উত্তর ঃ একই চিঠি, মেইলিং লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে।

৩। কম্পিউটারের I/O ২টি  ডিভাইসের নাম লেখ ?

উত্তর ঃ Input ডিভাইস:  Scanner, OMR, Keyboard, Mouse.

Output ডিভাইস: Speaker, Monitor, Printer, Projector.

৪। Anti-virus প্রোগ্রামের কাজ কী ?

উত্তর ঃ অ্যান্টিভাইরাস হল এক ধরনের প্রোগ্রাম, যা কম্পিউটারকে ভাইরাস মুক্ত করে, কম্পিউটারের ভাইরাস বিশিষ্ট ফাইল বা প্রোগ্রাম ব্যবহারকালে সংকেত প্রদান করে এবং কম্পিউটারকে ভাইরাসমুক্ত করে।

৫। ডকুমেন্ট Footnote ব্যবহার করা হয় কেন ?

উত্তর ঃ প্রতিটি পৃষ্ঠার নিচে টিকা লেখা  Footnote হল।

৬। Recycle Bin কী ?

উত্তর ঃ Recycle Bin-G Delete করা Data সংরক্ষিত থাকে এবং পুনরায় ফিরিয়ে আনা যায়।

৭। একটি E-mail অ্যাড্রেসের প্রধান দুটি অংশের নাম লেখ ?

উত্তর ঃ <Userid এবং  Domain name>

৮। B2 হতে D8 পর্যন্ত সেলগুলোর ডাটা যোগ করার MS-Excel-এর Sum ফাংশনটি লেখ ?

উত্তর ঃ =Sum (B2:D8)

৯। C5 সেলের ডাটা 33 বা তার বেশি হলে “Pass” এবং কম হলে “Fail”  ছাপানোর একটি IF ফাংশন লেখ ?

উত্তর ঃ =IF(C5>33, “Pass”, “Fail”)

১০। MS-Excel তৈরি করা যায়, এমন দু’ প্রকার Chart/graph এর নাম লেখ ।

উত্তর ঃ MS-Excel তৈরি করা যায়, এমন কয়েকটি Chart/graph হলো (i) কলাম, (ii) পাই, (iii) বার, (iv) লাইন ইত্যাদি ।

১১। একটি Excel ডকুমেন্ট প্রিন্ট করার ধাপগুলো লেখ।

উত্তর ঃ (i) ওয়ার্কশিটটি ওপেন করে, সেটা সিলেক্ট করে নিতে হবে। (ii) ওয়ার্কশিট এর উপরে বাম পাশের কোনায় রয়েছে অফিস বাটন। অফিস বাটনে ক্লিক করতে হবে। (iii)  একটি মেনু আসবে। সেখানে থেকে প্রিন্ট অপশনটি সিলেক্ট করে নিতে হবে। (iv) একটি প্রিন্ট ডায়ালগ বক্স আসবে। সেখানে Print What-G Selection অপশন Select করে OK click করতে হবে।

১২। ডাটাবেজ প্রোগ্রামে কুয়েরি বলতে কী বুঝায় ?

উত্তর ঃ Database থেকে প্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা

১৩। MS-Access প্রোগ্রামে যে-কোনো চার প্রকার ডাটা টাইপ হলো-

উত্তর ঃ (i) বাইনারি, (ii) বিট, (iii) কাউন্টার, (iv) কারেন্সি, (v)ডেট/টাইন  (iv) মেমো ইত্যাদি।

  • সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর ঃ

১৪। চার গিগাবাইট সমান ………….. কিলোবাইট।

উত্তর ঃ 41, 94, 304

১৫। A4 সাইজের কাগজের পরিমাপ হচ্ছে …………।

উত্তর ঃ 210 X 297 মিমি. অথবা 8.27 x 11.69 ইঞ্চি

১৬। কতগুলো সংখ্যা হতে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য MS-Excel-এ…………ফাংশন ব্যবহার করা হয়।

উত্তর ঃ MAX ( )

১৭। মাল্টিমিডিয়া প্রজেক্টর একটি ………. ডিভাইস ।

উত্তর ঃ ইলেকট্রনিক ।

১৮। OMR-এর পূর্ণরূপ হচ্ছে ……………।

উত্তর ঃ Optical Mark Reader

১৯। LAN-এর পূর্ণরূপ হচ্ছে ……………।

উত্তর ঃ Local Area Network

২০। Google হচ্ছে একটি ………….. সফটওয়্যার।

উত্তর ঃ ওয়েব ব্রাউজার ।

২১। ডকুমেন্ট প্রিন্ট করার শর্টকাট ‘কী’ হচ্ছে ।

উত্তর ঃ Ctrl+P

২২। ১০১১১ বাইনারি সংখ্যার দশমিক সংখ্যা হচ্ছে …………. ।

উত্তর ঃ ২৩

২৩। ………….Key দিয়ে ডাটাবেজ-এর সকল রেকর্ডকে আলাদা করা যায় ।

উত্তর ঃ Primary

২৪। RAM-এর পূর্ণরূপ হচ্ছে …………. ।

উত্তর ঃ Random Access Memory

২৫। BIOS-এর  পূর্ণরূপ হচ্ছে …………. ।

উত্তর ঃ Basic Input Output System.

২৬। স্লাইড শো ………… সফটওয়্যারের একটি কমান্ড ।

উত্তর ঃ এম এস পাওয়ার পয়েন্ট

  • সত্য হলে “স” এবং মিথ্যা হলে “মি” লেখ ঃ

২৭। SAVE ও SAVE As এর মাঝে কোনো পার্থক্য নেই ।

উত্তর ঃ “মি”

২৮। ডাটাবেজ-এর ক্ষেত্রে কতগুলো রেকর্ডকে একত্রে একটি ফাইল বলা হয়।

উত্তর ঃ “স”

২৯। Power Point সফটওয়্যারে Custom animation সেট করা যায় না।

উত্তর ঃ “মি”

৩০। কম্পিউটারের ডাটা মাইক্রোপ্রসেসরের ভেতরে জমা হয়।

উত্তর ঃ “মি”

৩১। ডকুমেন্টের লাইন স্পেসিং-এর সেটআপ Paragraph অপশনের মাঝে থাকে।

উত্তর ঃ “স”

৩২। ‘ওয়ান টু মেনি’ একটি ডাটাবেস রিলেশনশিপের নাম।

উত্তর ঃ “স”

৩৩। একটি ভবনের সকল তলায় কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন করার জন্য WAN নেটওয়ার্ক ব্যবহার করা হয়।

উত্তর ঃ “মি”

৩৪। Scanner একটি আউটপুট ডিভাইস।

উত্তর ঃ “মি”

৩৫। Kaspersky একটি ভাইরাস প্রোগ্রাম।

উত্তর ঃ “মি”

৩৬। Linux একটি অপারেটিং সিস্টেম।

উত্তর ঃ “স”

৩৭। কোনো একটি ওয়েব সাইটের প্রথম Home page পেইজকে বলে।

উত্তর ঃ “স”

৩৮।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইটের অ্যাড্রেস হচ্ছে www.bteb.gov.com

উত্তর ঃ “মি”

  • সঠিক উত্তরটি লেখ ঃ

৩৯। কোনটি স্পেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার ?

(ক) MS-Word                     (খ) MS-Excel

(গ) MS-Access                    (ঘ) MS-Powerpoint

উত্তর ঃ (খ) MS-Excel

৪০। কোনটি প্রাইমারি মেমরি ?

(ক) ROM                              (খ) RAM

(গ) Pen drive                  (ঘ) HDD

উত্তর ঃ (খ) RAM

৪১। পেন ড্রাইভ কোন ধরনের ডিভাইস ?

(ক) ইনপুট                     (খ) আউটপুট

(গ) ইনপুট-আউটপুট               (ঘ) কোনটিই নয়

উত্তর ঃ (ঘ) কোনটিই নয়

৪২।  WWW-এর পূর্ণরূপ হচ্ছে ।

(ক) World Wide Wabe    (খ) World Wide Wave

(গ) World Wide Wab                   (ঘ) World Wide Web

উত্তর ঃ (ঘ) World Wide Web

৪৩। কোনটি ডাটাবেস সফটওয়্যার নয় ?

(ক) MS-Access                   (খ) SQL

(গ) MS-Office                     (ঘ) MS-Excel

উত্তর ঃ (ঘ) MS-Excel

৪৪। কোনটি প্রেজেন্টশন সফটওয়্যার নয় ?

(ক) MS-Word                     (খ) MS-Excel

(গ) MS-Access                    (ঘ) MS-Powerpoint

উত্তর ঃ (ঘ) MS-Powerpoint

৪৫। Copy paste-এর শর্টকাট কমান্ড হচ্ছে-

(ক) Ctrl + P              (খ) Alt + P

(গ) Ctrl + C               (ঘ) Ctrl + V

ব্যাখ্যা ঃ Copy এর এর শর্টকাট কমান্ড হচ্ছে ঃ Ctrl + C

এবং paste এর শর্টকাট কমান্ড হচ্ছে ঃ Ctrl + V

৪৬। কোনটি ব্রউজার সফটওয়্যার নয় ?

(ক) Yahoo                (খ) Google

(গ) SQL                     (ঘ) Mozila

উত্তর ঃ (গ) SQL

৪৭। কোনটি ইনপুট ডিভাইস ?

(ক) মাউস            (খ) প্রিন্টার

(গ) LED Monitor                 (ঘ) Speaker

উত্তর ঃ (ক) মাউস

৪৮। ৩৫ দশমিক সংখ্যার বাইনারি কোনটি ?

(ক) ১০০০১১                  (খ) ১০০১১১

(গ) ১১০০০১                   (ঘ) ১০০১০১

উত্তর ঃ (ক) ১০০০১১

৪৯। কোনটি ডাটাবেসের Key হিসেবে ব্যবহৃত হয় না ?

(ক) সোসাল ‘কী’          (খ) প্রাইমারি ‘কী’

(গ) ফরেন ‘কী’             (ঘ) ক্যানডিডেট ‘কী’

উত্তর ঃ (ক) সোসাল ‘কী’

৫০। Min ( ) ফাংশন কোন কাজে ব্যবহার করা হয় ?

(ক) ডাটা যোগ করা

(খ) আনেকগুলো ডাটা হতে বড়টি নির্ণয় করা

(গ) আনেকগুলো ডাটা হতে ছোটটি নির্ণয় করা

(ঘ) উল্লিখিত সবকয়টি

উত্তর ঃ (গ) আনেকগুলো ডাটা হতে ছোটটি নির্ণয় করা

  • Answer the following questions in English

৫১। How old are you ?

উত্তর ঃ I am 18 years old.

৫২। Do you know how to swim ?

উত্তর ঃ Yes, I know how to swim.

৫৩। Who is your best friend ?

উত্তর ঃ Mina is my best friend.

54|Where do you live ?

উত্তর ঃ I live in Mirzapur.

৫৫। Which trade do you read in ?

উত্তর ঃ I read in computer trade.

  • Choose and fill in the gaps with the correct word/words in brackets:

৫৬। What …….. you like to drink ? (are/do/would)

উত্তর ঃ do

৫৭। I gave …….. a book on his birthday. (him/his/her)

উত্তর ঃ him

৫৮। How …….. have you lived there ? (long/often/many)

উত্তর ঃ long

  • Translate into English :

৫৯। রহিমের বাবা একজন দক্ষ কারিগর ।

উত্তর ঃ Rahim’s father is a skilled technician.

৬০। এক ঘন্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে ।

উত্তর ঃ It has been raining cats and dogs for one hour.

কম্পিউটার অফিস এপ্লিকেশন পরীক্ষা-২০১২ (জুলাই-ডিসেম্বর)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

বেসিক ট্রেড ৩৬০ ঘণ্টা (৬ মাস ও ৩ মাস ) মেয়াদি
(অক্টোবর-ডিসেম্বর/জুলাই-ডিসেম্বর) পরীক্ষা-২০১২
[পরিক্ষার তারিখ ঃ ২৮-১২-২০১২]

 অতি সংক্ষেপে উত্তর দাও :

১। তথ্য প্রযুক্তি বলতে কী বুঝায়?
উত্তর ঃ তথ্য সংগ্রহ,এর সত্যতা ও বৈধতা যাচাই,সংরক্ষণ,প্রক্রিয়াকরণ,আধুনিকীকরণ,পরিবহন,বিতরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুত্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি।

২। বাইনারি এবং অকট্যাল সংখ্যা পদ্ধতিতে কয়টি মৌলিক অঙ্ক আছে ্ও কী কী?
উত্তর ঃ Binary তে আছে দুটি, Binary-0,1 এবং octal-0-7 মোট 8 টি msL¨v|(0,1,2,3,4,5,6,7)=8 টি ।

৩। স্প্রেডশীট প্যাকেজ দিয়ে কাজ করা হয়?
উত্তর ঃ স্প্রেডশীট প্যাকেজ দিয়ে Accounting এর কাজ করা হয়।

৪। দুটি Search Engine এর নাম লেখ।
উত্তর ঃ 1. Google, 2. Yahoo

৫। E-Commerce কী?
উত্তর ঃ ইলেক্ট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স বলা হয়।

 সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরন কর:
৬।১০২৪ মেগাবাইট——-।উত্তর ঃ 1GB

৭। LAN এর পূর্ণরূপ ——Area Network.
উত্তর ঃ Local

৮। Linax একটি —– software
উত্তর ঃ Operating software

৯। MS Word এ সর্বনিম্ন Zoom করা যায়—-পর্যন্ত।
উত্তর ঃ 10%

১০। Excel এ Default ভাবে Sheet থাকে—–।
উত্তর ঃ 3টি (২০১০ পর্যন্ত Sheet থাকত ৩ টি কিন্তু পরবর্তী ভার্সনে Sheet ১টি করে

১১। MS Access প্রোগ্রাম —–ধরনের Data Type পাওয়া যায়।
উত্তর ঃ 10

 

 বাক্যটি সত্য হলে‘‘স” এবং মিথ্যা হলে “মি” লেখ:

১২। Windows 7 একটি System software
উত্তর ঃ “স”
১৩। 1000 Megabyte = 1 Gigabyte
উত্তর:“মি”
১৪। Linax একটি Application software
উত্তর ঃ “মি”
১৫। Bijoy অন করতে Ctrl + Alt + B প্রেস করতে হয়।
উত্তর ঃ “স”
১৬। মাইক্রোসফট এক্সেল এর প্রতিটি শীট-এ মোট হচ্ছে ১৬৭৭৭২১৬।
উত্তর ঃ “স”
১৭। বাংলাদেশে প্রথম সার্ভিস চালু হয় ১৯৯৩ সালে।
উত্তর ঃ “স”

 সঠিক উত্তরটি লেখ:

১৮। সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়ার পূর্বাভাস, তেল ও গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় –
(ক) সুপার কম্পিউটার (খ) মেইন ফ্রেম কম্পিউটার
(গ) মিনি কম্পিউটার (ঘ) মাইক্রোকম্পিউটার
উত্তর ঃ (ক) সুপার কম্পিউটার
১৯। 2GB = কত কিলোবাইট ?
(ক) 221 (খ) 220
(গ) 210 (ঘ) 211
উত্তর ঃ (ক) 221
২০। ৩য় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ঠ্য –
(ক) ভ্যকুয়াম টিউব (খ) ট্রানজিস্টার
(গ) IC (ঘ) রিলে
উত্তর ঃ (গ) IC
২১। (২১)১০ সংখ্যাটি বাইনারিতে প্রকাশ করলে কত হয় ?
(ক) (১১০১০)২ (খ) (১১১১০) ২
(গ) (১১০০১) ২ (ঘ) (১০১০১) ২
উত্তর ঃ (ঘ) (১০১০১) ২
২২। EDSAC কম্পিউটার কে আবিষ্কার করেন ?
(ক) অধ্যাপক মরিস উইলকিস (খ) অধ্যাপক মরিস বুখাইল
(গ) অধ্যাপক মরিস বিলকিস (ঘ) অধ্যাপক হরম্যান হলেরিথ
উত্তর ঃ (ক) অধ্যাপক মরিস উইলকিস
২৩। ফুটার কী ?
(ক) পৃষ্ঠার ওপরের অংশের টাইটেল (খ) পৃষ্ঠার নিচের অংশ
(গ) প্রতিটি পৃষ্ঠার নিচের মার্জিনের অংশ (ঘ) পৃষ্ঠার মাঝের অংশ
উত্তর ঃ (গ) প্রতিটি পৃষ্ঠার নিচের মার্জিনের অংশ
২৪। নিচের কোনটি Title case এর উদাহরন?
(ক) Run! forest run (খ) Run! Forest Run
(গ) run! forest run (ঘ) run! fUN! fOREST run
উত্তর ঃ (খ) Run! Forest Run
২৫। Equation লেখার জন্য ব্যবহৃত হয় ?
(ক) File > Object > Microsoft Equation (খ) Insert > Equation
(গ) View > Equation (ঘ) Insert > Object > Microsoft Equation
উত্তর ঃ (ঘ) Insert > Object > Microsoft Equation
২৬। নিচের Data Type কোন Field এর সাহায্যে Windows এর অন্যান্য Program থেকে ডাটা (ছবি,শব্দ, গ্রাফ ইত্যাদি) এনে Field এ রাখা যায় ?
(ক) Memo (খ) Text
(গ) OLE (ঘ) Currency
উত্তর ঃ (গ) OLE
২৭। Find all information of the students whose age are above 20 years. সঠিক query কোনটি ?
(ক) Select*from student info where age > 20 (খ) Select*from student info where age >= 20
(গ) Select*from student info where age < 20 (ঘ) Select*from student info where age <= 20 উত্তর ঃ (ক) Select*from student info where age > 20
২৮। এক্সেলের নিচের কোন ফাংশনটি আজকের তারিখ প্রদান করে ?
(ক) Today (খ) Now ( )
(গ) Day (ঘ) Data value
উত্তর ঃ (ক) Today
২৯। Press Alt + E- চাপলে
(ক) File-G যাবে (খ) Edit-G যাবে
(গ) Save-G যাবে (ঘ) Font-G যাবে
উত্তর ঃ (খ) Edit-G যাবে
৩০। স্পেডশীড প্যাকেজ প্রোগ্রাম মূলত ব্যবহার করা হয় –
(ক) ডাটাবেজ তৈরি করতে (খ) অ্যাকাউন্টিং এর কাজে
(গ) চিঠিপত্র তৈরি করতে (ঘ) প্রোগ্রাম করতে
উত্তর ঃ (খ) অ্যাকাউন্টিং এর কাজে
৩১। এক্সেলে কোনটি Logical ফাংশন
(ক) =IF ( ) (খ) =Average
(গ) = SUM (ঘ) = ABS ( )
উত্তর ঃ (ক) =IF ( )
৩২। A5 হতে A10 সেলের ডাটা যোগ করার ফাংশন
(ক) =SUM (A5+A10) (খ) =SUM (A5:A10)
(গ) =SUM (A5,A10)
উত্তর ঃ (খ) =SUM (A5:A10)
৩৩। Query কী ?
(ক) ডাটাবেজ থেকে অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয়া (খ) ডাটাবেজ থেকে অপ্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা
(গ) ডাটাবেজ থেকে ফিল্ড বাদ দেয়া (ঘ) ডাটাবেজের সব ফিল্ড বাদ দেয়া
উত্তর ঃ (খ) ডাটাবেজ থেকে অপ্রয়োজনীয় তথ্য অনুসন্ধান করা
৩৪। Form file তৈরি করার উদ্দেশ্য কী ?
(ক) ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা (খ) ডাটা নির্বাচন পদ্ধতি অনুসরণ করা
(গ) ডাটা প্রদর্শন ব্যবস্থা বাতিল করা (ঘ) ডাটা প্রদর্শনে সহায়তা করা
উত্তর ঃ (ক) ডাটা প্রদর্শন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা
৩৫। MS Access এর ক্ষেত্রে OLE হচ্ছে
(ক) Object Label Embeded (খ) Object Link Emmission
(গ) Object Linking and Embedding (ঘ) Object Link Edit
উত্তর ঃ (গ) Object Linking and Embedding
৩৬। রাউটার কী?
(ক) Hardware device (খ) Software (M)Farmware
উত্তর ঃ (ক) Hardware device
৩৭। কম্পিউটার ভাইরাস কী?
(ক) এক ধরণের সফটওয়্যার (খ) ক্ষতিকর প্রোগ্রাম
(গ) হার্ডওয়্যার (ঘ) সিস্টেম প্রোগ্রাম
উত্তর ঃ (খ) ক্ষতিকর প্রোগ্রাম
৩৮। Internet connection এর জন্য প্রয়োজনীয় Hardware কোনটি?
(ক) Lan Card,Cable,Connector (খ) AGP Card
(গ) TV Card (ঘ) Speaker
উত্তর ঃ (ক) Lan Card,Cable,Connector
৩৯। Internet connectivity এর নাম নয়-
(ক) Dial Up (খ) Broad band
(গ) Wireless (ঘ) Yahoo
উত্তর ঃ (ঘ) Yahoo
৪০। NASA’ র পূর্ণরূপ কোনটি?
(ক) National Aeromatic and Special Administration
(খ) National Aeromatic and Service Administration
(গ) National Aeronautics and Space Administration
(ঘ) National Aeronautics and special Adm firm
উত্তর ঃ (গ) National Aeronautics and Space Administration

—–>  Answer the following questions in short in English :

৪১। Where were you born?
Ans ঃ I was born on Kushtia.
৪২। What is your present address?
Ans ঃ My present address is- Housing Estate- A-241, Kushtia.
43|What is your favourite hobby?
Ans ঃ My favourite hobby is gardening.
44|What is your favourite sport?
Ans ঃ My favourite sport is cricket.
45|What do you do to stay healthy?
Ans ঃ I take a balanced diet to stay healthy.

—–> Make interrogative sentences with the following words:

৪৬। Who—-
Ans ঃ are you?
৪৭। Where—-
Ans ঃ do you live?
৪৮। Doesn’t—-
Ans ঃ he makes a noise?
৪৯। Don’t—-
Ans ঃ you like tea?
৫০। Which—-
Ans ঃ book do you want?

Change